Friday, December 28, 2018

সাপ্তাহিক সংখ্যা—৬: ২২/১২/২০১৮ হতে ২৮/১২/২০১৮

২২ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২৮ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. ফলের খোসায় প্রচুর পরিমাণে ক্যারোটিন ও ফ্ল্যাভনয়েড থাকে।
২. ওয়েবসাইট মিডিয়ার র‍্যাংকিং করে থাকে— গুগল অ্যানালিটিকস, অ্যালেক্সা প্রভৃতি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান।
৩. ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) হলো— ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) হলো— ব্যাংককভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
৪. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক জাতীয় সংস্থা— বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
৫. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার— অগাস্টা অ্যাডা লাভলেস (অ্যাডা বায়রন); তিনি ছিলেন ব্রিটিশ কবি 'লর্ড বায়রন' এর কন্যা।
৬. বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ; একে গ্রহরাজ বলা হয়। এই গ্রহ পৃথিবীর চেয়ে প্রায় ১৩০০ গুণ বড়। ২৪ ঘণ্টায় এখানে দুবার সূর্য উঠে ও দুবার অস্ত যায়।
৭. নিউইয়র্ক পুলিশ বিভাগে সর্বোচ্চ পদে প্রথম বাংলাদেশি— খন্দকার আবদুল্লাহ। আর নিউইয়র্ক পুলিশের প্রথম ও একমাত্র বাংলাদেশি নারী সার্জেন্ট— ফজিলাতুন নিসা।
৮. ঢাকায় নিযুক্ত ইইউ (ইউরোপিয়ান ইউনিয়ন) এর রাষ্ট্রদূত— রেনসে টেরিঙ্ক।
৯. বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহারের এখতিয়ার আছে— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর।
১০. কম্পিউটার ভাইরাস এর পূর্ণরূপ— ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিইজ। গবেষক 'ফ্রেডরিক কোহেন' এই নামকরণ করেন।
১১. ইউকিলিকসের প্রতিষ্ঠাতা ছিলেন— জুলিয়ান অ্যাসাঞ্জ।
১২. সোমালিয়ার রাজধানী— মোগাদিসু।
১৩. পায়রা সমুদ্রবন্দর— পটুয়াখালীতে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দরকেন্দ্রিক প্রকল্প পায়রা সমুদ্রবন্দর।
১৪. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-২০১৮ অনুযায়ী বাংলাদেশ— চারটি ক্ষেত্রে বিশ্বে প্রথম।
১৫. বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়— ১৮৫৪ সালে সিলেটে।
১৬. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা— ১৬৪টি।
১৭. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি নির্ধারণ করা হয়েছে— ১০ এমবিপিএস।
১৮. জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস এর পরিবর্তিত নাম— ডিজিটাল বাংলাদেশ দিবস।
১৯. সম্প্রতি ফ্রান্সে 'ইয়েলো ভেস্ট আন্দোলন' হয়— জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে।
২০. বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র— নেদারল্যান্ডসের আলসমিরে।
২১. বাংলাদেশের ব্যাংকমালিকদের সংগঠনের নাম— বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)।
২২. ২০১৮তে শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী— নাদিয়া মুরাদ।
২৩. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম— ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২৪. বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষদেশ— ভারত।
২৫. সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ড্রিমলাইনার— বোয়িং ৭৮৭-৮।
২৬. সম্প্রতি 'আনাক ক্রাকাতুয়া' নামক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ব্যাপক সুনামি হয়— ইন্দোনেশিয়ায়।
২৭. 'সান্তা ক্লোজ' সংস্কৃতি পালন করা হয়— খ্রিষ্টানদের রডদিন উৎসবে।
২৮. জাপানের বিদায়ী সম্রাট— সম্রাট আকিহিতো। তার শাসনামলকে 'হেসে' যুগ বলা হতো যার অর্থ 'শান্তি প্রতিষ্ঠার যুগ'। জাপানের সিংহাসনের নাম 'ক্রিসেনন্থিমাম সিংহাসন'।
২৯. নওয়াজ শরীফ ক্ষমতাচ্যূত হয়েছিলেন— কারগিল যুদ্ধের কারণে।
৩০. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মালিকানা— ভারতের। সম্প্রতি ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করে।
৩১. কুম্ভমেলা উৎসব হয়— ভারতে (এলাহাবাদ প্রদেশে)। ১২ বছর পরপর আয়োজিত এই সাধু-সন্ন্যাসীদের উৎসবকে জাতিসংঘ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে।
৩২. 'বঙ্গবন্ধু শিল্পনগর' স্থাপিত হচ্ছে— চট্টগ্রামের মিরসরাই, ফেনী ও সীতাকুণ্ডের ৩০ হাজার একর এলাকাজুড়ে। এটি দেশের সর্ববৃহৎ শিল্পনগর।
৩৩. ইউএনএফপিএ হলো— জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউনাইটেড ন্যাশন ফান্ড ফর পপুলেশন এ্যাক্টিভিটিস); এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
৩৪. বাংলাদেশের 'বিলিয়ন ডলার শিল্প' বলা হয়— তৈরি পোশাকশিল্পকে।
৩৫. 'জুন-২০১৮' তে থাইল্যান্ডে কোচসহ খুদে ফুটবলটিম আটকে পড়া গুহাটির নাম— থাম লুয়াং নাং নন, বা সংক্ষেপে থাম লুয়াং।
৩৬. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি— সাকিব আল হাসান।
৩৭. কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল— ১৯৫৮ সালে।



