গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. এ বছর কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়— ১২০ তম। কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়— ২৪ মে ১৯৭২ তে।
২. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো চলে পাঁচটি সংস্থার অধীনে। এই পাঁচটি হলো— বিসিআইসি, বিএসএফআইসি, বিএসইসি, বিজেএমসি এবং বিটিএমসি।
৩. মাটির নিচে শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করা উদ্ভিদগুলোকে টিউবার বলে। যেমন- আলু, মূলা, শালগম ইত্যাদি।
৪. এনআরসি হলো— ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি বিল।
৫. বাংলার মাটিকে শীতলপাটির সঙ্গে তুলনা করেছিলেন— ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত 'খাটি সোনা' কবিতায়।
৬. 'অক্সিন' হরমোন প্রথম আবিষ্কার করেন— চার্লস ডারউইন।
৭. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর বর্তমান চেয়ারম্যান— ড. কাজী শহীদুল্লাহ।
৮. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর সদস্যদেশ— ২৯টি।
৯. জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশু বলতে বুঝায়— ১৮ বছরের কম বয়সীকে।
১০. 'বিমসটেক' জোটভুক্ত দেশসমূহ হলো— বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।
১১. সম্প্রতি ফরিদপুরে চাষ শুরু হওয়া নতুন ফল— লালমি।
১২. সর্বজনীন দ্রাবক হলো— পানি।
১৩. মাওবাদী জঙ্গিরা— নেপালের।
১৪. এ বছর ইউরোপিয় ইউনিয়নের নবম পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়— ইউরোপিয়ান পিপলস পার্টি।
১৫. সম্প্রতি এভারেস্টে ১০ জন পর্বতারোহী নিখোঁজ বা নিহত হন।
১৬. বাংলা একাডেমির পূর্বনাম— বর্ধমান হাউজ।
১৭. 'নজরুল স্মৃতিকক্ষ' আছে— বাংলা একাডেমির বর্ধমান হাউসে।
১৮. প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করে— ২০ লক্ষ তরুণ।
১৯. মানবদেহের দীর্ঘতম কোষ— নিউরন।
২০. বর্তনীতে বিদ্যুৎপ্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়— অ্যামিটার দিয়ে।
২১. এবারের বিশ্বকাপ ক্রিকেট ছিল বাংলাদেশের— ষষ্ঠ বিশ্বকাপ।
২২. রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের কাজ সমাপ্ত হবে— ২০২১ সালের শেষদিকে।
২৩. এডলফ হিটলারের নাৎসী পার্টি জার্মানিতে জয়লাভ করে— ১৯৩৩ সালে।
২৪. হাঙ্গেরির রাজধানী— বুদাপেস্ট।
২৫. সম্প্রতি 'নিক্কেই' সম্মেলন হয়— জাপানে।
১. এ বছর কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়— ১২০ তম। কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়— ২৪ মে ১৯৭২ তে।
২. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো চলে পাঁচটি সংস্থার অধীনে। এই পাঁচটি হলো— বিসিআইসি, বিএসএফআইসি, বিএসইসি, বিজেএমসি এবং বিটিএমসি।
৩. মাটির নিচে শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করা উদ্ভিদগুলোকে টিউবার বলে। যেমন- আলু, মূলা, শালগম ইত্যাদি।
৪. এনআরসি হলো— ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি বিল।
৫. বাংলার মাটিকে শীতলপাটির সঙ্গে তুলনা করেছিলেন— ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত 'খাটি সোনা' কবিতায়।
৬. 'অক্সিন' হরমোন প্রথম আবিষ্কার করেন— চার্লস ডারউইন।
৭. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর বর্তমান চেয়ারম্যান— ড. কাজী শহীদুল্লাহ।
৮. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর সদস্যদেশ— ২৯টি।
৯. জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশু বলতে বুঝায়— ১৮ বছরের কম বয়সীকে।
১০. 'বিমসটেক' জোটভুক্ত দেশসমূহ হলো— বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।
১১. সম্প্রতি ফরিদপুরে চাষ শুরু হওয়া নতুন ফল— লালমি।
১২. সর্বজনীন দ্রাবক হলো— পানি।
১৩. মাওবাদী জঙ্গিরা— নেপালের।
১৪. এ বছর ইউরোপিয় ইউনিয়নের নবম পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়— ইউরোপিয়ান পিপলস পার্টি।
১৫. সম্প্রতি এভারেস্টে ১০ জন পর্বতারোহী নিখোঁজ বা নিহত হন।
১৬. বাংলা একাডেমির পূর্বনাম— বর্ধমান হাউজ।
১৭. 'নজরুল স্মৃতিকক্ষ' আছে— বাংলা একাডেমির বর্ধমান হাউসে।
১৮. প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করে— ২০ লক্ষ তরুণ।
১৯. মানবদেহের দীর্ঘতম কোষ— নিউরন।
২০. বর্তনীতে বিদ্যুৎপ্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়— অ্যামিটার দিয়ে।
২১. এবারের বিশ্বকাপ ক্রিকেট ছিল বাংলাদেশের— ষষ্ঠ বিশ্বকাপ।
২২. রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের কাজ সমাপ্ত হবে— ২০২১ সালের শেষদিকে।
২৩. এডলফ হিটলারের নাৎসী পার্টি জার্মানিতে জয়লাভ করে— ১৯৩৩ সালে।
২৪. হাঙ্গেরির রাজধানী— বুদাপেস্ট।
২৫. সম্প্রতি 'নিক্কেই' সম্মেলন হয়— জাপানে।
কুড়িয়ে পাওয়া কাগজপত্র সেটার মালিককে ফিরিয়ে দিতে ও হারানো কাগজপত্র খুঁজতে মেসেজ করুন Dropbox Bangladesh এর মেসেজ ইনবক্সে। কুড়িয়ে পাওয়া কাগজপত্র ডাকবক্সে ফেললেও তা ডাক বিভাগ সেটার মালিকের কাছে পৌঁছে দেয়, তবে তাতে অনেকটা সময় লেগে যায়। তাই দ্রুত এই স্বেচ্ছাসেবা দিতে ও নিতে ড্রপবক্স বাংলাদেশ এর সাথে যোগাযোগ করুন। আমরা এ সম্পর্কিত বুলেটিন প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
facebook.com/dropboxbangladesh
আসুন এটা শেয়ার করি | Dropbox Bangladesh