Friday, May 31, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৮: ২৫/০৫/২০১৯ হতে ৩১/০৫/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. এ বছর কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়— ১২০ তম। কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়— ২৪ মে ১৯৭২ তে।
২. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো চলে পাঁচটি সংস্থার অধীনে। এই পাঁচটি হলো— বিসিআইসি, বিএসএফআইসি, বিএসইসি, বিজেএমসি এবং বিটিএমসি।
৩. মাটির নিচে শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করা উদ্ভিদগুলোকে টিউবার বলে। যেমন- আলু, মূলা, শালগম ইত্যাদি।
৪. এনআরসি হলো— ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি বিল।
৫. বাংলার মাটিকে শীতলপাটির সঙ্গে তুলনা করেছিলেন— ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত 'খাটি সোনা' কবিতায়।
৬. 'অক্সিন' হরমোন প্রথম আবিষ্কার করেন— চার্লস ডারউইন।
৭. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর বর্তমান চেয়ারম্যান— ড. কাজী শহীদুল্লাহ।
৮. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর সদস্যদেশ— ২৯টি।
৯. জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশু বলতে বুঝায়— ১৮ বছরের কম বয়সীকে।
১০. 'বিমসটেক' জোটভুক্ত দেশসমূহ হলো— বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।
১১. সম্প্রতি ফরিদপুরে চাষ শুরু হওয়া নতুন ফল— লালমি।
১২. সর্বজনীন দ্রাবক হলো— পানি।
১৩. মাওবাদী জঙ্গিরা— নেপালের।
১৪. এ বছর ইউরোপিয় ইউনিয়নের নবম পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়— ইউরোপিয়ান পিপলস পার্টি।
১৫. সম্প্রতি এভারেস্টে ১০ জন পর্বতারোহী নিখোঁজ বা নিহত হন।
১৬. বাংলা একাডেমির পূর্বনাম— বর্ধমান হাউজ।
১৭. 'নজরুল স্মৃতিকক্ষ' আছে— বাংলা একাডেমির বর্ধমান হাউসে।
১৮. প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করে— ২০ লক্ষ তরুণ।
১৯. মানবদেহের দীর্ঘতম কোষ— নিউরন।
২০. বর্তনীতে বিদ্যুৎপ্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়— অ্যামিটার দিয়ে।
২১. এবারের বিশ্বকাপ ক্রিকেট ছিল বাংলাদেশের— ষষ্ঠ বিশ্বকাপ।
২২. রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের কাজ সমাপ্ত হবে— ২০২১ সালের শেষদিকে।
২৩. এডলফ হিটলারের নাৎসী পার্টি জার্মানিতে জয়লাভ করে— ১৯৩৩ সালে।
২৪. হাঙ্গেরির রাজধানী— বুদাপেস্ট।
২৫. সম্প্রতি 'নিক্কেই' সম্মেলন হয়— জাপানে।



কুড়িয়ে পাওয়া কাগজপত্র সেটার মালিককে ফিরিয়ে দিতে ও হারানো কাগজপত্র খুঁজতে মেসেজ করুন Dropbox Bangladesh এর মেসেজ ইনবক্সে। কুড়িয়ে পাওয়া কাগজপত্র ডাকবক্সে ফেললেও তা ডাক বিভাগ সেটার মালিকের কাছে পৌঁছে দেয়, তবে তাতে অনেকটা সময় লেগে যায়। তাই দ্রুত এই স্বেচ্ছাসেবা দিতে ও নিতে ড্রপবক্স বাংলাদেশ এর সাথে যোগাযোগ করুন। আমরা এ সম্পর্কিত বুলেটিন প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
facebook.com/dropboxbangladesh

