Friday, June 28, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩২: ২২/০৬/২০১৯ হতে ২৮/০৬/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি বাংলাদেশে কৃষিঋণ অ্যাপ তৈরি করেন— জসিম উদ্দিন।
২. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
৩. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ— সিনেট।
৪. মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি নয়।
৫. শ্রীলংকার প্রেসিডেন্ট— মাইথ্রিপালা সিরিসেনা।
৬. ফেসবুক চালু করতে যাচ্ছে ডিজিটাল মুদ্রা— লিব্রা।
৭. উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা— কেসিএনএ।
৮. সম্প্রতি বিজ্ঞানীরা মিঠাপানির এক বিশাল মজুদ খুঁজে পেয়েছেন— আটলান্টিক মহাসাগরের নিচে।
৯. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— আর্ল রবার্ট মিলার।
১০. সম্প্রতি 'বাংলাদেশ সড়ক' নামকরণ করা হয়— যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পেটারসন শহরের একটি সড়কের একাংশ।
১১. 'একাত্তরের দিনগুলি' বইটির লেখক— জাহানারা ইমাম।
১২. বাহরাইনের রাজধানী— মানামা।
১৩. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার— ইয়াংহি লি।
১৪. থাইল্যান্ডের মুদ্রার নাম— বাথ।
১৫. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী— মাইক পম্পেও।
১৬. সম্প্রতি আলোচিত এক ব্যর্থ অভ্যুত্থান হয়— ভেনেজুয়েলায়।
১৭. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং এবং প্রধানমন্ত্রী— লি কেছিয়াং আর, জাপানের প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১৮. জাতিসংঘ 'শিশু অধিকার সনদ' গ্রহণ করে— ১৯৮৯ সালের ২০ নভেম্বর। বাংলাদেশ এই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করে ১৯৯০ সালে। এই সনদে ধারা আছে ৫৪ টি। এটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল।
১৯. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২০. ইস্তাম্বুলের পূর্বনাম ছিল— কনস্টান্টিনোপল।
২১. দেশের অষ্টম ও সর্বশেষ বিভাগ— ময়মনসিংহ।



BCS Preparation এর নিত্যনতুন সব তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন 'বিসিএস প্রিপারেশন প্রোগ্রাম' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/bcspreparationprogram

এটি একটি বিসিএস প্রস্তুতি সহায়তা প্রকল্প.../
মেহেদী হাসান,
এডমিন, বিসিএস প্রস্তুতি প্রকল্প।

No comments:

Post a Comment