গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. সম্প্রতি ভয়াবহ তাপমাত্রায় সতর্কতা জারি করা হয় ইউরোপিয় দেশ— ফ্রান্সে।
২. 'জি-২০' হলো শিল্পোন্নত ও বাণিজ্যসফল দেশগুলোর জোট।
৩. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল— ১৮৮৫ সালে।
৪. জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে— লাইসোজোম।
৫. সম্প্রতি 'ব্রুসেলোসিস' রোগের জীবাণু (ব্যাকটেরিয়া) শনাক্ত ও তার জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম।
৬. রেশম শিল্পের জন্য বিখ্যাত— রাজশাহী।
৭. বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ— ভারত।
৮. ইন্ট্রানেট হলো একটি TCP/ IP সংবলিত নেটওয়ার্ক যা কোনো প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে দেখা যায়। ব্রিজ অথবা রাউটার ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থাকে ইন্ট্রানেট বলে। প্রতিষ্ঠানের কর্মী ছাড়া ইন্ট্রানেটে অন্য কেউ প্রবেশ করতে পারেনা।
৯. দুই কোরিয়ার মধ্যবর্তী একটি অঞ্চল— পানমুনজম।
১০. সম্প্রতি বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ হয়— সুদানে।
১১. অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান নেই— শ্রীলংকায়। শ্রীলংকায় সর্বোচ্চ সাজা হিসেবে 'মৃত্যুদণ্ড' কে স্থগিত করা হয়েছিল— ১৯৭৬ সালে। এটি ৪৩ বছর পর আবার চালু হতে যাচ্ছে।
১২. সম্প্রতি আসামি প্রত্যর্পণ বিলের প্রতিবাদে বিক্ষোভ হয়— হংকংয়ে।
১৩. 'সোনারগাঁ' বাংলার রাজধানী ছিল— সুলতানি আমলে।
১৪. 'পানাম নগর' অবস্থিত দেশের— নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
১৫. বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর— মার্সি মিয়াং টেমবন।
১৬. আয়লান কুর্দির পর সম্প্রতি একইভাবে মারা যান শিশু— ভ্যালেরিয়া।
১৭. বিশ্বের সর্ববৃহৎ রেইন ফরেস্ট (চিরহরিৎ বনাঞ্চল)— আমাজন।
১৮. ইংল্যান্ডের প্রথম শিল্পবিপ্লব হয়— ১৭৫০ থেকে ১৮৫০ খ্রিষ্টাব্দের মধ্যে।
১৯. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর প্রথম নারী প্রেসিডেন্ট— উরসুলা ভন ডার লেন। তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।
২০. Wi-Fi হলো LAN ভিত্তিক ওয়ারলেস ব্যবস্থা। এটি বেতার তরঙ্গকে ব্যবহার করে। ওয়াইফাই এর জনক— ডাচ্ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।
২১. বাংলাদেশ ক্রিকেট দলের কোচ— স্টিভ রোডস।
২২. হিউম্যান রাইটস ওয়াচ হলো— নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন।
আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?
তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:
[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")
আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে ভিজিট করুন:
http://facebook.com/egls.edu
English Grammar Learning System (EGLS)
"100% Updated English Learning System for Professional English"
Contact Us:
Phone: 01746-315639
Facebook: facebook.com/egls.edu
No comments:
Post a Comment