কুড়িয়ে পাওয়া কাগজপত্র সেটার মালিককে ফিরিয়ে দিতে ও হারানো কাগজপত্র খুঁজতে মেসেজ করুন Dropbox Bangladesh এর মেসেজ ইনবক্সে। কুড়িয়ে পাওয়া কাগজপত্র ডাকবক্সে ফেললেও তা ডাক বিভাগ সেটার মালিকের কাছে পৌঁছে দেয়, তবে তাতে অনেকটা সময় লেগে যায়। তাই দ্রুত এই স্বেচ্ছাসেবা দিতে ও নিতে ড্রপবক্স বাংলাদেশ এর সাথে যোগাযোগ করুন। আমরা এ সম্পর্কিত বুলেটিন প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:

আসুন এটা শেয়ার করি | Dropbox Bangladesh

Friday, December 21, 2018

সাপ্তাহিক সংখ্যা—৫: ১৫/১২/২০১৮ হতে ২১/১২/২০১৮

১৫ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২১ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. ১৯৭১ সালে বাংলাদেশে পাকবাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবি করেছিলেন পাকিস্তানি রাজনীতিক— গোলাম জিলানি।
২. নয়াবাদ মসজিদ— দিনাজপুরের কাহারোলে অবস্থিত।
৩. শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র— 'হাসিনা এ ডটারস টেল'।
৪. ফিনল্যান্ডের রাজধানী— হেলসিংকি।
৫. একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ইন্দিরা গান্ধীর পরামর্শদাতা তথা অনুঘটক ছিলেন তার মুখ্যসচিব— পি এন হাকসার।
৬. 'আনট্রানকুইল রিফ্লেকশন: দ্য ইয়ার অব ফুলফিলমেন্ট' বইটির লেখক— অধ্যাপক রেহমান সোবহান।
৭. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয়— ভূপৃষ্ঠ হতে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে।
৮. স্যাটেলাইটের কক্ষপথকে বলা হয়— অরবিট।
৯. 'রাফায়েল' একপ্রকার অত্যাধুনিক যুদ্ধবিমান।
১০. আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি— বাইনারি পদ্ধতি। এই পদ্ধতির উদ্ভাবক ছিলেন— জার্মান গণিতবিদ লাইবলিৎস।
১১. সর্বাধিক সংখ্যক গভীর সমুদ্রখাত আছে— প্রশান্ত মহাসাগরে।
১২. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত— ম্যারিয়ানা খাত (১০ হাজার ৮৭০ মিটার গভীর)। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
১৩. 'পোর্টোরিকো' সমুদ্রখাত— আটলান্টিক মহাসাগরে।
১৪. জলবায়ু সম্মেলন "কপ-২৪" এর প্রেসিডেন্ট ছিলেন— মিখাল কুরতিকা। এই সম্মেলন পোল্যান্ডের কাতোভিচ শহরে অনুষ্ঠিত হয়।
১৫. শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে পুনঃপ্রতিষ্ঠিত হন রনিল বিক্রমাসিংহে। তিনি শপথ নেওয়ায় শ্রীলংকার রাজনৈতিক সংকটের অবসান হয়।
১৬. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) এর জনক— টিম বানার্স লি। তিনি ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।
১৭. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ 'হিউমাস' নামে পরিচিত। ইহা দেখতে অনেকটা কালচে রঙের হয়।
১৮. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর নারী-পুরুষ সমতার বার্ষিক প্রতিবেদন-২০১৮ তে বাংলাদেশের অবস্থান ১৪৯টি দেশের মধ্যে ৪৮ তম।
১৯. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
২০. বরেন্দ্রভূমি বলা হয়— রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের কিছু অংশকে।
২১. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়— BCD কোড।
২২. চীনের বর্তমান প্রেসিডেন্ট— সি চিন পিং।
২৩. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২৪. সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া অ্যাপসভিত্তিক রেডিও স্টেশন— 'ইমাজিন রেডিও'।
২৫. 'জাতিসংঘ মানবাধিকার পুরস্কার-২০১৮' এ ভূষিত হয়েছেন— পাকিস্তানের প্রয়াত আইনজীবী ও মানবাধিকারকর্মী— আসমা জাহাঙ্গীর।
২৬. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা— দ্য কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
২৭. নিক্কি এশিয়ান রিভিউ— একটি জাপানি পত্রিকা।
২৮. কোনো শাসনতান্ত্রিক বিষয়ে প্রজ্ঞাপন জারি করে থাকে— জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৯. বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন— হাবীবুল্লাহ সিরাজী। তিনি একজন কবি। বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদকসহ বহু সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।
৩০. ইউরোকন্ট্রোল হলো— ইউরোপিয় উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
৩১. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে। এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
৩২. 'মাইক্রোসফট এজ' এবং 'সাফারি' হলো— ইন্টারনেট ব্রাউজার।
৩৩. বাংলাদেশ এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে— ২০১৬ সালে (১৬টি)।



ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি নিতে DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP) বা "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" এর সাথে থাকুন।

আমাদের এই সেবা সম্পর্কিত আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" তে। এর লিংক→

আর, আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস করতে ভিজিট করুন DUKUAPP Classroom ফেসবুক পেজ। এর লিংক→

অথবা ইউজ করতে পারেন আমাদের ---ঢাবি "খ" প্রস্তুতি--- অ্যাপ। এটি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখুন; অ্যাপ তৈরি হলে আমরা জানাবো।

