Friday, November 30, 2018

সাপ্তাহিক সংখ্যা—২: ২৪/১১/২০১৮ হতে ৩০/১১/২০১৮

২৪ নভেম্বর, ২০১৮ শনিবার → ৩০ নভেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. সম্প্রতি ফোবর্স সাময়িকীর "তরুণ অনুর্ধ্ব ৩০:৩০ উদ্ভাবক-২০১৯" এ স্থান পাওয়া বাংলাদেশি দুই তরুণ— এনার্জি বিভাগে উদ্ভাবক সানি সানওয়ার ও বিজ্ঞান বিভাগে বিজ্ঞানী ও জি এম মাহমুদ আরিফ পাভেল।
২. সম্প্রতি প্রাচীন পুণ্ড্রনগর বা মহাস্থান নিয়ে যে নাটক ভাসুবিহারে মঞ্চস্থ করা হয় তার নাম— মহাস্থান।
৩. আইএসপিআর হলো— ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
৪. বিএসটিআই এর পূর্ণরূপ— বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন।
৫. মধুপুর বনাঞ্চল— টাঙ্গাইলে।
৬. সম্প্রতি ধইঞ্চার জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতৃত্বে ছিলেন— মনজুরুল আলম।
৭. বাংলাদেশের স্থানীয় শাসনকাঠামোতে স্থানীয় নির্বাচন হয়— পাঁচটি।
৮. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়— ছয়টি সংসদীয় আসনে; যথা— ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে।
৯. সম্প্রতি জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ কর্তৃক বাংলাদেশ থেকে চ্যাম্পিয়নশিপ পান— মোখলেসুর রহমান।
১০. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) নারী ও পুরুষের মজুরির সমতা ঘোষণা করে— ১৯৫১ সালে এবং ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকারের ঘোষণা দেয় আর ১৯৬০ সালে পোশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ প্রদান করে।
১১. ব্রেক্সিট হয়— লিসবন চুক্তির অনুচ্ছেদ-৫০ এর মাধ্যমে।
১২. ব্রিটেন ইইউ থেকে চূড়ান্তভাবে আলাদা হচ্ছে— ২০১৯ সালের মার্চ মাসে।
১৩. অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করে তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়।
১৪. সম্প্রতি মঙ্গলে অবতরন করে নাসার মহাকাশযান— ইনসাইট।
১৫. মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে রেডিও সংকেত আসতে সময় লাগে— ৮ মিনিট ৭ সেকেন্ড।
১৬. সম্প্রতি 'সিসমোমিটার' ও 'হিট ফ্লো প্রোব' নামক যন্ত্র সংযুক্ত করা হয়— মঙ্গলে অবতরনকারী নাসার রোবট 'ইনসাইট' এ।
১৭. শ্রীলংকার রাজনৈতিক নেতা বিক্রমাসিংহের দল— ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
১৮. বড়পুকুরিয়া কয়লাখনি— দিনাজপুরে।
১৯. ভোমরা স্থলবন্দর— সাতক্ষীরায়।
২০. দেশের সর্বদক্ষিণের উপজেলা— টেকনাফ।
২১. লস্কর-ই-তাইয়েবা— পাকিস্তানের জঙ্গি সংগঠন।
২২. শ্বেতবামন একধরনের ছোট তারা। যেসব তারার ভর নিউট্রন তারা হওয়ার জন্য যথেষ্ঠ নয়, তারাই শ্বেতবামনে পরিণত হয়।
২৩. আর্জেন্টিনার রাজধানী— বুয়েন্স আয়ারস।
২৪. গার্ডিয়ান— যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম।
২৫. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি— জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
২৬. সম্প্রতি প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়— কুমিল্লার লালমাই পাহাড়ে।



শুদ্ধরূপে বাংলা লেখাসহ লেখালেখির উপস্থাপনা শিখতে যোগ দিন School of Learning এর লেখালেখি সহায়তা প্রকল্পের কর্মশালায়।

বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।
ফেসবুক: facebook.com/schooloflearning.edu

