Friday, July 26, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩৬: ২০/০৭/২০১৯ হতে ২৬/০৭/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. "ভাত-মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল/ ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল"— পঙক্তির লেখক- ঈশ্বর গুপ্ত।
২. সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের ট্যাংকার জব্দ করে— হরমুজ প্রণালীর নিকটে।
৩. সম্প্রতি এন্টিস্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিজেদের স্যাটেলাইট ধ্বংস করে— ভারত।
৪. বাংলাদেশে সরকারি ব্যাংক আছে— ৮টি।
৫. ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল— অযোধ্যায়। বিজেপির অপপ্রচারে হিন্দুরা এটি ধ্বংস করে দেয়— ১৯৯২ সালে।
৬. নিপ্পন— জাপানের পূর্বনাম। জাপানে এখনও নিপ্পন TV নামে একটি টিভি চ্যানেল আছে।
৭. IAEA হলো— আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency)।
৮. সম্প্রতি চাঁদে যাত্রা করে ভারতের রোভার— চন্দ্রযান-২। এটি উৎক্ষেপন করা হয় ভারতের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে।
৯. রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস— পটুয়াখালী, বরগুনা ও কক্সবাজার জেলায়। এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের আদিবাস মিয়ানমারের রাখাইন প্রদেশে। এরা পিতৃতান্ত্রিক। এরা কৃষিনির্ভর ও বৃহৎ উৎসব— সাংগ্রাই।
১০. যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী— বরিস জনসন। তিনি কনজারভেটিভ দলের। তিনি ৩১ অক্টোবর ২০১৯ এর মধ্যে ব্রেক্সিট কার্যকরের প্রতিশ্রুতি দেন।
১১. ইউরোপের সর্ববৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান— এয়ারবাস
১২. বিআরটিএ হলো— বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ।
১৩. জীবের শ্রেণিবিন্যাস ও দ্বিপদ নামকরণের জনক— ক্যারোলাস লিনিয়াস।
১৪. সম্প্রতি আবারও ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করে— শ্রীলংকা।
১৫. অ্যালেক্সেই নাভলনি— রাশিয়ার বিরোধীদলীয় নেতা।
১৬. তাইওয়ান— চীনের অধীনে একটি স্বশাসিত অঞ্চল।
১৭. ১০ নং ডাইনিং স্ট্রিট হলো— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
১৮. আসন্ন টোকিও অলিম্পিকের পর্দা উঠবে— ২৪ জুলাই ২০২০ তে।



লাইফে সদা সচেতন ও সতর্ক থাকতে 'স্কুল অব এ্যাওয়ারনেস' এর সাথে থাকুন, আর সেজন্য ভিজিট করুন School of Awareness এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/schoolofawareness

এটি একটি গণসচেতনতা প্রকল্প।
আসুন সচেতন হই, সচেতন থাকি.../
-মেহেদী হাসান।
প্রতিষ্ঠাতা,
স্কুল অব এ্যাওয়ারনেস।

