Friday, May 24, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৭: ১৮/০৫/২০১৯ হতে ২৪/০৫/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. বরেন্দ্র অঞ্চলে সম্প্রতি চাষ শুরু হওয়া নতুন ফল— মেলন।
২. ফ্রান্সের ল্যুভর পিরামিডের স্থপতি— আই এম পেই।
৩. সম্প্রতি মেধাভিত্তিক অভিবাসন নীতি চালু করতে যাচ্ছে— যুক্তরাষ্ট্র।
৪. সেভেন সিস্টারস হলো— ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য।
৫. সম্প্রতি চাঁদের উল্টোপিঠে অবতরণ করা চীনের রোবটযান— চাং ই-৪
৬. সম্প্রতি কানাডায় হান্টলে শ্যালের অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থী— ফাবিহা বুশরা।
৭. সম্প্রতি 'বিশ্ব ঝুঁকি পুরস্কার' পাওয়া শয়ীয়তপুরের 'স্বপ্নের বাড়ি' অবস্থিত— মনাই হাওলাদারকান্দি গ্রামে।
৮. শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে না। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং শ্বেত রক্তকণিকায় DNA থাকে।
৯. যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা— সিআইএ।
১০. সম্প্রতি অস্ট্রেলিয়ায় নির্বাচনে বিজয়ী হয়— ক্ষমতাসীন লিবারেশন ন্যাশনাল জোট এবং প্রধানমন্ত্রী হন স্কট মরিসন।
১১. মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে— ২৫ আগস্ট ২০১৭ থেকে।
১২. শ্বাসমূল থাকে— উপকূলীয় প্লাবন বনভূমি তথা সুন্দরবনের বৃক্ষে।
১৩. সম্প্রতি চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া 'কনফারেন্স অন ডায়ালগ অব এশিয়ান সিভিলাইজেশন' এর মূল লক্ষ্য ছিল— এশিয়ার সভ্যতার মেলাবন্ধন।
১৪. এলবা দ্বীপ অবস্থিত— ইতালিতে। এখানেই নেপোলিয়ন বোনাপার্টকে প্রথমবার নির্বাসন দেওয়া হয়েছিল।
১৫. বেঙ্গালুর ভারতের— কর্ণাটক রাজ্যের রাজধানী।
১৬. সম্প্রতি রাশিয়ার সাথে যৌথভাবে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছে— তুরস্ক।
১৭. অস্ট্রিয়ার রাজধানী— ভিয়েনা।
১৮. বঙ্গোপসাগরের বুকে ভারতের ছোট একটি দ্বীপের নাম 'ঘোড়ামারা'।
১৯. টার্নেডো হলো— সরু ফানেল আকৃতির ঘূর্ণয়মান শক্তিশালী বায়ুপ্রবাহ।
২০. ইংরেজ আমলের ঐতিহ্যবাহী 'নিতাইগঞ্জ' বাজার অবস্থিত— নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীর তীরে।
২১. ত্রিপুরাদের ভাষার নাম 'ককবরক' ও 'উমোই'। এদের নববর্ষ উৎসবের নাম 'বিজু'। ত্রিপুরারা দলবদ্ধভাবে বসবাস করে যে দলগুলোকে তারা দফা বলে। এদের ৩৬টি দফার ১৬টি বাংলাদেশে ও ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে বাস করে।
২২. নবায়নযোগ্য শক্তির উদাহরণ— সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োগ্যাস, পরমাণু শক্তি ইত্যাদি।
২৩. ভারতের কাশ্মীরে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন— অ্যাসোসিয়েশন অব প্যারেন্টস অব ডিসপিয়ার পারসন।
২৪. সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা— ১১৪টি। এর আগে ২০১৫ সালের রিপোর্টে ছিল ১০৬টি।
২৫. বিশ্বের সর্ববৃহৎ উদার গণতান্ত্রিক দেশ— ভারত।
২৬. কম্পিউটারের তথ্যসমূহ জমা থাকে— মেমোরিতে। প্রাথমিক মেমোরিকে বলা হয়— প্রধান মেমোরি।
২৭. স্থায়ী মেমোরি হলো ROM এবং অস্থায়ী মেমোরি হলো RAM।
২৮. সম্প্রতি ইন্দোনেশিয়ার নির্বাচনে জয়লাভ করেন— ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট জেকো উইদোদো'র ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল (পিডিআই)।
২৯. জাতিসংঘ আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল— আইপিসিসি।
৩০. শব্দের চেয়ে কোনো কিছুর গতি বেশি হলে তাকে বলে সুপারসনিক। আর এই গতি শব্দের গতির পাঁচগুণ হলে তাকে হাইপারসনিক বলে।
৩১. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গ করায় এ বছর সম্মাননা দেওয়া হয় ১২ জন বাংলাদেশিকে। এই মরণোত্তর পুরস্কারের নাম 'দ্যাগ হ্যামারশোল্ড' পদক।
৩২. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে— বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ বৃদ্ধি।
৩৩. কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র হলো হার্ডডিস্ক যা প্রথম ব্যবহার করে IBM কোম্পানি।
৩৪. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা— ইসরো।
৩৫. 'আইওয়াশ' অর্থ লোকদেখানো।
৩৬. ম্যানবুকার পুরস্কারজয়ী প্রথম আরবি সাহিত্যিক— জোখা আলহার্তি। তিনি তার 'সেলেস্টিয়াল বডিস' উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার লাভ করেন।



লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

No comments:

Post a Comment