Friday, June 28, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩২: ২২/০৬/২০১৯ হতে ২৮/০৬/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি বাংলাদেশে কৃষিঋণ অ্যাপ তৈরি করেন— জসিম উদ্দিন।
২. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
৩. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ— সিনেট।
৪. মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি নয়।
৫. শ্রীলংকার প্রেসিডেন্ট— মাইথ্রিপালা সিরিসেনা।
৬. ফেসবুক চালু করতে যাচ্ছে ডিজিটাল মুদ্রা— লিব্রা।
৭. উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা— কেসিএনএ।
৮. সম্প্রতি বিজ্ঞানীরা মিঠাপানির এক বিশাল মজুদ খুঁজে পেয়েছেন— আটলান্টিক মহাসাগরের নিচে।
৯. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— আর্ল রবার্ট মিলার।
১০. সম্প্রতি 'বাংলাদেশ সড়ক' নামকরণ করা হয়— যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পেটারসন শহরের একটি সড়কের একাংশ।
১১. 'একাত্তরের দিনগুলি' বইটির লেখক— জাহানারা ইমাম।
১২. বাহরাইনের রাজধানী— মানামা।
১৩. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার— ইয়াংহি লি।
১৪. থাইল্যান্ডের মুদ্রার নাম— বাথ।
১৫. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী— মাইক পম্পেও।
১৬. সম্প্রতি আলোচিত এক ব্যর্থ অভ্যুত্থান হয়— ভেনেজুয়েলায়।
১৭. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং এবং প্রধানমন্ত্রী— লি কেছিয়াং আর, জাপানের প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১৮. জাতিসংঘ 'শিশু অধিকার সনদ' গ্রহণ করে— ১৯৮৯ সালের ২০ নভেম্বর। বাংলাদেশ এই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করে ১৯৯০ সালে। এই সনদে ধারা আছে ৫৪ টি। এটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল।
১৯. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২০. ইস্তাম্বুলের পূর্বনাম ছিল— কনস্টান্টিনোপল।
২১. দেশের অষ্টম ও সর্বশেষ বিভাগ— ময়মনসিংহ।



BCS Preparation এর নিত্যনতুন সব তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন 'বিসিএস প্রিপারেশন প্রোগ্রাম' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/bcspreparationprogram

এটি একটি বিসিএস প্রস্তুতি সহায়তা প্রকল্প.../
মেহেদী হাসান,
এডমিন, বিসিএস প্রস্তুতি প্রকল্প।

Friday, June 21, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩১: ১৫/০৬/২০১৯ হতে ২১/০৬/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. জি-২০ হলো— বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট।
২. সম্প্রতি পুরুষের সমান বেতন ভাতার দাবিতে নারীরা বিক্ষোভ করে— সুইজারল্যান্ডে।
৩. লালবাগ কেল্লা নির্মিত হয়েছিল— ১৬৭৮ সালে।
৪. বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি অবস্থিত— দিনাজপুরে।
৫. নাসা চাঁদে নারী নভোচারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে; সে মোতাবেক ২০২৪ সালে চাঁদে আবার মানুষ যাবে।
৬. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো যোগ দেওয়া দুইজন বাংলাদেশি নারী পাইলট— নাইমা হক ও তামান্না-ই-লুৎফী।
৭. বিশ্ব শরণার্থী দিবস— ২০ জুন।
৮. বর্তমানে বিশ্বে শরণার্থীর সংখ্যা— ৭ কোটির অধিক।
৯. সম্প্রতি দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়— দিনাজপুরে। খনিটির ব্যাপ্তি ৬-১০ বর্গকিলোমিটার।
১০. সম্প্রতি যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করে— ইরান।



সুখপাঠ্য ও শিক্ষণীয় গল্পের ডালা নিয়ে এলো "লিটারেচার ডেস্ক"! গল্প পড়ো ও লিখো 'লাইফ একাডেমি' এর লিটারেচার ডেস্কে। লেখা মানসম্মত হলে আমরা প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
literaturedesk.blogspot.com

লেখা পঠাতে পারো ই-মেইলে কিংবা ফেসবুক পেজে।
ই-মেইল: lifeacademy.ac.bd@gmail.com
ফেসবুক: facebook.com/lifeacademy.ac.bd

লিখো মন খুলে.../
মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

Saturday, June 15, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩০: ৮/০৬/২০১৯ হতে ১৪/০৬/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. 'ইউনিসেফ' এর পুরোনাম— জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। এর সদর দপ্তর নিউইয়র্কে।
২. 'ইউনেস্কো' হলো— জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংস্থা। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে।
৩. পৃথিবী নিজ অক্ষের উপর ঘোরে— পশ্চিম থেকে পূর্ব দিকে (এন্টিক্লোক সিস্টেমে)।
৪. এক সৌরদিন= ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
৫. ঢাকার প্রথম বাণিজ্যিক ভবন ছিল— জাহাজবাড়ি।
৬. শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার— কারু জয়সুরিয়া।
৭. ইরানের রাজধানী— তেহরান।
৮. সুদানের পেশাজীবীদের সংগঠন— সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন।
৯. হংকং হলো— চীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
১০. সম্প্রতি হংকংয়ে বিক্ষোভ হয়— চীনের সঙ্গে 'সন্দেহভাজন আসামী প্রত্যর্পণ বিল' এর প্রতিবাদে।
১১. পৃথিবীর সবচেয়ে শীতলতম যুদ্ধক্ষেত্র— হিমালয়ের 'সিয়াচেন হিমবাহ'।
১২. আহসান মঞ্জিল সরকারি সংরক্ষণের অধীনে আনা হয়— ১৯৮৫ সালে।
১৩. বিআরটিএ হলো— বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন।
১৪. উইকিলিকসের প্রতিষ্ঠাতা— জুলিয়ান অ্যাসাঞ্জ।
১৫. বাংলায় মোগল শাসনের দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হয়— ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে। সুবাদার ইসলাম খান বাংলার বারো ভূঁইয়াদের দমন করেন এবং ঢাকার নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'।
১৬. রাজধানীর সবচেয়ে পুরোনো গ্রন্থাগার 'নর্থব্রুক হল' লাইব্রেরি' অবস্থিত— ঢাকার লালকুঠিতে।
১৭. ব্রিটেনে 'লাইব্রেরি আইন' পাশ হয়— ১৮৫০ সালে।
১৮. জিপিআই হলো— 'গ্লোবাল পিস ইনডেক্স' বা বিশ্ব শান্তি সূচক।
১৯. চাঁদের দক্ষিণ মেরু— এইটকেন।
২০. এশিয়াটিক সোসাইটি জাদুঘর অবস্থিত— রাজধানীর নিমতলীর দেউড়ী তে।
২১. উৎসে কর (Tax Deducted at Source) বা TDS হচ্ছে— বাংলাদেশে কর্মরত কর্মজীবী মানুষের কাছ থেকে কর আদায় করার পরোক্ষ উপায়।



স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উপাদানসমূহের ব্যবহার সম্পর্কে জানতে ও রূপচর্চার বিভিন্ন ভেষজ রেসিপি তৈরির প্রক্রিয়া জানতে ভিজিট করুন Home Laboratory এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।
ব্লগের ওয়েব অ্যাড্রেস/ URL:
homelaboratory1.blogspot.com

ফেসবুক পেজের লিংক→
facebook.com/homelaboratory1

Home Laboratory | ভেষজ রেসিপিবুক

Friday, June 7, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৯: ১/০৬/২০১৯ হতে ৭/০৬/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করে— ভারতের। জিএসপি হলো অগ্রাধিকারমূলক বাজার সুবিধা।
২. সম্প্রতি বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) করা হয়— ভারতের আসামে।
৩. ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল— সিপাহি 'মঙ্গল পান্ডে' নেতৃত্বে।
৪. সম্প্রতি 'খাওয়ার যোগ্য' ও পচনশীল থালাবাসন তৈরি করেন— পোল্যান্ডের গবেষক— ইয়েজে ভেসস্কি। তিনি এতে গমের ভূষি ব্যবহার করেন।
৫. সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ— ইউরেনাস। এই গ্রহের এক বছর হয় পৃথিবীর ৮৪ বছরের সমান।

Note: ঈদের ছুটিতে চারদিন 'প্রথম আলো' পত্রিকা বন্ধ থাকায় এই সংখ্যার তথ্যসমারোহ অল্প।



৪১ তম বিসিএস প্রিলি'কে লক্ষ্য রেখে চালু হতে যাচ্ছে আমাদের প্রকল্প "BCS Preparation Program"; এর আওতায় যা যা পাবেন—
১. কিছু দুর্লভ বোর্ড পাঠ্যবইসহ কিছু বই এর PDF ই-বুক।
২. কিছু বই এর ডাইজেস্ট।
৩. নিউজপেপার ডাইজেস্ট।
৪. সাম্প্রতিক তথ্যব্যাংক।
৫. বিশেষজ্ঞদের দেওয়া প্রয়োজনীয় পরামর্শ নিয়ে BCS Advice Bank ব্লগ।
৬. প্রয়োজনীয় তথ্যসেবা ও বুলেটিন পেতে BCS Infobank ব্লগ।
৭. মাসিক পূর্ণাঙ্গ মডেল টেস্ট (উত্তরমালাসহ)।
এবং,
এ সবকিছু নেভিগেশনের জন্য একটি অ্যাপ।

♦ যেসব বই এর PDF ই-বুক পাবেন:—
→ ষষ্ঠ হতে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ বই।
→ ষষ্ঠ হতে নবম-দশম শ্রেণির সাধারণ গণিত।
→ অষ্টম ও নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
→ নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ, সামাজিক বিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, ভূগোল, ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি।
→ একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি দ্বিতীয় পত্র।
→ লাল নীল দীপাবলি ও কত নদী সরোবর।
উক্ত ই-বুকগুলোর প্রত্যেকটি MCQ প্রশ্ন ও গুরুত্বপূর্ণ বানান বিশেষ বিশেষ কালার দিয়ে আন্ডারলাইন করা আছে।

♦ যেসব বই এর ডাইজেস্ট পাবেন:—
→ নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
→ নবম-দশম শ্রেণির কৃষিশিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান।
→ একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
→ BTEF ভ্রমণ সংকলন।

Note: ই-বুকগুলো হাইকোয়ালিটিসম্পন্ন তাই অনেক বেশি স্পেস নিয়ে থাকে বলে এসব ব্লগে পাওয়া যাবে না, CD ডিস্কে করে সরবরাহ করা হবে। বাকি সবকিছু ব্লগে পাওয়া যাবে।

এছাড়া ১০টি বিষয়ের প্রতিটির স্বতন্ত্র 'নোটবুক ব্লগ' খোলা হয়েছে তবে এই ফিচারটি বাস্তবায়ন সময়সাপেক্ষ।

আর, ফেসবুকে আপডেট পেতে লাইক দিতে পারেন আমাদের এই প্রকল্পের ফেসবুক পেজে।
লিংক: facebook.com/bcspreparationprogram

স্বপ্ন যখন বিসিএস | BCSPP