Friday, February 22, 2019

সাপ্তাহিক সংখ্যা—১৪: ১৬/০২/২০১৯ হতে ২২/০২/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. পরমাণু কৌশল কাজে লাগিয়ে বাংলাদেশ এ পর্যন্ত উদ্ভাবন করেছে— ৬০ টি ফসলের জাত।
২. নবায়নযোগ্য শক্তি হলো— সৌরশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি।
৩. সেভ দ্যা চিলড্রেন এর মতে প্রতিবছর ১লক্ষ শিশু যুদ্ধে মারা যাচ্ছে।
৪. দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে— পটুয়াখালীর পায়রাতে।
৫. 'স্মৃতির মেঘলাভোরে' কবিতাটিতে শুক্রবারে মৃত্যুবরণের আশাবাদ ব্যাক্ত করেছিলেন— কবি আল মাহমুদ। তার পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার অমর কাব্যগ্রন্থ 'সোনালি কাবিন'।
৬. লালবাগ কেল্লা নির্মাণ করা হয়— ১৬৭৮ সালে।
৭. আলবেনিয়ার রাজধানী— তিরানা।
৮. 'মিউনিখ' জার্মানির একটি শহর।
৯. এক্স-রে আবিষ্কার করেন বিজ্ঞানী ইউলিয়াম রন্টজেন ১৮৯৫ সালে। এক্স-রে উৎপাদনে 'ক্যাথোড রশ্মি' ব্যবহৃত হয়।
১০. জাপানের প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ছাত্র ইউনিয়ন সভাপতি— আনিশা ফারুক।
১২. 'লিনাক্স' হলো— মুক্ত অপারেটিং সিস্টেম।
১৩. সোনারগাঁ হলো— ১৭ শতকের নিদর্শন। এটি মেঘনা নদীর তীরে অবস্থিত।
১৪. সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী। ১৬১০ সালে রাজধানী হিসেবে এর কার্যক্রম শেষ হয় ও রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হয়।
১৫. সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠিত হয়— ১৯৭৫ সালে।
১৬. ২১ ফেব্রুয়ারি ১৯৫২ দিনটি ছিল বাংলা ৮ই ফাল্গুন এবং বৃহস্পতিবার।
১৭. একুশে ফেব্রুয়ারি নিয়ে লেখা প্রথম কবিতা ছিল 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি'। এটি লেখা হয়েছিল— চট্টগ্রামে।
১৮. ইউনিকোড যাত্রা শুরু করে ১৯৮৭ সালে অ্যাপল কম্পিউটারের উদ্যোগে।
১৯. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী— মোস্তাফা জব্বার।
২০. ২০০০ সাল থেকে পৃথিবীর ১৮৮টি দেশে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
২১. সম্প্রতি কাশ্মীরে পুলওয়ামার হামলার ঘটনা ঘটে— ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তে।
২২. 'জীবন থেকে নেওয়া (১৯৭০)' এবং 'বাঙলা (২০০৬)' হলো ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র। সম্প্রতি তৌকির আহমেদ পরিচালিত আরেকটি ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র নির্মিত হয় যার নাম "ফাগুন হাওয়ায়"।



আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?

তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:

[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")

আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে ভিজিট করুন:
http://facebook.com/egls.edu

English Grammar Learning System (EGLS)

"100% Updated English Learning System for Professional English"