আসুন এটা শেয়ার করি | Dropbox Bangladesh

Friday, May 24, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৭: ১৮/০৫/২০১৯ হতে ২৪/০৫/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. বরেন্দ্র অঞ্চলে সম্প্রতি চাষ শুরু হওয়া নতুন ফল— মেলন।
২. ফ্রান্সের ল্যুভর পিরামিডের স্থপতি— আই এম পেই।
৩. সম্প্রতি মেধাভিত্তিক অভিবাসন নীতি চালু করতে যাচ্ছে— যুক্তরাষ্ট্র।
৪. সেভেন সিস্টারস হলো— ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য।
৫. সম্প্রতি চাঁদের উল্টোপিঠে অবতরণ করা চীনের রোবটযান— চাং ই-৪
৬. সম্প্রতি কানাডায় হান্টলে শ্যালের অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থী— ফাবিহা বুশরা।
৭. সম্প্রতি 'বিশ্ব ঝুঁকি পুরস্কার' পাওয়া শয়ীয়তপুরের 'স্বপ্নের বাড়ি' অবস্থিত— মনাই হাওলাদারকান্দি গ্রামে।
৮. শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে না। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং শ্বেত রক্তকণিকায় DNA থাকে।
৯. যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা— সিআইএ।
১০. সম্প্রতি অস্ট্রেলিয়ায় নির্বাচনে বিজয়ী হয়— ক্ষমতাসীন লিবারেশন ন্যাশনাল জোট এবং প্রধানমন্ত্রী হন স্কট মরিসন।
১১. মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে— ২৫ আগস্ট ২০১৭ থেকে।
১২. শ্বাসমূল থাকে— উপকূলীয় প্লাবন বনভূমি তথা সুন্দরবনের বৃক্ষে।
১৩. সম্প্রতি চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া 'কনফারেন্স অন ডায়ালগ অব এশিয়ান সিভিলাইজেশন' এর মূল লক্ষ্য ছিল— এশিয়ার সভ্যতার মেলাবন্ধন।
১৪. এলবা দ্বীপ অবস্থিত— ইতালিতে। এখানেই নেপোলিয়ন বোনাপার্টকে প্রথমবার নির্বাসন দেওয়া হয়েছিল।
১৫. বেঙ্গালুর ভারতের— কর্ণাটক রাজ্যের রাজধানী।
১৬. সম্প্রতি রাশিয়ার সাথে যৌথভাবে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছে— তুরস্ক।
১৭. অস্ট্রিয়ার রাজধানী— ভিয়েনা।
১৮. বঙ্গোপসাগরের বুকে ভারতের ছোট একটি দ্বীপের নাম 'ঘোড়ামারা'।
১৯. টার্নেডো হলো— সরু ফানেল আকৃতির ঘূর্ণয়মান শক্তিশালী বায়ুপ্রবাহ।
২০. ইংরেজ আমলের ঐতিহ্যবাহী 'নিতাইগঞ্জ' বাজার অবস্থিত— নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীর তীরে।
২১. ত্রিপুরাদের ভাষার নাম 'ককবরক' ও 'উমোই'। এদের নববর্ষ উৎসবের নাম 'বিজু'। ত্রিপুরারা দলবদ্ধভাবে বসবাস করে যে দলগুলোকে তারা দফা বলে। এদের ৩৬টি দফার ১৬টি বাংলাদেশে ও ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে বাস করে।
২২. নবায়নযোগ্য শক্তির উদাহরণ— সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োগ্যাস, পরমাণু শক্তি ইত্যাদি।
২৩. ভারতের কাশ্মীরে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন— অ্যাসোসিয়েশন অব প্যারেন্টস অব ডিসপিয়ার পারসন।
২৪. সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা— ১১৪টি। এর আগে ২০১৫ সালের রিপোর্টে ছিল ১০৬টি।
২৫. বিশ্বের সর্ববৃহৎ উদার গণতান্ত্রিক দেশ— ভারত।
২৬. কম্পিউটারের তথ্যসমূহ জমা থাকে— মেমোরিতে। প্রাথমিক মেমোরিকে বলা হয়— প্রধান মেমোরি।
২৭. স্থায়ী মেমোরি হলো ROM এবং অস্থায়ী মেমোরি হলো RAM।
২৮. সম্প্রতি ইন্দোনেশিয়ার নির্বাচনে জয়লাভ করেন— ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট জেকো উইদোদো'র ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল (পিডিআই)।
২৯. জাতিসংঘ আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল— আইপিসিসি।
৩০. শব্দের চেয়ে কোনো কিছুর গতি বেশি হলে তাকে বলে সুপারসনিক। আর এই গতি শব্দের গতির পাঁচগুণ হলে তাকে হাইপারসনিক বলে।
৩১. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গ করায় এ বছর সম্মাননা দেওয়া হয় ১২ জন বাংলাদেশিকে। এই মরণোত্তর পুরস্কারের নাম 'দ্যাগ হ্যামারশোল্ড' পদক।
৩২. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে— বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ বৃদ্ধি।
৩৩. কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র হলো হার্ডডিস্ক যা প্রথম ব্যবহার করে IBM কোম্পানি।
৩৪. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা— ইসরো।
৩৫. 'আইওয়াশ' অর্থ লোকদেখানো।
৩৬. ম্যানবুকার পুরস্কারজয়ী প্রথম আরবি সাহিত্যিক— জোখা আলহার্তি। তিনি তার 'সেলেস্টিয়াল বডিস' উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার লাভ করেন।



লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

Friday, May 17, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৬: ১১/০৫/২০১৯ হতে ১৭/০৫/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. পরিযায়ী পাখি অর্থ অতিথি পাখি।
২. 'ওয়াটার ওয়াটার এভরিহয়ার ওয়াটার/ নর অ্যানি ড্রপ টু ড্রিংক' এই ইংরেজি কবিতাটির লেখক— স্যামুয়েল টেইলর কোলরিজ।
৩. শক্তির একক— জুল।
৪. সম্প্রতি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) রাজ্য প্রতিষ্ঠার দাবি করেছে— ভারতে।
৫. হংকং হলো— চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
৬. আলো এক প্রকারের— তড়িৎ চৌম্বক তরঙ্গ।
৭. বাংলাদেশ বিমান যাত্রা শুরু করে— ৪ জানুয়ারি ১৯৭২ তে।
৮. 'সলিমুল্লাহ মুসলিম হল' বইটির লেখক— সৈয়দ আবুল মকসুদ।
৯. বেনাপোল স্থলবন্দর অবস্থিত— যশোরে।
১০. সালভাদর দালি ছিলেন একজন— স্প্যানিশ চিত্রশিল্পী।
১১. সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে— ১০ মে ২০১৯।
১২. পরিমাপের ক্ষুদ্র মাপের একক— ন্যানো। ন্যানো প্রযুক্তির জনক— রিচার্ড ফাইনম্যান।
১৩. ফ্যারো দ্বীপপুঞ্জ— উত্তর আটলান্টিক মহাসাগরে।
১৪. বাংলাদেেশ পার্বত্য শান্তিচুক্তি হয়েছিল— ১৯৯৭ সালে।
১৫. সম্প্রতি চেহারা সনাক্তকরণ প্রযুক্তির বিপক্ষে ভোট দেয়— যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর আইনজীবীরা।
১৬. সম্প্রতি রাজনীতিতে গণঅভ্যুত্থান ও সেনা উন্থান হয়— সুদানে।
১৭. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী— মাইক পম্পেও।
১৮. দিন এবং রাত্রি হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে।
১৯. প্রাণিদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান হলো— ক্যালসিয়াম।
২০. পৃথিবীর মোট দেশ আছে ১৯৫ টি এবং জাতিসংঘের সদস্য দেশ আছে ১৯৩ টি।
২১. বাংলাদেশের পক্ষে হুমায়ূন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ১৯৮৬ সালে।
২২. থ্যালাসেমিয়া হলো— একটি বংশগত রক্তশূন্যতা রোগ।
২৩. সম্প্রতি লবণাক্ত ভূমিতে সূর্যমুখীর চাষ শুরু করা হয় দেশের— খুলনার দাকোপ উপজেলায়।
২৪. 'নেচার জিওসায়েন্স' হলো— যুক্তরাষ্ট্রের গবেষণা সাময়িকী।
২৫. এ বছর ওআইসি শীর্ষ সম্মেলন ছিল— ১৪ তম।
২৬. জইশ-ই-মুহাম্মদ হলো— পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন।
২৭. মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়— ১৫ মে ২০১৯ তে।
২৮. জাতীয় প্রতীক ব্যবহারের এখতিয়ার আছে— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর।



বিভিন্ন অধ্যয়নমূলক তথ্য জানতে ও অধ্যয়ন করতে ভিজিট করুন এডুকেশন পেপার ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
educationpaperbd.blogspot.com

নিয়মিত আপডেট পেতে লাইক দিন ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/educationpapers

মধুর হোক অধ্যয়ন, জ্ঞান হোক মুক্ত.../
মেহেদী হাসান,
এডমিন ও সম্পাদক, এডুকেশন পেপার।

