Sunday, October 28, 2018

প্রথম আলো— ২৮ অক্টোবর, ২০১৮

২৮ অক্টোবর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. সম্প্রতি বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন 'ছায়ানট' লাভ করে— আন্তর্জাতিক টেগোর পুরস্কার।
২. বর্তমান জাতীয় সংসদ হলো— দশম জাতীয় সংসদ।
৩. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল— পাট।
৪. দেশের প্রথম পাটকল আদমজী জুটমিল প্রতিষ্ঠিত হয়— ১৯৫১ সালে। এটি ছিল বিশ্বের বৃহত্তম পাটকল।
৫. প্রাচ্যের ড্যান্ডি বলা হয়— নারায়ণগঞ্জকে।
৬. বর্তমানে দেশে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়— ফরিদপুরে।
৭. ইন্টারপোল আন্তর্জাতিক সংগঠনটি— ফ্রান্সভিত্তিক।
৮. ২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার পান বাংলাদেশের— আসমা জাহাঙ্গীর।



সোশ্যাল উদ্যোক্তা হোন!

হেল্পবুক প্লাটফর্ম তৈরির জন্য প্রতিটি জেলা শহরে উদ্যোক্তা সংগ্রহ চলছে। উদ্যোক্তারা নিজ জেলার হেল্পবুক তৈরি করবেন এবং সেখান থেকে আয় করবেন। আর আমরা আপনার হেল্পবুক প্লাটফর্ম এর প্রচারণায় সহায়তা করবো ফ্রিতে। কীভাবে তৈরি করবেন তা দেখতে rangpurhelpbook.blogspot.com ভিজিট করে রংপুর এর হেল্পবুক প্লাটফর্মটি দেখে নিন।

আসুন উদ্যোক্তা হই.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, হেল্পবুক বাংলাদেশ।

No comments:

Post a Comment