Friday, July 19, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩৫: ১৩/০৭/২০১৯ হতে ১৯/০৭/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. এস-৪০০ হলো— রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
২. LNG হলো— শীতলীকৃত প্রাকৃতিক গ্যাস।
৩. সম্প্রতি ৫০ বছর পূর্ণ হয়— চন্দ্র জয়ের।
৪. স্বয়ংক্রিয়ভাবে বিমান চলাচলের প্রযুক্তির নাম— 'অটোপাইলট'।
৫. স্বয়ংক্রিয়ভাবে বিমান অবতরণ করা যেতো ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এর মাধ্যমে। সম্প্রতি জার্মানিতে এই (ILS) ছাড়াই অটোপাইলট বিমান অবতরণে সক্ষম হন।
৬. ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে— ইউনেস্কো।
৭. সম্প্রতি বিশ্বব্যাংকের এমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয় নারী— আনশুলা কান্ট। তিনি বিশ্বব্যাংকের প্রথম নারী CFO।
৮. সম্প্রতি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার আশ্বাস দিয়েছে— দক্ষিণ কোরিয়া।
৯. বিশ্ব খাদ্য সংস্থা FAO প্রতিষ্ঠিত হয়— ১৯৪৫ সালে। এর সদস্য দেশ ১৯৪টি।
১০. সম্প্রতি চাঁদে স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে— ইউনেস্কো।
১১. এ্যাপেলো-১১ চাঁদের মাটিতে পা রাখে— ১৯৬৯ সালের ২০ জুলাই। এ্যাপেলো-১১ এর নভোচারীদের নিয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল— স্যাটার্ন-৫ রকেট।
১২. এ্যাপেলো-১১ চাঁদে নিরাপদে অবতরণ করানোর টিমে কাজ করা একমাত্র নারী সদস্য— পপি নর্থকাট।
১৩. যুক্তরাষ্ট্র সরকারের ভূতত্ত্ব জরিপ সংস্থা— USGA।
১৪. শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে— যান্ত্রিক শক্তি। শক্তির একক জুল (J)। শক্তি আছে বলেই জগৎ গতিশীল। শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা মানেই কাজ।
১৫. এবছর ৬০ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু হয়— ১১৬ টি দেশের মধ্যে। এটি অনুষ্ঠিত হয়— যুক্তরাজ্যের বাথ শহরে।
১৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতিষ্ঠিত হয়— ১৯৪৮ সালে।
১৭. সতীশ ধাওয়ান মহাকাশ ষ্টেশন— ভারতের। এটি অন্ধ্র প্রদেশে। এখান থেকে তাদের চন্দ্রাভিযানের রোভার 'চন্দ্রযান-২' উৎক্ষেপনের পরিকল্পনা করা হয়।
১৮. সম্প্রতি 'অবৈধ অভিবাসন' বিরোধী অভিযান শুরু করে— যুক্তরাষ্ট্র।
১৯. সম্প্রতি জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়— জাপানের ওসাকা শহরে।
২০. ব-দ্বীপ এর ইংরেজি 'Delta' হলো একটি— গ্রিক শব্দ।
২১. জাতিসংঘ জনসংখ্যা তহবিল— UNFPA; এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর নিউইয়র্কে। UNFPA এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে "পপুলেশন সায়েন্স" বিভাগ চালু হয়।
২২. মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস— রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। এদের সমাজ প্রধানের নাম— বোমাং রাজা। এদের প্রধান জীবিকা কৃষি ও জুমচাষ করে থাকে।
২৩. সম্প্রতি আলোচিত "ফেস অ্যাপ" তৈরি করেন— রাশিয়ার সফটওয়্যার প্রকৌশলীরা।
২৪. কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবস্থার প্রবর্তক ছিলেন— ফার্নান্দো করবাতো।
২৫. সোনাদিয়া দ্বীপ অবস্থিত— বঙ্গোপসাগরে। এটি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে।
২৬. আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) হলো— আমেরিকার মানবাধিকার সংগঠন।
২৭. 'ওয়াক ফ্রি ফাউন্ডেশন' হলো— অস্ট্রেলিয়াভিত্তিক দস্যু-বিরোধী সংগঠন।
২৮. সম্প্রতি ইবোলা ভাইরাসের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়— কঙ্গোতে।
২৯. সম্প্রতি সরকার 'রেক্স' নামক পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে— রপ্তানিতে।
৩০. ইইউ এর সঙ্গে চুক্তিবিহীন ব্রেক্সিট হলে যুক্তরাজ্যের প্রতিবছর ক্ষতি হবে— ৩ হাজার কোটি পাউন্ড।
৩১. জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত— ইয়াংহি লি।
৩২. সম্প্রতি জাপানের কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে নাশকতার ঘটনা ঘটে— ১৮ জুলাই ২০১৯ তে।
৩৩. জিএসপি হলো— রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা।



এটি একটি বই পাঠক সহায়তা প্রকল্প।

স্কিল ডেভেলপমেন্ড, উপন্যাস ও গল্পের বইসহ বিভিন্ন বিদেশি লেখকের বই কিনুন Book Desk থেকে সুলভ মূল্যে।

Note: আমরা বই পড়ার সংস্কৃতির উন্নয়ন সাধনে কাজ করবো বলে হেল্পবুক ফাউন্ডেশন এই সেবা দিচ্ছি। আমরা শর্ট টাইমে পসরা সাজিয়ে বই বিক্রি করি। তাই সুলভ মূল্যে বই পেতে চলে আসুন আমাদের বিকেলের ভ্রাম্যমাণ বুক স্টলে।