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP

Friday, December 14, 2018

সাপ্তাহিক সংখ্যা—৪: ০৮/১২/২০১৮ হতে ১৪/১২/২০১৮

০৮ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ১৪ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষ নেওয়া মার্কিন কূটনীতিক ছিলেন— আর্চার কে ব্লাড। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর স্মৃতিচারণামূলক গ্রন্থ— দ্যা ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার সরকার/ প্রশাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন— রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন— হেনরি কিসিঞ্জার।
৩. বাংলাদেশের বর্তমার প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি।
৪. বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৭ সালে; তখন এর নাম ছিল- ইপসিক।
৫. বিশ্বের প্রথম নারী মহাকাশচারী— ভ্যালেন্টিনা তেরেসকোভা; তিনি একজন রাশিয়ান।
৬. শনিগ্রহ আয়তনে পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়। শনিকে ৩টি উজ্জল বলয় বেষ্টন করে আছে। শনির উপগ্রহ ২২টি। এর ভূত্বক বরফে ঢাকা।
৭. ল্যুভর মিউজিয়াম— ফ্রান্সে।
৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রচিত দুটি গান "একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বর...." এবং "মাগো ভাবনা কেনো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে...." এর গীতিকার/ রচয়িতা ছিলেন— গৌরীপ্রসন্ন মজুমদার। আর "মাগো ভাবনা কেনো...." এর সুরকার ছিলেন- হেমন্ত মুখোপাধ্যায়।
৯. রোকেয়া দিবস— ৯ ডিসেম্বর (বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস)।
১০. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়— ফ্রান্সে।
১১. ব্রিজ অথবা রাউটার ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থাকে 'ইন্ট্রানেট' বলে। এটি কোনো প্রতিষ্ঠানের সীমিত ব্যক্তিগণ ব্যবহারের সুযোগ পায়। 'ইন্টারনেট' উন্মুক্ত আর 'ইন্ট্রানেট' সংরক্ষিত।
১৩. সম্প্রতি চাঁদে পাঠানো চীনের রোবটযান— 'চাং-ই ৪'।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করা জাপানি রাজনীতিবিদ— তাকাশি হাওয়াকার। তার প্রচেষ্টাতেই ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
১৫. মিশরে সংবাদপত্রশিল্পকে জাতীয়করণ করেন— গামাল আবদেল নাসের ১৯৫০ সালে।
১৬. ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ছাপিয়েছিল যুগোস্লাভিয়ার দৈনিক— পলিটি।
১৭. বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। এটি বিশ্বের বড় অর্থনৈতিক জোট। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এই সংস্থার উৎপত্তি হয় GATT নামক সংস্থা থেকে। ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariff and Trade) চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ১৯৪৮ সালে গ্যাট প্রতিষ্ঠিত হয়। গ্যাট মূলত শুল্ক ও বাণিজ্যবিষয়ক সাধারণ চুক্তি। ১৯৮৬ সালে উরুগুয়েতে গ্যাট এর অষ্টম রাউন্ডে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলার আলোচনা শুরু হয় যা উরুগুয়ে রাউন্ড নামে পরিচিত। ১৫ এপ্রিল ১৯৯৪ সালে মরক্কোর কারাকাসে ফাইনাল এ্যাক্ট স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালের ১জানুয়ারি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কার্যক্রম শুরু করে।
