Tuesday, October 30, 2018

প্রথম আলো— ৩০ অক্টোবর, ২০১৮

৩০ অক্টোবর, ২০১৮ | মঙ্গলবার


তথ্যসমূহ:—
১. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি— লুই আই কান। তিনি একজন মার্কিন নাগরিক।
২. বাংলাদেশে নিযুক্ত একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন— মার্শা বার্নিকাট।
৩. জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা— বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)।
৪. মোনালিসা চিত্রকর্মটির শিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি ছিলেন— ইতালীয়।
৫. সম্প্রতি ১৮৯ জন আরোহী নিয়ে লায়ন এয়ারের বিমান বিধ্বস্ত হয়— ইন্দোনেশিয়ার জাভা সাগরে।
৬. শ্রীলংকার প্রেসিডেন্ট— মাইথ্রিলা সিরিসেনা এবং স্পিকার— কারু জয়সুরিয়া।
৭. সম্প্রতি ব্রাজিলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন— জাইর বোলসোনারো।
৮. বাংলাদেশের শিল্পপতিদের সবচেয়ে বড় সংগঠন— এফবিসিসিআই।
৯. বিআইবিএম হলো— বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনা শিক্ষার একটি প্রতিষ্ঠান।
১০. আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেজ মেশিন) হলো— যুক্তরাষ্ট্রের একটি তথ্যপ্রযুক্তি বিষয়ক কোম্পানি।
১১. রেড হ্যাট ছিল— একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান।
১২. বাংলাদেশে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়।



রংপুর শহরে নিয়মিত বিভিন্ন ছোটখাটো কাজের অর্ডার পেতে প্রতিদিন ভিজিট করুন Microjob Project এর ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
microjobproject.blogspot.com

ফেসবুকে সেই নোটিফিকেশন পেতে যোগ দিন Microjob Project ফেসবুক গ্রুপে।
গ্রুপে যোগ দিতে→ এখানে ক্লিক করুন

স্বাধীন জবের অনুপম অনুভূতি.../
-মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, মাইক্রোজব প্রজেক্ট।

No comments:

Post a Comment