Friday, October 11, 2019

সাপ্তাহিক সংখ্যা—৪৭: ০৫/১০/২০১৯ হতে ১১/১০/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভ হয়— ইরানে। পুলিশ এতে গুলি ছুড়লে ৪৬ জনের বেশি নিহত হয়।
২. বর্তমান পোপ এর নাম— পোপ ফ্রান্সিস।
৩. নোবেল পুরস্কার প্রবর্তিত হয়— ১৯০১ সালে। আর অর্থনীতিতে নোবেলের প্রবর্তন হয় ১৯৬৯ সাল হতে সুইডিস ব্যাংকের অর্থায়নে।
৪. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করে চীনের— ২৮টি প্রতিষ্ঠান।
৫. বিগ ব্যাং থিওরির জনক— স্টিফেন হকিং।
৬. প্যাংগ্যাং হ্রদ অবস্থিত— ভারতের লাদাখ সীমান্তে।
৭. এ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ১৪ জন নারী।
৮. মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা— ডিআইএ।
৯. কুর্দি জাতিদের বাস— তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া ও আর্মেনিয়ায়।



HSC A+ + DU Kha টার্গেটেড প্রকল্প!

DUKUAPP এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে "এইচএসসি এ+ + ঢাবি 'খ' টার্গেটের প্রকল্প"। HSC তে A+ এবং ঢাবি "খ" ইউনিটে চাঞ্চ এর টার্গেট।
এটি একটি প্রাইভেট প্রোগ্রাম, কোচিং নয়।
সৌভাগ্যবান ছাত্ররা দ্রুত যোগাযোগ করুন। আসন সংখ্যা অতি সীমিত।
ক্লাস সপ্তাহে ৫দিন এবং ফি প্রতি মাসে ৫০০/- টাকা।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639