১৮. 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়— ১৯৭১ সালের ১আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
১৯. কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন— পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এর আহবানে তার সেতার শেখার ছাত্র জর্জ হ্যারিসন সাড়া দেন ও দুজনে উদ্যোগ নিয়ে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন।
২০. যুক্তরাজ্য 'ব্রেক্সিট' বাতিল করতে পারবে বলে রায় দিয়েছে ইইউ আদালত বা ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২১. যুক্তরাষ্ট্রের পুলিশের উচ্চপর্যায়ের নির্বাহী পদে ('এনওয়াইপিডি' এর ক্যাপ্টেন পদে) যোগ দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক— খন্দকার আবদুল্লাহ।
২২. মুক্তিযুদ্ধের দিনগুলিতে বাঙালিরা রেডিওতে মুক্তিযুদ্ধের খবরাখবর শুনতেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, আকাশবাণী কলকাতা ও বিবিসি রেডিও সেন্টারের। সেই সময়ে আকাশবাণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক খবর পড়তেন— দেবদুলাল বন্দোপাধ্যায়।
২৩. ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— রবার্ট মিলার।
২৪. বাংলাদেশের নতুন অর্থসচিব— আবদুর রউফ তালুকদার।
২৫. যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী 'টাইম' এর বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৮ হয়েছেন প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাসোগি ও রয়টার্সের দুই সাংবাদিক।
২৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন সরকারের ঘোর বিরোধীতার সময়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ও পাকবাহিনীর চালানো গণহত্যার বিপক্ষে সোচ্চার হয়েছিলেন মার্কিন সিনেটর— এডওয়ার্ড মুর কেনেডি। তিনি বাঙালি শরণার্থীদের পরিদর্শন করেছিলেন এবং শরণার্থীদের জন্য কাজ করেছিলেন। তিনি ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর ছিলেন।
২৭. অটোমেশন পদ্ধতি হলো— কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কোনো কাজকে সহজ করা। সম্প্রতি উন্নত বিশ্বে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
২৮. সম্প্রতি জিংকং-২ বা স্টারি স্কাই-২ নামের মহাকাশযান পরীক্ষা করে— চীন।
২৯. কোরীয় যুদ্ধ শুরু হয়েছিল ১৯৫০ সালে এবং তা সমাপ্ত হয় ১৯৫৩ সালে। এ যুদ্ধে চীন উত্তর কোরিয়াকে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল।
৩০. মার্কিন সাংবাদিক 'রবার্ট পেইন' এর লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক বই 'ম্যাসাকার'। বইটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এছাড়াও তার লেখা 'টর্চার্ড অ্যান্ড দ্যা ড্যামড' গ্রন্থে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের অনবদ্য চিত্র এঁকেছেন।
৩১. শহীদ বুদ্ধিজীবী দিবস— ১৪ ডিসেম্বর।



