১৫ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার
তথ্যসমূহ:—
১. সম্প্রতি বাংলাদেশি ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয় যুক্তরাষ্ট্রের— নিউ জার্সি অঙ্গরাজ্যের পিটারসন শহরে।
২. ভাসু বিহার— বগুড়ার মহাস্থাগড়ে। সম্প্রতি এখানে প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয়।
৩. সম্প্রতি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়— ৬ নভেম্বর।
৪. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ— ব্রেক্সিট নামে পরিচিত।
৫. মাহিন্দা রাজাপাক্ষেকে বরখাস্ত করল শ্রীলংকার পার্লামেন্ট। ফলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ায় রাজনৈতিক সংকট প্রকট হয়।
৬. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম— সিনেট।
৭. অনলাইনে অর্থ পরিশোধের পদ্ধতিকে বলা হয়— ই-পেমেন্ট।
৮. টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা— জ্যাক ডার্সি।
লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।
অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com
নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd
এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।
No comments:
Post a Comment