Contact Us: 
Phone: 01746-315639
Facebook: facebook.com/egls.edu

Friday, February 15, 2019

সাপ্তাহিক সংখ্যা—১৩: ০৯/০২/২০১৯ হতে ১৫/০২/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা— ১০ শতাংশ।
২. সার্ক (দক্ষিণ এশীয় অঞ্চলিক সহযোগিতা সংস্থা) গঠিত হয়— ১৯৮৫ সালে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে।
৩. রাফায়েল হলো— একপ্রকার অত্যাধুনিক যুদ্ধবিমান।
৪. সম্প্রতি অ্যাপলের নিরাপত্তা ত্রুটি সনাক্তকারী ১৪ বছর বয়সী কিশোর— মাইকেল থমসন।
৫. সম্প্রতি 'গ্রিন কার্ড' কোটা তুলে দিতে চলেছে— যুক্তরাষ্ট্র। গ্রিন কার্ড হলো— যুক্তরাষ্ট্রে চাকরিরত অভিবাসীদের ক্ষেত্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন অনুমোদনের দেশভিত্তিক কোটা।
৬. ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী— সিরিয়ার।
৭. আব্দুরেহিম হেইত— চীনের উইঘুর কবি।
৮. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৯. সংস্কৃতি ও শিক্ষা নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা— ইউনেস্কো। এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে।
১০. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়— ১৭৫০ সালে।
১১. উপমহাদেশের হস্ত ও কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়েছিল— ১৭৫০-১৮৫০ সালের ইংল্যান্ডের শিল্পবিপ্লবের ফলে।
১২. 'স্টেট অব দ্য নেশন' ভাষণ দেন— হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
১৩. ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা— হুয়ান গুয়াইদো।
১৪. রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে— ২০২২ সালে।
১৫. স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল 'কাতালোনিয়া'; এর রাজধানী 'বার্সেলোনা'। কাতালোনিয়া ২০১৭ সাল হতে স্পেন থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
১৬. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
১৭. 'আরাকান' ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্বনাম।
১৮. পরমাণুর কেন্দ্রে থাকে— নিউক্লিয়াস।
১৯. সম্প্রতি কৃষি গবেষণার উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দুই বাংলাদেশি নারী— মাফরুহা আফরোজ ও মোসাম্মৎ শামসুন্নাহার। বারি'র গবেষক এই দুই নারী সবজির ঢলে পড়া রোগ দূর করার প্রযুক্তি ও মাটির স্বাস্থ্য ভালো রাখতে 'ট্রাইকো কম্পোস্ট' নামের জৈবসার উদ্ভাবন করেছেন।
২০. সুন্দরবন দিবস— ১৪ ফেব্রুয়ারি।
২১. গবেষকদের মতে সুন্দরবনের (বাংলাদেশ অংশের) বিলুপ্তি ঘটতে পারে আগামী ৫০ বছরের মধ্যে।
২২. ডয়চে ভেলক হলো— জার্মানির সরকারি গণমাধ্যম।
২৩. অপরচুনিটির মাধ্যমে নাসা মঙ্গলের মাঝে অভিযান চালিয়ে আসছিল— ১৪ বছর ধরে।
২৪. বেলজিয়ামের রাজধানী— ব্রাসেলস।
২৫. ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি— পিডিভিএস।
২৬. ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছে— ৫০ টি দেশ।
২৭. ম্রো জাতিগোষ্ঠী বসবাস করে— বান্দরবানে। এদের ধর্মের নাম 'তোরাই'। এরা পিতৃপ্রধান। এদের সুস্বাদু খাবারের নাম— নাপ্পি।
২৮. জিআইএস হলো— জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটি ১৯৬৪ সালে কানাডায় শুরু হয়।



BCS Preparation এর নিত্যনতুন সব তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন 'বিসিএস প্রিপারেশন প্রোগ্রাম' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/bcspreparationprogram

এটি একটি বিসিএস প্রস্তুতি সহায়তা প্রকল্প.../
মেহেদী হাসান,
এডমিন, বিসিএস প্রস্তুতি প্রকল্প।

