গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. বই পড়ার একটি আন্দোলন গড়ে তোলার জন্য পলান সরকার একুশে পদক পান— ২০১১ সালে।
২. পলান সরকারের জন্ম ১৯২১ সালে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে। তার প্রকৃত নাম 'হারেজ উদ্দিন'।
৩. 'বিনি পয়সায় বই বিলাই' প্রচ্ছদ প্রতিবেদনটির সঙ্গে সম্পর্কিত— পলান সরকার।
৪. পলান সরকারকে প্রথম উপস্থাপন করা হয় 'ইত্যাদি' অনুষ্ঠানে ২০০৬ সালে।
৫. প্রথম আলো পলান সরকারকে অবিধা দিয়েছিল— 'আলোর ফেরিওয়ালা'।
৬. 'পড়ে বই আলোকিত হই' স্লোগানটি ছিল— পলান সরকারের।
৭. পলান সরকারকে নিয়ে নির্মিত নাটক— 'সায়াহ্নে সূর্যোদয়।
৮. পলান সরকার বাংলা একাডেমি হতে 'সম্মানসূচক ফেলোশিপ-২০১৮' লাভ করেন।
৯. দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) এর সূচকের তথ্যমতে বৈশ্বিক 'আইনের শাসন সূচক-২০১৯' তে বাংলাদেশের অবস্থান— ১১২ তম (১২৬ টি দেশের মধ্যে)। ২০১৮ তে ছিল ১০২ তম অবস্থানে।
১০. ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার— রীতা গাঙ্গুলী দাস। তিনি হর্ষ বর্ধন শ্রিংলা'র স্থলাভিষিক্ত হন।
১১. যুক্তরাষ্ট্রের ম্যানহাটান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত— রায়হান সালাম।
১২. সম্প্রতি পলিথিন পুড়িয়ে জ্বালানী তেল উৎপাদনে সফল হন নওগাঁর মান্দা উপজেলার ইদ্রিস আলী। এর আগে এই পদ্ধতি উদ্ভাবন করেন জামালপুরের তরুণ তৌহিদুল ইসলাম।
১৩. 'হিউমাস' নামক পদার্থ থাকে মাটিতে। মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে হিউমাস বলে। হিউমাস দেখতে অনেকটা কালচে রঙের হয়।
১৪. সম্প্রতি ইস্পাতশিল্পে বাংলাদেশের সম্ভাবনা এগিয়ে গেছে বিলেট উৎপাদনে। বিলেট হলো রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল।
১৫. গ্রাফিতি হলো— শিল্পির পরিচয় গোপন রেখে আঁকা দেয়ালচিত্র যাতে সমসাময়িক অসংগতির চিত্র তুলে ধরা হয়।
১৬. পৃথিবীর মোট আয়তনের এক তৃতীয়াংশ হলো— প্রশান্ত মহাসাগর।
১৭. সম্প্রতি মহাকাশে পাঠানো পুতুল নভোচারীর নাম— রিপ্লি।
১৮. মহাকাশের প্রথম পর্যটক ছিলেন— ডেনিস অ্যান্থনি টিটো।
১৯. 'তাস' হলো— রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
২০. বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নারী-পুরুষ সমানাধিকার ভোগ করে— ৬টি দেশে; যথা— বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ ও সুইডেন।
২১. বিশ্বব্যাংকের প্রতিবেদনে নারী-পুরুষের সমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান— ১৬৯ তম (১৮৭টি দেশের মধ্যে)।
২২. বিশ্বগ্রাম বা 'গ্লোবাল ভিলেজ' ধারণাটির জনক— মার্শাল ম্যাকলুহান।
২৩. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর মতে বিশ্বে জীববৈচিত্র হ্রাস পাওয়ার ক্ষেত্রে মানবসৃষ্ট কারণ হলো— ৫৭%। অর্থাৎ এই ৫৭% কারণ মানুষের সৃষ্ট।
২৪. যুক্তরাজ্যের 'চ্যারিটিজ এইড ফাউন্ডেশন এর 'সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স-২০১৮' তে উদার দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান— ৭৪ তম।
২৫. 'ম্যান বুকার পুরস্কারজয়ী বই 'দ্য গড অব স্মল থিংস' এর লেখক 'অরুরন্ধী রায়' সম্প্রতি ঢাকায় আসেন— ৩ মার্চ ২০১৯ তে। তার জন্মস্থান বরিশালে; গ্রামের নাম 'লাকুটিয়া'।
২৬. 'মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস' এর লেখক— অরুরন্ধী রায়।
২৭. আইএনএফ চুক্তি হয়েছিল— সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ও যুক্তরাষ্ট্র এর মধ্যে।
২৮. তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে— দ্বিতীয়।
২৯. ভারতের পার্লামেন্ট লোকসভায় নির্বাচনী আসন আছে— ৫৪৩ টি।
৩০. বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহারের এখতিয়ার আছে— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর।
৩১. সম্প্রতি এইডস রোগ নিরাময়ে সফলতার দাবি করেছে— ব্রিটিশ চিকিৎসকরা।
৩২. পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার) নির্মিত হয়— পালরাজা ধর্মপালের শাসনামলে। এটি নওগাঁ জেলার বাদলগাছীতে অবস্থিত।
৩৩. আমিষ হলো অ্যামাইনো এসিডের একটি জটিল যৌগ।
৩৪. রক্তে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন। এটি এক প্রকার লোহিত রক্ত কণিকা। হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল দেখায় এবং এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়।
লাইফে সদা সচেতন ও সতর্ক থাকতে 'স্কুল অব এ্যাওয়ারনেস' এর সাথে থাকুন, আর সেজন্য ভিজিট করুন School of Awareness এর ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://schoolofawareness.blogspot.com
এটি একটি গণসচেতনতা প্রকল্প।
আসুন সচেতন হই, সচেতন থাকি.../
-মেহেদী হাসান।
প্রতিষ্ঠাতা,
স্কুল অব এ্যাওয়ারনেস।