Friday, July 12, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩৪: ৬/০৭/২০১৯ হতে ১২/০৭/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার— মিশেল ব্যাশেলে।
২. হংকং এর প্রধান নির্বাহী— ক্যারি লাম।
৩. 'তুতেন খামেন' ছিলেন মিশরের ফারাও; তিনি 'বালক রাজা' হিসেবে পরিচিত ছিলেন কারণ তিনি ৯ বছর বয়সে ফারাও হন এবং ১৯ বছর বয়সে মারা যান।
৪. ডোনাল্ড ট্রাম্প এবছর তার স্বাধীনতা দিবস আয়োজন অনুষ্ঠানের নাম দেন— 'স্যালুট টু আমেরিকা'।
৫. সেন্ট নিকোলাস চার্চ অবস্থিত— গাজীপুরে।
৬. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ক্ষুদ্রতম রাত ২১জুন এবং সবচেয়ে ছোট দিন ও বৃহত্তম রাত ২২ ডিসেম্বর; দক্ষিণ গোলার্ধে এর বিপরীত হয়ে থাকে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সর্বত্র দিনরাত্রি সমান হয়।
৭. গারো ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী— বৃহত্তর ময়মনসিংহ জেলায়। এরা মাতৃতান্ত্রিক। সাংমা, মারাক, মোমিন, শিরাও ও আরেং হলো— গারোদের প্রধান পাঁচটি দল। 'আচিক' হলো গারোদের ভাষা। তাদের আদি ধর্ম— 'সাংসারেক'। ঐতিহ্যবাহী উৎসবের নাম— ওয়ানগালা; এতে তারা শস্য উৎসর্গ করে।
৮. সম্প্রতি ইউনেস্কো ইরাকের ব্যাবিলন নগরীকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। ব্যাবিলন ছিল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার নগর। ব্যাবিলন বিখ্যাত তার ঝুলন্ত উদ্যানের জন্য যা প্রাচীন বিশ্বের সপ্তার্চর্যের অন্তর্ভুক্ত ছিল।
৯. ফোরাত নদী— ইরাকে।
১০. জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা— আইএইএ।
১১. হৃদপিণ্ড আবৃত থাকে— পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে।
১২. এডিস মশা ছড়ায়— ডেঙ্গু, চিকনগুনিয়া ও জিকা ভাইরাস।
১৩. নেদারল্যান্ডের রানি 'ম্যাক্সিমা' বাংলাদেশ সফরে ঢাকায় আসেন— ৯ জুলাই ২০১৯।
১৪. গ্রিসের প্রধানমন্ত্রী হচ্ছেন— কিরিয়াকোস মিতসোতাকিস।
১৫. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো— লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন।
১৬. আন্তর্জাতিক পুলিশ সংস্থা— ইন্টারপোল।
১৭. ইউনিসেফের প্রধান— হেনরিয়েটা ফোরে।
১৮. বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)— ক্রিস্টোলিনা জর্জিয়া।
১৯. সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তরে প্রদর্শিত 'রোহিঙ্গাদের ওপর নির্মিত চলচ্চিত্র'— 'জন্মভূমি'।
২০. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
২১. 'ওবামা কেয়ার' ছিল— স্বাস্থ্যবিমা।
২২. প্রাকৃতিক উৎসের মৎস উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে— তৃতীয়।
২৩. বাংলাদেশ মৎস ও মৎসজাত পণ্য রপ্তানি করছে বিশ্বের— ৫০টি বেশি দেশে।



ঢাবি "খ" ইউনিট ভর্তি পরীক্ষার ২০ দিন আগে প্রকাশিত হবে আমাদের ৬টি PDF বই।

সেগুলো হলো:—
• Newspaper Digest ঢাবি "খ" সংখ্যা ২০১৯
• প্রভাতি IQ Bank
• প্রভাতি ICT Notebook
• প্রভাতি CAMAT Bank
• প্রভাতি ঢাবি "খ" Book Digests
• প্রভাতি English Grammar Notebook

Note: এসব ই-মেইলে নিতে চার্জ দিতে হবে ১০০ টাকা; মাধ্যম bKash।
এসব ছোট ছোট নোটবই। অল্প সময়েই পড়ে ফেলা সম্ভব।
তাই অধিক নম্বর পেতে সংগ্রহ করুন।

নিতে সম্মত হলে ম্যাসেজ করে জানিয়ে দিন, বই তৈরি হয়ে গেলে আমরা SMS দিয়ে জানিয়ে দেবো।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment