প্রীতি মডেল টেস্ট—২০২০
উদ্দীপ্ত অ্যাডমিশন কেয়ার
পূর্ণমান— ২৫ | সময়— ১৫ মিনিট
*** প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে ও প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
শিক্ষার্থীর নাম:
সঠিক উত্তর:
ভুল উত্তর:
প্রাপ্ত নম্বর =
প্রশ্নপত্র→
১. "চোর পালালে বুদ্ধি বাড়ে"— প্রবচনটি কোন রচনার?
ক. আমার পথ গ. জাদুঘরে কেনো যাবো গ. রেইনকোর্ট ঘ. নেকলেস
২. " অভ্র" অর্থ কী?
ক. আকাশ খ. পতাকা গ. ছুটে চলা ঘ. ডানা
৩. নিম্নের কোন বানানটি সঠিক নয়?
ক. স্কুল খ. ইস্কুল গ. ইসকুল ঘ. ইশকুল
৪. শিশু-কিশোর-যুবক-বৃদ্ধ ইত্যাদি সকল বয়সের মানুষকে বোঝাতে এককথায় বলা হয়—
ক. সবাই খ. সর্বজন গ. আবালবৃদ্ধবনিতা ঘ. জনগণ
৫. নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?
ক. দিগন্ত খ. পরিচ্ছদ গ. প্রতিচ্ছবি ঘ. ষোড়শ
৬. Global এর পারিভাষিক শব্দ কি?
ক. আন্তর্জাতিক খ. বৈশ্বিক গ. সাংকেতিক ঘ. আক্ষরিক
7. "আমার একজন বোন ছিল" এর ইংরেজি হবে—
a. My was a sister b. I have a sister c. I had a sister d. My had a sister
8. Stephen Hawking was ____________ Gehrig's disease.
a. attacked b. attacked by c. attacked with d. attacked from
9. Public universities are the first ___________ of most students.
a. choice b. choices c. choose d. chooses
10. He is senior _________ me.
a. to b. than c. over d. on
11. It is high time I __________ her after a long trial.
a. propose b. proposed c. proposing d. will propose
12. He is a _________ of university admission test.
a. student d. applicant d. candidate d. competitor
১৩. জাতীয় সংসদের মোট আসনসংখ্যা কতটি?
ক. ৩০০ টি খ. ৩৩০ টি গ. ৩৪৫ টি ঘ. ৩৫০ টি
১৪. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. জনগণ ঘ. আইনসভা
১৫. জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য কত বছর বয়স হতে হয়?
ক. ১৮ বছর খ. ২৫ বছর গ. ৩৫ বছর ঘ. ৪০ বছর
১৬. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৮ টি খ. ১০ টি গ. ১১ টি ঘ. ১৩ টি
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন—
ক. ১৯১০ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯১৬ সালে ঘ. ১৯২০ সালে।
১৮. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
ক. ১৯০৫ সালে খ. ১৯১০ সালে গ. ১৯১১ সালে ঘ. ১৯১৬ সালে
১৯. "ভূস্বর্গ" বলা হয় কোন স্থানকে?
ক. সৌদিআরব খ. গ্রিনল্যান্ড গ. কাশ্মীর ঘ. দুবাই
২০. জাতিসংঘের সাধারণ পরিষদে ভেটো প্রদানকারী ক্ষমতা আছে কয়টি দেশের?
ক. ২ টি খ. ৩ টি গ. ৪ টি ঘ. ৫ টি
২১. আমাজন মহাবন রয়েছে নিম্নের কোন দেশে?
ক. জার্মানি খ. ব্রাজিল গ. অস্ট্রেলিয়া ঘ. রাশিয়া
২২. ল্যুভর মিউজিয়াম আছে কোন দেশে?
ক. আমেরিকায় খ. ব্রিটেনে গ. ফ্রান্সে ঘ. গ্রিসে
২৩. 'হাভানা' কোন দেশের রাজধানী?
ক. কিউবা খ. ইতালি গ. স্পেন ঘ. পর্তুগাল
২৪. 'লিরা' কোন দেশের মুদ্রার নাম?
ক. ইংল্যান্ড খ. সুইডেন গ. জার্মানি ঘ. তুরস্ক
২৫. আধুনিক কম্পিউটারের প্রথম প্রোগামার কে ছিলেন?
ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা বায়রন গ. বিল গেটস ঘ. হাওয়ার্ড আইকন
No comments:
Post a Comment