Saturday, May 11, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৫: ০৪/০৫/২০১৯ হতে ১০/০৫/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. ভিটামিন সি হলো— অ্যাসকরসিক অ্যাসিড।
২. রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতিকে বলে— অভিশংসন।
৩. ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানে— ৪ মে ২০১৯ তে। এর উৎপত্তিস্থল ছিল— ভারত মহাসাগরে।
৪. ইংল্যান্ডের ওয়াথিং শহরের কউন্সিলর হওয়া প্রথম বাংলাদেশি নারী— হেনা চৌধুরী।
৫. সম্প্রতি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সহস্রাধিক লোকের মৃত্যু হয়— কঙ্গোতে।
৬. সম্প্রতি শ্রীলংকার গির্জায় ভয়াবহ জঙ্গি হামলা ঘটে— ২১ এপ্রিল ২০১৯ তে।
৭. ঘূর্ণিঝড় ফণীতে সর্বাধিক ক্ষতিগ্রস্থ হওয়া ভারতের প্রদেশ— ওডিশা রাজ্য।
৮. থাইল্যান্ডের নতুন রাজা— মহা ভাজিরালংকর্ন।
৯. প্রোটিন শব্দটি— গ্রিক শব্দ।
১০. রাইড শেয়ারিং হলো— অ্যাপসভিত্তিক যাত্রীসেবা।
১১. বরেন্দ্র অঞ্চল বলতে বুঝায় বর্তমান রাজশাহী অঞ্চলকে।
১২. মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে কারাভোগ করা দুই রয়টার্স সাংবাদিক— ওয়া লোন এবং কিয়াও সোয়ে।
১৩. ভারতের প্রধান বিচারপতি— রঞ্জন গগৌ।
১৪. যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার— ন্যান্সি পেলোসি।
১৫. বাংলায় মাৎস্যন্যায় যুগের শুরু হয় শশাঙ্কের মৃত্যুর পর। মাৎস্যন্যায় সংস্কৃত শব্দ; এর অর্থ অরাজকতা। এই যুগ ১০০ বছর তথা এক শতাব্দীকাল স্থায়ী হয়। গোপালের সিংহাসনে আরোহনের মাধ্যমে এর সমাপ্তি হয়।
১৬. এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়— ১৫৮ তম।
১৭. ইউনিসেফ এর পুরো নাম— জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। এর সদর দপ্তর নিউইয়র্কে।
১৮. বিশ্বব্যাংকের সদর দপ্তর— ওয়াশিংটনে।
১৯. 'স্টোনহেঞ্জ' প্রত্ননিদর্শনটি অবস্থিত— ইংল্যান্ডের উইল্ডশায়ারে।



ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্যসেবা (যানবাহক, হোটেল বুকিং, এয়ার টিকেট, ট্যুর গাইড, ট্যুরিস্ট স্পট পরিচিতি, পুলিশ ও প্রশাসনিক হেল্পলিংক) পেতে ভিজিট করুন Travel Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
travelhelpbook.blogspot.com

এবং বিভিন্ন স্থানে ভ্রমণ সচেতনতা বিষয়ক তথ্যাদি জানতে ভিজিট করুন→
travelawareness.blogspot.com

সকল আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। কোনো সেবার প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিংক→
facebook.com/travelhelpbook

ভ্রমণ হোক সুন্দর ও সুখময়.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, ট্রাভেল হেল্পবুক।

No comments:

Post a Comment