গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. "ভাত-মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল/ ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল"— পঙক্তির লেখক- ঈশ্বর গুপ্ত।
২. সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের ট্যাংকার জব্দ করে— হরমুজ প্রণালীর নিকটে।
৩. সম্প্রতি এন্টিস্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিজেদের স্যাটেলাইট ধ্বংস করে— ভারত।
৪. বাংলাদেশে সরকারি ব্যাংক আছে— ৮টি।
৫. ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল— অযোধ্যায়। বিজেপির অপপ্রচারে হিন্দুরা এটি ধ্বংস করে দেয়— ১৯৯২ সালে।
৬. নিপ্পন— জাপানের পূর্বনাম। জাপানে এখনও নিপ্পন TV নামে একটি টিভি চ্যানেল আছে।
৭. IAEA হলো— আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency)।
৮. সম্প্রতি চাঁদে যাত্রা করে ভারতের রোভার— চন্দ্রযান-২। এটি উৎক্ষেপন করা হয় ভারতের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে।
৯. রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস— পটুয়াখালী, বরগুনা ও কক্সবাজার জেলায়। এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের আদিবাস মিয়ানমারের রাখাইন প্রদেশে। এরা পিতৃতান্ত্রিক। এরা কৃষিনির্ভর ও বৃহৎ উৎসব— সাংগ্রাই।
১০. যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী— বরিস জনসন। তিনি কনজারভেটিভ দলের। তিনি ৩১ অক্টোবর ২০১৯ এর মধ্যে ব্রেক্সিট কার্যকরের প্রতিশ্রুতি দেন।
১১. ইউরোপের সর্ববৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান— এয়ারবাস
১২. বিআরটিএ হলো— বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ।
১৩. জীবের শ্রেণিবিন্যাস ও দ্বিপদ নামকরণের জনক— ক্যারোলাস লিনিয়াস।
১৪. সম্প্রতি আবারও ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করে— শ্রীলংকা।
১৫. অ্যালেক্সেই নাভলনি— রাশিয়ার বিরোধীদলীয় নেতা।
১৬. তাইওয়ান— চীনের অধীনে একটি স্বশাসিত অঞ্চল।
১৭. ১০ নং ডাইনিং স্ট্রিট হলো— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
১৮. আসন্ন টোকিও অলিম্পিকের পর্দা উঠবে— ২৪ জুলাই ২০২০ তে।
লাইফে সদা সচেতন ও সতর্ক থাকতে 'স্কুল অব এ্যাওয়ারনেস' এর সাথে থাকুন, আর সেজন্য ভিজিট করুন School of Awareness এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/schoolofawareness
এটি একটি গণসচেতনতা প্রকল্প।
আসুন সচেতন হই, সচেতন থাকি.../
-মেহেদী হাসান।
প্রতিষ্ঠাতা,
স্কুল অব এ্যাওয়ারনেস।
No comments:
Post a Comment