গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. 'ইউনিসেফ' এর পুরোনাম— জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। এর সদর দপ্তর নিউইয়র্কে।
২. 'ইউনেস্কো' হলো— জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংস্থা। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে।
৩. পৃথিবী নিজ অক্ষের উপর ঘোরে— পশ্চিম থেকে পূর্ব দিকে (এন্টিক্লোক সিস্টেমে)।
৪. এক সৌরদিন= ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
৫. ঢাকার প্রথম বাণিজ্যিক ভবন ছিল— জাহাজবাড়ি।
৬. শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার— কারু জয়সুরিয়া।
৭. ইরানের রাজধানী— তেহরান।
৮. সুদানের পেশাজীবীদের সংগঠন— সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন।
৯. হংকং হলো— চীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
১০. সম্প্রতি হংকংয়ে বিক্ষোভ হয়— চীনের সঙ্গে 'সন্দেহভাজন আসামী প্রত্যর্পণ বিল' এর প্রতিবাদে।
১১. পৃথিবীর সবচেয়ে শীতলতম যুদ্ধক্ষেত্র— হিমালয়ের 'সিয়াচেন হিমবাহ'।
১২. আহসান মঞ্জিল সরকারি সংরক্ষণের অধীনে আনা হয়— ১৯৮৫ সালে।
১৩. বিআরটিএ হলো— বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন।
১৪. উইকিলিকসের প্রতিষ্ঠাতা— জুলিয়ান অ্যাসাঞ্জ।
১৫. বাংলায় মোগল শাসনের দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হয়— ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে। সুবাদার ইসলাম খান বাংলার বারো ভূঁইয়াদের দমন করেন এবং ঢাকার নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'।
১৬. রাজধানীর সবচেয়ে পুরোনো গ্রন্থাগার 'নর্থব্রুক হল' লাইব্রেরি' অবস্থিত— ঢাকার লালকুঠিতে।
১৭. ব্রিটেনে 'লাইব্রেরি আইন' পাশ হয়— ১৮৫০ সালে।
১৮. জিপিআই হলো— 'গ্লোবাল পিস ইনডেক্স' বা বিশ্ব শান্তি সূচক।
১৯. চাঁদের দক্ষিণ মেরু— এইটকেন।
২০. এশিয়াটিক সোসাইটি জাদুঘর অবস্থিত— রাজধানীর নিমতলীর দেউড়ী তে।
২১. উৎসে কর (Tax Deducted at Source) বা TDS হচ্ছে— বাংলাদেশে কর্মরত কর্মজীবী মানুষের কাছ থেকে কর আদায় করার পরোক্ষ উপায়।
স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উপাদানসমূহের ব্যবহার সম্পর্কে জানতে ও রূপচর্চার বিভিন্ন ভেষজ রেসিপি তৈরির প্রক্রিয়া জানতে ভিজিট করুন Home Laboratory এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।
ব্লগের ওয়েব অ্যাড্রেস/ URL:
homelaboratory1.blogspot.com
ফেসবুক পেজের লিংক→
facebook.com/homelaboratory1
Home Laboratory | ভেষজ রেসিপিবুক
No comments:
Post a Comment