Saturday, May 11, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৫: ০৪/০৫/২০১৯ হতে ১০/০৫/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. ভিটামিন সি হলো— অ্যাসকরসিক অ্যাসিড।
২. রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতিকে বলে— অভিশংসন।
৩. ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানে— ৪ মে ২০১৯ তে। এর উৎপত্তিস্থল ছিল— ভারত মহাসাগরে।
৪. ইংল্যান্ডের ওয়াথিং শহরের কউন্সিলর হওয়া প্রথম বাংলাদেশি নারী— হেনা চৌধুরী।
৫. সম্প্রতি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সহস্রাধিক লোকের মৃত্যু হয়— কঙ্গোতে।
৬. সম্প্রতি শ্রীলংকার গির্জায় ভয়াবহ জঙ্গি হামলা ঘটে— ২১ এপ্রিল ২০১৯ তে।
৭. ঘূর্ণিঝড় ফণীতে সর্বাধিক ক্ষতিগ্রস্থ হওয়া ভারতের প্রদেশ— ওডিশা রাজ্য।
৮. থাইল্যান্ডের নতুন রাজা— মহা ভাজিরালংকর্ন।
৯. প্রোটিন শব্দটি— গ্রিক শব্দ।
১০. রাইড শেয়ারিং হলো— অ্যাপসভিত্তিক যাত্রীসেবা।
১১. বরেন্দ্র অঞ্চল বলতে বুঝায় বর্তমান রাজশাহী অঞ্চলকে।
১২. মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে কারাভোগ করা দুই রয়টার্স সাংবাদিক— ওয়া লোন এবং কিয়াও সোয়ে।
১৩. ভারতের প্রধান বিচারপতি— রঞ্জন গগৌ।
১৪. যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার— ন্যান্সি পেলোসি।
১৫. বাংলায় মাৎস্যন্যায় যুগের শুরু হয় শশাঙ্কের মৃত্যুর পর। মাৎস্যন্যায় সংস্কৃত শব্দ; এর অর্থ অরাজকতা। এই যুগ ১০০ বছর তথা এক শতাব্দীকাল স্থায়ী হয়। গোপালের সিংহাসনে আরোহনের মাধ্যমে এর সমাপ্তি হয়।
১৬. এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়— ১৫৮ তম।
১৭. ইউনিসেফ এর পুরো নাম— জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। এর সদর দপ্তর নিউইয়র্কে।
১৮. বিশ্বব্যাংকের সদর দপ্তর— ওয়াশিংটনে।
১৯. 'স্টোনহেঞ্জ' প্রত্ননিদর্শনটি অবস্থিত— ইংল্যান্ডের উইল্ডশায়ারে।



ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্যসেবা (যানবাহক, হোটেল বুকিং, এয়ার টিকেট, ট্যুর গাইড, ট্যুরিস্ট স্পট পরিচিতি, পুলিশ ও প্রশাসনিক হেল্পলিংক) পেতে ভিজিট করুন Travel Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
travelhelpbook.blogspot.com

এবং বিভিন্ন স্থানে ভ্রমণ সচেতনতা বিষয়ক তথ্যাদি জানতে ভিজিট করুন→
travelawareness.blogspot.com

সকল আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। কোনো সেবার প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিংক→
facebook.com/travelhelpbook

ভ্রমণ হোক সুন্দর ও সুখময়.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, ট্রাভেল হেল্পবুক।

Friday, May 3, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৪: ২৭/০৪/২০১৯ হতে ০৩/০৫/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম— কেসিএনএ।
২. সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জুতার বাজার বেড়েছে।
৩. পৃথিবীর ৯০% আগ্নেয়গিরি রয়েছে— প্রশান্ত মহাসাগর ঘিরে এবং আগ্নেয়গিরির ধোয়া ১৭ মাইল পর্যন্ত উঠতে পারে।
৪. দেশের বর্তমান প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন।
৫. দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন— নেলসন মেন্ডেলা। দক্ষিণ আফ্রিকায় প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়— ১৯৯৪ সালে এবং সেই নির্বাচনে জিতে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। তার পরিচয় বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা হিসেবে।
৬. কেপিইউ হলো— ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন।
৭. 'ওয়াংলাই' নামক ঐতিহ্যবাহী পোশাক পড়েন— ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা।
৮. বাংলাদেশের শিল্পপতিদের শীর্ষ সংগঠন— এফবিসিসিআই।
৯. বাংলাদেশের অর্থনৈতিক প্রকল্পের অনুমোদন দিয়ে থাকে— জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
১০. জাপানের নতুন সম্রাট 'নারুহিতো'। তার অভিষেক হয় ২২ অক্টোবর ২০১৮ তে। বিদায়ী সম্রাট ছিলেন— আকিহিতো।



শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য জানতে ভিজিট করুন Education Magazine ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://educationmagazine10.blogspot.com

এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/educationmagazine10

শিক্ষা তথ্য জানুন, বিজ্ঞ হোন.../
মেহেদী হাসান
সম্পাদক, এডুকেশন ম্যাগাজিন।