Friday, February 8, 2019

সাপ্তাহিক সংখ্যা—১২: ০২/০২/২০১৯ হতে ০৮/০২/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন— খাজা নাজিমুদ্দিন এবং পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী ছিলেন— নুরুল আমিন।
২. আধুনিক মালয়েশিয়ার রূপকার— মাহাথির মোহাম্মদ।
৩. 'ঝিঙেফুল' কাব্যগ্রন্থটির লেখক— কাজী নজরুল ইসলাম।
৪. আন্তর্জাতিক তারিখ রেখা ১৮০° পূর্ব দ্রাঘিমায় বা ১৮০° পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত যা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অতিক্রম করেছে।
৫. সম্প্রতি প্রচণ্ড শীতে ২১ জনের মৃত্যু হয়েছে— যুক্তরাষ্ট্রে।
৬. সম্প্রতি হোয়াটসঅ্যাপে বই লিখে পুরস্কারজয়ী হয়েছেন অস্ট্রেলিয়ায় ইরানী শরণার্থী— বেহরুজ বুচানি। তিনি ক্ষুদেবার্তার মাধ্যমে তার লেখা পাণ্ডুলিপি প্রকাশককে পাঠিয়েছিলেন।
৭. ভিক্টোরিয়ান প্রাইজ ফর লিটারেচার হলো— অস্ট্রেলিয়ার সবচেয়ে দামী সাহিত্য পুরস্কার।
৮. জাহাজ নির্মাণের কারখানাকে বলা হয়— শিপইয়ার্ড।
৯. নিপাহ ভাইরাসের বাহক— বাদুড়।
১০. নিপাহ ভাইরাসের জিন নকশা উন্মোচনে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তার মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানটি হলো— আইসিডিডিআরবি।
১১. বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাস সনাক্ত হয়— ২০০১ সালে।
১২. বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান— আইসিডিডিআরবি।
১৩. বাংলাদেশে নিপাহ ভাইরাস সনাক্ত করা হয়— টেরোপাস মেডিয়াস গোত্রের বাদুড় থেকে।
১৪. সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী— আলেপ্পো।
১৫. স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মাঝে স্বাক্ষরিত হওয়া একটি পারমাণবিক শক্তি চুক্তি— আইএনএফ।
১৬. ইন্টারনেট আসক্তিতে বিশ্বে এগিয়ে— দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ।
১৭. বিশ্ব ক্যান্সার দিবস— ৪ফেব্রুয়ারি। মানবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। কোষের জিনের পরিবর্তনের জন্য ক্যান্সার হয়ে থাকে।
১৮. সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল।
১৯. শালবন বিহার অবস্থিত— কুমিল্লার ময়নামতিতে।
২০. ভেনেজুয়েলার রাজধানী— কারাকাস।
২১. জাতীয় নদীরক্ষা কমিশন কার্যক্রম শুরু করে— ২০১৪ সালে।
২২. এ বছর সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পূর্ণ হয়— 'বঙ্গবন্ধু' উপাধির। ১৯৬৯ সালে পল্টন ময়দানের এক সম্মেলনে ছাত্রজনতা ও সাধারণ জনগণের পক্ষ থেকে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
২৩. ফেসবুক যাত্রা শুরু করেছিল— ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।
২৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করাজাতীয় খাদ্য তৈরি করে।
২৫. সোমালিয়ার রাজধানী— মোগাদিসু।
২৬. সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা গুয়াইদোকে স্বীকৃতি দেয়— ইইউ।
২৭. সম্প্রতি শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হয়— অস্ট্রেলিয়াতে।
২৮. নিরাপদ ইন্টারনেট দিবস— ৫ফেব্রুয়ারি।
২৯. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন।
৩০. ৪৯ টি ভাষায় জাতীয় সংগীতের অনুবাদ নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়— বেলারুশে।
৩১. রোম নগরীর প্রতিষ্ঠাতা— লাতিন রাজা রোমিউলাস। রোমকে সাতটি পর্বতের নগরী বলা হয়।
৩২. ভাষা আন্দোলনের প্রথম শহীদ— রফিকউদ্দিন (রফিক)।
৩৩. সম্প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে 'ট্র্যাক টু ডিপ্লোম্যাসি' কৌশলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
৩৪. মহাস্থানগড় 'পুন্ড্রনগর' নামে পরিচিত ছিল— মৌর্য আমলে। এটি করতোয়া নদীর তীরে অবস্থিত।
৩৫. বাংলাদেশের উদ্ভাবিত প্রথম হাইব্রিড জাতের টমেটো— মিন্টু।
৩৬. স্নেহ পদার্থ গঠিত হয়— ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে।
৩৭. 'ট্যাক্স হলিডে' হলো— শিল্পকে উৎসাহিত করতে সাময়িকভাবে মওকুফকৃত ট্যাক্স।



রংপুর শহরে ডাক্তারের সিরিয়াল পেতে ভিজিট করুন Doctors' Phonebook!
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://doctors-phonebook.blogspot.com

এটি একটি কমিউনিটি সেবা প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Doctors' Phonebook