To Let Rangpur City প্রজেক্টে বাসা ভাড়া খোঁজা কাজের জন্য কিছুসংখ্যক স্নাতক পড়ুয়া স্মার্ট ছেলেকে নিয়োগ দেওয়া হবে। রংপুরে অধ্যয়নরত ছাত্ররা এতে আবেদন করতে পারবেন। যেহেতু এটি মুক্ত জব তাই এর কর্মীদের আয়ও হবে নিজস্ব পারফরমেন্স এর ভিত্তিতে। বিস্তারিত জানতে কল করুন।

বাসা ভাড়া খুঁজুন সহজেই.../
To Let Rangpur City
ফেসবুক: facebook.com/toletrangpur
হেল্পলাইন: ০১৭৪৬-৩১৫৬৩৯।

Friday, December 7, 2018

সাপ্তাহিক সংখ্যা—৩: ০১/১২/২০১৮ হতে ০৭/১২/২০১৮

০১ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ০৭ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা 'উইলিয়াম উডারল্যান্ড' বা ডব্লিউ এস ওডারল্যান্ড ছিলেন একজন— অস্ট্রেলিয়ান। তার পুরো নাম— উইলিয়াম আব্রাহাম সাইমন উডারল্যান্ড। তিনি পিতৃসুত্রে অস্ট্রেলিয় তবে জন্ম নেদারল্যান্ডে।
২. প্রতিবছর দেশের শ্রমবাজারে প্রবেশ করে— ২০ লাখ তরুণ।
৩. জি-২০ হলো— বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ইতালীয় ধর্মযাজক 'ফাদার মারিনো রিগান' আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতেন। 'একাত্তরের ডায়েরি' নামে তারও একটি ডায়েরি ছিল যাতে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ছিল।
৫. সম্প্রতি 'ইউনেস্কো আমির জাবের আল আহমেদ' পুরস্কার পাওয়া বাংলাদেশি— ভাস্কর ভট্টাচার্য।
৬. QR কোড এর অপর নাম কুইক রেসপন্স কোড। এটি হলো একধরনের ম্যাট্রিক্স বা 2D বারকোড। জাপানে এই কোড উদ্ভাবিত হয় ও বিকাশ লাভ করে। এই কোড ক্যামেরা দিয়ে কিংবা মোবাইল/ কম্পিউটার অ্যাপ্লিকেশন ও স্মার্ট ডিভাইস দিয়ে পড়া যায়।
৭. অস্ট্রিয়ার প্রেসিডেন্ট— আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন।
৮. বীরপ্রতীক তারামন বিবির বাড়ি ছিল— কুড়িগ্রামের রাজীবপুরের শংকর মাধবপুর গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।
৯. 'লেভেল প্লেয়িং ফিল্ড' হলো— প্রতিযোগিতায় সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা।
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং ছিলেন 'দ্যা ডেইলি টেলিগ্রাফ' এর রিপোর্টার। তিনি কাজ করতেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। তিনি ২৫ মার্চ ১৯৭১এর হত্যাযজ্ঞ নিয়ে লেখেন "ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন ইস্ট পাকিস্তান" নামক প্রতিবেদন যা লন্ডনের ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত হয় ৩০ মার্চ, ১৯৭১ এ। তার জন্ম ইংল্যান্ডে।
১১. এলএনজি হলো— তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।
১২. জিপিএস হলো— গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি হলো একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা। জিপিএস প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়।
১৩. বিশ্ব জলবায়ু সম্মেলন/ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) শুরু হয়েছে— পোল্যান্ডের 'কতোভিচ' শহরে।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের দলে যোগ দিয়ে যুদ্ধ করতে প্রস্তুতি নেওয়া বিদেশি লেখক আঁদ্রে মালরো ছিলেন একজন— ফরাসি। তবে তাকে আসতে হয়নি; তিনি আসার আগেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে।
১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) শব্দটি প্রথম চালু করেন— জন ম্যাকার্থি ১৯৫৬ সালে।
১৬. বিশ্বের প্রথম বায়োনিক মানুষ— রেক্স।