Place: পার্কের মোড়, রংপুর।
হেল্পলাইন: ০১৭৬৪-৯৫৩৯৯০

আমাদের সংগ্রহে থাকা বইগুলোর পরিচিতি দেখতে ভিজিট করুন 'বুক-ডেস্ক' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/bookdeskbd

বই কিনুন সুলভ মূল্যে | Book Desk

Friday, July 12, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩৪: ৬/০৭/২০১৯ হতে ১২/০৭/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার— মিশেল ব্যাশেলে।
২. হংকং এর প্রধান নির্বাহী— ক্যারি লাম।
৩. 'তুতেন খামেন' ছিলেন মিশরের ফারাও; তিনি 'বালক রাজা' হিসেবে পরিচিত ছিলেন কারণ তিনি ৯ বছর বয়সে ফারাও হন এবং ১৯ বছর বয়সে মারা যান।
৪. ডোনাল্ড ট্রাম্প এবছর তার স্বাধীনতা দিবস আয়োজন অনুষ্ঠানের নাম দেন— 'স্যালুট টু আমেরিকা'।
৫. সেন্ট নিকোলাস চার্চ অবস্থিত— গাজীপুরে।
৬. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ক্ষুদ্রতম রাত ২১জুন এবং সবচেয়ে ছোট দিন ও বৃহত্তম রাত ২২ ডিসেম্বর; দক্ষিণ গোলার্ধে এর বিপরীত হয়ে থাকে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সর্বত্র দিনরাত্রি সমান হয়।
৭. গারো ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী— বৃহত্তর ময়মনসিংহ জেলায়। এরা মাতৃতান্ত্রিক। সাংমা, মারাক, মোমিন, শিরাও ও আরেং হলো— গারোদের প্রধান পাঁচটি দল। 'আচিক' হলো গারোদের ভাষা। তাদের আদি ধর্ম— 'সাংসারেক'। ঐতিহ্যবাহী উৎসবের নাম— ওয়ানগালা; এতে তারা শস্য উৎসর্গ করে।
৮. সম্প্রতি ইউনেস্কো ইরাকের ব্যাবিলন নগরীকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। ব্যাবিলন ছিল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার নগর। ব্যাবিলন বিখ্যাত তার ঝুলন্ত উদ্যানের জন্য যা প্রাচীন বিশ্বের সপ্তার্চর্যের অন্তর্ভুক্ত ছিল।
৯. ফোরাত নদী— ইরাকে।
১০. জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা— আইএইএ।
১১. হৃদপিণ্ড আবৃত থাকে— পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে।
১২. এডিস মশা ছড়ায়— ডেঙ্গু, চিকনগুনিয়া ও জিকা ভাইরাস।
১৩. নেদারল্যান্ডের রানি 'ম্যাক্সিমা' বাংলাদেশ সফরে ঢাকায় আসেন— ৯ জুলাই ২০১৯।
১৪. গ্রিসের প্রধানমন্ত্রী হচ্ছেন— কিরিয়াকোস মিতসোতাকিস।
১৫. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো— লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন।
১৬. আন্তর্জাতিক পুলিশ সংস্থা— ইন্টারপোল।
১৭. ইউনিসেফের প্রধান— হেনরিয়েটা ফোরে।
১৮. বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)— ক্রিস্টোলিনা জর্জিয়া।
১৯. সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তরে প্রদর্শিত 'রোহিঙ্গাদের ওপর নির্মিত চলচ্চিত্র'— 'জন্মভূমি'।
২০. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
২১. 'ওবামা কেয়ার' ছিল— স্বাস্থ্যবিমা।
২২. প্রাকৃতিক উৎসের মৎস উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে— তৃতীয়।
২৩. বাংলাদেশ মৎস ও মৎসজাত পণ্য রপ্তানি করছে বিশ্বের— ৫০টি বেশি দেশে।