Friday, February 1, 2019

সাপ্তাহিক সংখ্যা—১১: ২৬/০১/২০১৯ হতে ০১/০২/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত— ইয়াংহি লি।
২. প্রতিবছর নিরাপদ এয়ারলাইন্সের তালিকা তৈরি করে— অস্ট্রেলিয়াভিত্তিক এয়ারলাইন্স রেটিংস ডটকম।
৩. ব্রিটেনের বর্তমান রানী— দ্বিতীয় এলিজাবেথ।
৪. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট— নিকোলা মাদুরো।
৫. ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার— ভারতরত্ন।
৬. সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সহ মোট তিনজন ভারতরত্ন সম্মাননা পান।
৭. সম্প্রতি ৩৫ দিন পর যুক্তরাষ্ট্রের দেয়াল নির্মাণ বিষয়ক অচলাবস্থার অবসান হয়।
৮. হাউজ অব কমন্স হলো— যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ।
৯. এক যুগ আগে ভারতের পশ্চিমবঙ্গে 'ন্যানো' নামক গাড়ি নির্মাণ শুরু করেছিল— টাটা কোম্পানি।
১০. সম্প্রতি জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশের— চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম।
১১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার এবং বাংলা ৮ই ফাল্গুন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে সারা বিশ্বে এটি পালিত হচ্ছে। প্রথম বছর ১৮৮ টি দেশে এটি পালিত হয়।
১২. বাংলাদেশের তিন বাহিনীর প্রধান— সেনাবাহিনী: আজিজ আহমেদ, নৌবাহিনী: এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনী: মসিউজ্জামান সেরনিয়াবাত।
১৩. চিনি মসজিদ অবস্থিত— নীলফামারীর সৈয়দপুরে।
১৪. প্রায় ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে— ১১ মার্চ, ২০১৯ তে। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল— ১৯৯০ সালে।
১৫. ভিটামিনকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়— (১) ভিটামিন এ, ডি, ই এবং কে; এগুলো চর্বিতে দ্রবণীয় এবং (২) ভিটামিন 'বি কমপ্লেক্স' ও ভিটামিন 'সি'; এগুলো পানিতে দ্রবণীয়।
১৬. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন— বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন— গণভবন।
১৭. ২০১৮ সালের বাংলা একাডেমি পুরস্কার পাওয়া চারজন লেখক— কাজী রোজি (কবিতায়), মোহিত কামাল (কথা সাহিত্যে), সৈয়দ মোহাম্মদ রাশেদ (প্রবন্ধ ও গবেষণা), আফসান চৌধুরী (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে)।
১৮. পশতুন ভাষাভাষী উপজাতিরা বাস করে— পাকিস্তান ও আফগানিস্তানে।
১৯. ভেনেজুয়েলা একটি লাতিন আমেরিকার দেশ।
২০. প্রোটিনের প্রথম ও প্রধান কাজ— দেহকোষ গঠন ও বৃদ্ধি সাধন করা। প্রোটিন দেহে রোগজীবাণু প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করে।
২১. ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত— লুইন-ও-কে।
২২. সম্প্রতি বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা কার্ড প্রদান করা হয়— বাহরাইনে।
২৩. ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল হলো— বার্লিনভিত্তিক দুর্নীতি গবেষণা প্রতিষ্ঠান।
২৪. মিয়ানমারে সুচির দল ক্ষমতায় আসে— ২০১৫ সালে।
২৫. মিশরীয় বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ ছিল— ২৪ টি।
২৬. নীলনদের উৎপত্তি— আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে।
২৭. সম্প্রতি রাজ্যে মদ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধের দাবিতে চার হাজার নারী ২০০ কিলোমিটার পদযাত্রা করেন— ভারতের কর্ণাটক রাজ্যে।
২৮. বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা ও আদিবাসীদের জীবনধারা নিয়ে প্রতিষ্ঠিত 'জাতিতাত্ত্বিক জাদুঘর' অবস্থিত— চট্টগ্রামের আগ্রাবাদে।
২৯. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সর্বাত্মক সাধারণ ধর্মঘট হয়েছিল— ১৯৪৮ সালের ১১ মার্চ।
৩০. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নামকরণটি হয়— ১৯৫৩-৫৪ সালে।
৩১. সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় ইইউ।
৩২. মুক্তিযুদ্ধে 'মুক্তিবাহিনী' নামে বাহিনী গঠিত হয়েছিল— ১১ জুলাই ১৯৭১ সালে।
৩৩. মিশরীয় লিপির নাম ছিল হায়ারোগ্লিফিক, যার অর্থ পবিত্র লিপি।



রংপুর শহর হতে আন্তঃনগর বাস ভ্রমণ, পিকআপ ও মাইক্রোবাস, মিনিবাস, বাস রিজার্ভ ইত্যাদি যানবাহন ও পরিবহন সেবার হেল্পলিংক পেতে ভিজিট করুন— Vehicles Helpbook!
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://vehicleshelpbook.blogspot.com

এটি একটি যানবাহন সেবা প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Vehicles Helpbook.