গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. জি-২০ হলো— বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট।
২. সম্প্রতি পুরুষের সমান বেতন ভাতার দাবিতে নারীরা বিক্ষোভ করে— সুইজারল্যান্ডে।
৩. লালবাগ কেল্লা নির্মিত হয়েছিল— ১৬৭৮ সালে।
৪. বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি অবস্থিত— দিনাজপুরে।
৫. নাসা চাঁদে নারী নভোচারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে; সে মোতাবেক ২০২৪ সালে চাঁদে আবার মানুষ যাবে।
৬. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো যোগ দেওয়া দুইজন বাংলাদেশি নারী পাইলট— নাইমা হক ও তামান্না-ই-লুৎফী।
৭. বিশ্ব শরণার্থী দিবস— ২০ জুন।
৮. বর্তমানে বিশ্বে শরণার্থীর সংখ্যা— ৭ কোটির অধিক।
৯. সম্প্রতি দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়— দিনাজপুরে। খনিটির ব্যাপ্তি ৬-১০ বর্গকিলোমিটার।
১০. সম্প্রতি যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করে— ইরান।
সুখপাঠ্য ও শিক্ষণীয় গল্পের ডালা নিয়ে এলো "লিটারেচার ডেস্ক"! গল্প পড়ো ও লিখো 'লাইফ একাডেমি' এর লিটারেচার ডেস্কে। লেখা মানসম্মত হলে আমরা প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
literaturedesk.blogspot.com
লেখা পঠাতে পারো ই-মেইলে কিংবা ফেসবুক পেজে।
ই-মেইল: lifeacademy.ac.bd@gmail.com
ফেসবুক: facebook.com/lifeacademy.ac.bd
লিখো মন খুলে.../
মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।
No comments:
Post a Comment