Friday, July 19, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩৫: ১৩/০৭/২০১৯ হতে ১৯/০৭/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. এস-৪০০ হলো— রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
২. LNG হলো— শীতলীকৃত প্রাকৃতিক গ্যাস।
৩. সম্প্রতি ৫০ বছর পূর্ণ হয়— চন্দ্র জয়ের।
৪. স্বয়ংক্রিয়ভাবে বিমান চলাচলের প্রযুক্তির নাম— 'অটোপাইলট'।
৫. স্বয়ংক্রিয়ভাবে বিমান অবতরণ করা যেতো ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এর মাধ্যমে। সম্প্রতি জার্মানিতে এই (ILS) ছাড়াই অটোপাইলট বিমান অবতরণে সক্ষম হন।
৬. ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে— ইউনেস্কো।
৭. সম্প্রতি বিশ্বব্যাংকের এমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয় নারী— আনশুলা কান্ট। তিনি বিশ্বব্যাংকের প্রথম নারী CFO।
৮. সম্প্রতি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার আশ্বাস দিয়েছে— দক্ষিণ কোরিয়া।
৯. বিশ্ব খাদ্য সংস্থা FAO প্রতিষ্ঠিত হয়— ১৯৪৫ সালে। এর সদস্য দেশ ১৯৪টি।
১০. সম্প্রতি চাঁদে স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে— ইউনেস্কো।
১১. এ্যাপেলো-১১ চাঁদের মাটিতে পা রাখে— ১৯৬৯ সালের ২০ জুলাই। এ্যাপেলো-১১ এর নভোচারীদের নিয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল— স্যাটার্ন-৫ রকেট।
১২. এ্যাপেলো-১১ চাঁদে নিরাপদে অবতরণ করানোর টিমে কাজ করা একমাত্র নারী সদস্য— পপি নর্থকাট।
১৩. যুক্তরাষ্ট্র সরকারের ভূতত্ত্ব জরিপ সংস্থা— USGA।
১৪. শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে— যান্ত্রিক শক্তি। শক্তির একক জুল (J)। শক্তি আছে বলেই জগৎ গতিশীল। শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা মানেই কাজ।
১৫. এবছর ৬০ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু হয়— ১১৬ টি দেশের মধ্যে। এটি অনুষ্ঠিত হয়— যুক্তরাজ্যের বাথ শহরে।
১৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতিষ্ঠিত হয়— ১৯৪৮ সালে।
১৭. সতীশ ধাওয়ান মহাকাশ ষ্টেশন— ভারতের। এটি অন্ধ্র প্রদেশে। এখান থেকে তাদের চন্দ্রাভিযানের রোভার 'চন্দ্রযান-২' উৎক্ষেপনের পরিকল্পনা করা হয়।
১৮. সম্প্রতি 'অবৈধ অভিবাসন' বিরোধী অভিযান শুরু করে— যুক্তরাষ্ট্র।
১৯. সম্প্রতি জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়— জাপানের ওসাকা শহরে।
২০. ব-দ্বীপ এর ইংরেজি 'Delta' হলো একটি— গ্রিক শব্দ।
২১. জাতিসংঘ জনসংখ্যা তহবিল— UNFPA; এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর নিউইয়র্কে। UNFPA এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে "পপুলেশন সায়েন্স" বিভাগ চালু হয়।
২২. মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস— রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। এদের সমাজ প্রধানের নাম— বোমাং রাজা। এদের প্রধান জীবিকা কৃষি ও জুমচাষ করে থাকে।
২৩. সম্প্রতি আলোচিত "ফেস অ্যাপ" তৈরি করেন— রাশিয়ার সফটওয়্যার প্রকৌশলীরা।
২৪. কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবস্থার প্রবর্তক ছিলেন— ফার্নান্দো করবাতো।
২৫. সোনাদিয়া দ্বীপ অবস্থিত— বঙ্গোপসাগরে। এটি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে।
২৬. আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) হলো— আমেরিকার মানবাধিকার সংগঠন।
২৭. 'ওয়াক ফ্রি ফাউন্ডেশন' হলো— অস্ট্রেলিয়াভিত্তিক দস্যু-বিরোধী সংগঠন।
২৮. সম্প্রতি ইবোলা ভাইরাসের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়— কঙ্গোতে।
২৯. সম্প্রতি সরকার 'রেক্স' নামক পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে— রপ্তানিতে।
৩০. ইইউ এর সঙ্গে চুক্তিবিহীন ব্রেক্সিট হলে যুক্তরাজ্যের প্রতিবছর ক্ষতি হবে— ৩ হাজার কোটি পাউন্ড।
৩১. জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত— ইয়াংহি লি।
৩২. সম্প্রতি জাপানের কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে নাশকতার ঘটনা ঘটে— ১৮ জুলাই ২০১৯ তে।
৩৩. জিএসপি হলো— রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা।



এটি একটি বই পাঠক সহায়তা প্রকল্প।

স্কিল ডেভেলপমেন্ড, উপন্যাস ও গল্পের বইসহ বিভিন্ন বিদেশি লেখকের বই কিনুন Book Desk থেকে সুলভ মূল্যে।

Note: আমরা বই পড়ার সংস্কৃতির উন্নয়ন সাধনে কাজ করবো বলে হেল্পবুক ফাউন্ডেশন এই সেবা দিচ্ছি। আমরা শর্ট টাইমে পসরা সাজিয়ে বই বিক্রি করি। তাই সুলভ মূল্যে বই পেতে চলে আসুন আমাদের বিকেলের ভ্রাম্যমাণ বুক স্টলে।

Place: পার্কের মোড়, রংপুর।
হেল্পলাইন: ০১৭৬৪-৯৫৩৯৯০

আমাদের সংগ্রহে থাকা বইগুলোর পরিচিতি দেখতে ভিজিট করুন 'বুক-ডেস্ক' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/bookdeskbd

বই কিনুন সুলভ মূল্যে | Book Desk

No comments:

Post a Comment