ঢাবি "খ" ইউনিট ভর্তি পরীক্ষার ২০ দিন আগে প্রকাশিত হবে আমাদের ৬টি PDF বই।

সেগুলো হলো:—
• Newspaper Digest ঢাবি "খ" সংখ্যা ২০১৯
• প্রভাতি IQ Bank
• প্রভাতি ICT Notebook
• প্রভাতি CAMAT Bank
• প্রভাতি ঢাবি "খ" Book Digests
• প্রভাতি English Grammar Notebook

Note: এসব ই-মেইলে নিতে চার্জ দিতে হবে ১০০ টাকা; মাধ্যম bKash।
এসব ছোট ছোট নোটবই। অল্প সময়েই পড়ে ফেলা সম্ভব।
তাই অধিক নম্বর পেতে সংগ্রহ করুন।

নিতে সম্মত হলে ম্যাসেজ করে জানিয়ে দিন, বই তৈরি হয়ে গেলে আমরা SMS দিয়ে জানিয়ে দেবো।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Friday, July 5, 2019

সাপ্তাহিক সংখ্যা—৩৩: ২৯/০৬/২০১৯ হতে ৫/৭/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি ভয়াবহ তাপমাত্রায় সতর্কতা জারি করা হয় ইউরোপিয় দেশ— ফ্রান্সে।
২. 'জি-২০' হলো শিল্পোন্নত ও বাণিজ্যসফল দেশগুলোর জোট।
৩. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল— ১৮৮৫ সালে।
৪. জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে— লাইসোজোম।
৫. সম্প্রতি 'ব্রুসেলোসিস' রোগের জীবাণু (ব্যাকটেরিয়া) শনাক্ত ও তার জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম।
৬. রেশম শিল্পের জন্য বিখ্যাত— রাজশাহী।
৭. বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ— ভারত।
৮. ইন্ট্রানেট হলো একটি TCP/ IP সংবলিত নেটওয়ার্ক যা কোনো প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে দেখা যায়। ব্রিজ অথবা রাউটার ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থাকে ইন্ট্রানেট বলে। প্রতিষ্ঠানের কর্মী ছাড়া ইন্ট্রানেটে অন্য কেউ প্রবেশ করতে পারেনা।
৯. দুই কোরিয়ার মধ্যবর্তী একটি অঞ্চল— পানমুনজম।
১০. সম্প্রতি বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ হয়— সুদানে।
১১. অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান নেই— শ্রীলংকায়। শ্রীলংকায় সর্বোচ্চ সাজা হিসেবে 'মৃত্যুদণ্ড' কে স্থগিত করা হয়েছিল— ১৯৭৬ সালে। এটি ৪৩ বছর পর আবার চালু হতে যাচ্ছে।
১২. সম্প্রতি আসামি প্রত্যর্পণ বিলের প্রতিবাদে বিক্ষোভ হয়— হংকংয়ে।
১৩. 'সোনারগাঁ' বাংলার রাজধানী ছিল— সুলতানি আমলে।
১৪. 'পানাম নগর' অবস্থিত দেশের— নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
১৫. বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর— মার্সি মিয়াং টেমবন।
১৬. আয়লান কুর্দির পর সম্প্রতি একইভাবে মারা যান শিশু— ভ্যালেরিয়া।
১৭. বিশ্বের সর্ববৃহৎ রেইন ফরেস্ট (চিরহরিৎ বনাঞ্চল)— আমাজন।
১৮. ইংল্যান্ডের প্রথম শিল্পবিপ্লব হয়— ১৭৫০ থেকে ১৮৫০ খ্রিষ্টাব্দের মধ্যে।
১৯. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর প্রথম নারী প্রেসিডেন্ট— উরসুলা ভন ডার লেন। তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।
২০. Wi-Fi হলো LAN ভিত্তিক ওয়ারলেস ব্যবস্থা। এটি বেতার তরঙ্গকে ব্যবহার করে। ওয়াইফাই এর জনক— ডাচ্ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।
২১. বাংলাদেশ ক্রিকেট দলের কোচ— স্টিভ রোডস।
২২. হিউম্যান রাইটস ওয়াচ হলো— নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন।



আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?

তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:

[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")

আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে ভিজিট করুন:
http://facebook.com/egls.edu

English Grammar Learning System (EGLS)

"100% Updated English Learning System for Professional English"

Contact Us: 
Phone: 01746-315639
Facebook: facebook.com/egls.edu