Sunday, October 21, 2018

প্রথম আলো— ২১ অক্টোবর, ২০১৮

২১ অক্টোবর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. জামাল খাসোগি ছিলেন— একজন সৌদি সাংবাদিক। তিনি ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সৌদি রাজতন্ত্রের সমালোচক ছিলেন।
২. সম্প্রতি সংঘটিত ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া 'মহানুভবতার দেয়াল' কার্যক্রমটি সম্পাদিত হয়— কিশোরগঞ্জের দক্ষিণ মকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৩. ফাদার মারিনো রিগ্যান ছিলেন— একজন ইতালীয় ধর্মযাজক। ১৯৫০ সালে একজন মিশনারি হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে তার মানবিক কর্মকাণ্ডের কর্মক্ষেত্র ছিল— খুলনার মোংলায়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অবদান রেখেছিলেন।
৪. সম্প্রতি স্বয়ংক্রিয় 'কৃষি আবহাওয়া স্টেশন' চালু করা হয়— সিলেটে। এটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়।
৫. বর্তমানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা— টিম কুক।



BCS Preparation এর নিত্যনতুন সব তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন 'বিসিএস প্রিপারেশন প্রোগ্রাম' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/bcspreparationprogram

এটি একটি বিসিএস প্রস্তুতি সহায়তা প্রকল্প.../
মেহেদী হাসান,
এডমিন, বিসিএস প্রস্তুতি প্রকল্প।

No comments:

Post a Comment