১৭. কিউরিসিটি রোভার ২০১২ সালে মঙ্গলগ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। এর ওজন ছিল প্রায় ১টন। এটি মঙ্গলে পৌঁছাতে ৯ মাস লেগেছিল। এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ৫৭কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলে পৌঁছায়। একে বলা হয়- 'পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার'।
১৮. বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— আর্ল রবার্ট মিলার।
১৯. গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত— হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
২০. বাতজ্বর হলো— একটি হৃদরোগ।
৩১. ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের মত পাল্টানোর সুযোগ আছে— এ অভিমত দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২২. ন্যানোটেকনোলজি হলো— পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। ন্যানো প্রযুক্তির জনক— রিচার্ড ফাইনম্যান।
২৩. অলিগপলি বাজার হলো— যে বাজারব্যবস্থায় সমজাতীয় দ্রব্যের কতিপয় বিক্রেতা ও বহুসংখ্যক ক্রেতা থাকে। যেমন- মোবাইল ফোন অপারেটর।
২৪. মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থীদের দুরবস্থা নিয়ে লেখা বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর ইন যশোর রোড" এর লেখক ছিলেন আমেরিকান সাংবাদিক ও কবি অ্যালেন গিন্সবার্গ।
২৫. বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন— বিজিএমইএ। আর বাংলাদেশের শিল্পপতিদের সবচেয়ে বড় সংগঠন— এফবিসিসিআই।
২৬. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য ব্যবহার করা হয়— স্টপওয়াচ।
২৭. মাইক্রোওয়েভ হলো— এক ধরণের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এর মাধ্যমে ছবি, শব্দ, অডিও, ভিডিও আদান-প্রদান করা যায়। পৃথিবীর প্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন— আচার্য জগদীশচন্দ্র বসু।
২৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন— মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মার্ক টালি ছিলেন বাঙালি মুক্তিযোদ্ধাদের আশার আলো। রেডিওতে কান পেতে সকাল-সন্ধ্যা বিবিসিতে মার্ক টালির কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকতো পুরো দেশ। বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গঠনে তার ভূমিকা ছিল অনন্য।
২৯. অর্থনীতিতে ঋণের 'নিকাশ ঘর' বলা হয়— কেন্দ্রীয় ব্যাংককে।
৩০. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি হয়— ১৯৯৭ সালে।
৩১. হুতি বিদ্রোহীরা— ইয়েমেনের।
৩২. শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি হার্বাড কর্তৃক লাভ করেন 'গ্লাইটসম্যান সিটিজেন অ্যাক্টিভিস্ট' পুরস্কার।
৩৩. প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রনিল বিক্রমাসিংহেকে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন— ২৬ অক্টোবর ২০১৮ তে।
৩৪. আগামী দুই বছরের জন্য (২০১৯-২০) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।



কিছু ছাত্র-ছাত্রীকে ফ্রিতে HSC/ Admission Test এর ইংরেজি শেখাবো। বিনিময়ে আমার To Let Rangpur City প্রজেক্টের জন্য কিছু তথ্য সংগ্রহ করে দিতে হবে।

যেহেতু প্রকল্পটি রংপুর শহরভিত্তিক তাই শুধু রংপুর শহরে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই সেবা পাবেন।

আমি সপ্তাহে ৪ দিন পাঠাদান করবো আর শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন একবেলা করে আমার সোশ্যাল প্রজেক্টের জন্য তথ্য সংগ্রহের কাজ করবেন।

কাজটি খুবই সহজ। বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।

আহবায়ক—
মেহেদী হাসান; প্রশিক্ষক, EGLS.
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।