Friday, November 23, 2018

সাপ্তাহিক সংখ্যা—১: ১৭/১১/২০১৮ হতে ২৩/১১/২০১৮

১৭ নভেম্বর, ২০১৮ শনিবার → ২৩ নভেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. তুরস্কের রাজধানী— আঙ্কারা; আর ঘানার রাজধানী— আক্রা।
২. ইউনিসেফ এর স্লোগান— সেভ দ্যা চিলড্রেন।
৩. সম্প্রতি জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরী করা হয়— ভারতের আসামে।
৪. প্রতিযোগিতায় 'লেভেল প্লেয়িং ফিল্ড' মানে হলো— সবার জন্য সমান সুযোগ।
৫. দালাই লামা হলো— তিব্বতীয় ধর্মগুরুর পদবী। ১৪ তম ও বর্তমান দালাই লামা হলেন— তেনজিং গিয়াসো।
৬. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৭. সম্প্রতি ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারস (বিআইপিএম) কর্তৃক কিলোগ্রামের ওজনে আনা বৈজ্ঞানিক পরিবর্তন কার্যকর হবে ২০১৯ সালের ২০ মে থেকে। কিলোগ্রাম পদ্ধতি ১৮৮৯ সালে উদ্ভাবন করা হয়েছিল এবং ১৩০ বছর পর সম্প্রতি এটিকে আরও বৈজ্ঞানিক ও নির্ভুল করতে এই পদক্ষেপ নেওয়া হয়। এটি অনুমোদন দেওয়া হয় ১৬ নভেম্বর ২০১৮ তারিখে প্যারিসে অনুষ্ঠিত সংস্থাটির সম্মেলনে। এতে ৭টি দেশের বহু বিজ্ঞানী গবেষণার কাজ করেছেন। এটি প্রয়োগের ফলে দৈনন্দিন ওজন পরিমাপে তেমন কোনো পরিবর্তন আসবে না; এর ফল পাওয়া যাবে সুক্ষ বৈজ্ঞানিক গবেষণায়।
৮. প্রজেক্ট সিন্ডিকেট— একটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা। এই সংস্থা বিশ্বের বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণালব্ধ মতামত প্রকাশ করে থাকে। একে বলা হয় "দ্যা ওয়ার্ল্ডস ওপেনিয়ন পেজ"।
৯. ভিক্টর ওরবান— হাঙেরির প্রধানমন্ত্রী।
১০. মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের নাম— হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আর, উচ্চকক্ষের নাম— সিনেট।
১০. বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ২০ ভাগ আসে কৃষি থেকে।
১১. এমানুয়েল মাখোঁ— ফরাসি প্রেসিডেন্ট।
১২. সম্প্রতি দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
১৩. এপেক হলো— এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এশিয়া প্যাসিফিক ইকনোমিক কো-অপারেশন)।
১৪. বিশ্ব শিশু দিবস— ২০ নভেম্বর।
১৫. সম্প্রতি বাংলা একাডেমি চারজন বিশিষ্ট ব্যক্তির নামে চারটি পুরস্কার ঘোষণা করে।
১৬. যুক্তরাষ্ট্রে 'আটলান্টিক' নামক একটি কাউন্টি বা জেলা আছে।
১৭. সম্প্রতি এক এপেক চুক্তি হয় এশীয়-প্রশান্ত মহাসাগরীয়— ২৮ টি দেশের মধ্যে।
১৮. মুসলিম বিশ্বে গণতন্ত্র চর্চায় সর্বাপেক্ষা সফল দেশ— ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
১৯. সম্প্রতি ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে'র নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছে— ৪২ জন পার্লামেন্ট সদস্য।
২০. বেনাপোল স্থলবন্দর— যশোরে। এর নিকটবর্তী ভারতীয় স্থলবন্দর— পেট্রোপোল।
২১. অনলাইন শপিং সাইট 'আমাজন ডট কম' এর প্রতিষ্ঠাতা— জেফ বেজোফ।
২২. বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত— উইনি এস্ট্রাপ পিটারসেন এবং জার্মান রাষ্ট্রদূত— পিটার ফারেনহোল্টড।
২৩. সম্প্রতি ভারতের সিকিম ও লাদাখ পর্যটনকেন্দ্র বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়।
২৪. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ছিলেন— ল্যান্স নায়েক।
২৫. বৌদ্ধদের পবিত্র স্থাপনা 'লওয়া জদি'— কক্সবাজারের রামুতে অবস্থিত।
২৬. প্রাভদা হলো— রাশিয়ান সংবাদপত্র।
২৫. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।



তরুণ লেখকরা স্বল্পমূল্যে তাদের বই প্রকাশ করতে পারেন রংপুরে তরুণদের প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' থেকে। আপনার বই এর ISBN, প্রুফ রিডিং সহ সকল মান রক্ষা করে মানসম্মত সেবা দেওয়া হবে।

যোগাযোগ করুন—
প্রকাশক, টাইম পাবলিকেশন্স, রংপুর।
ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯
ফেসবুক: fb.com/timepublications

Friday, November 16, 2018

নোট— প্রকাশনা রূপান্তরের নোটিশ!

নোট


'নিউজপেপার ডাইজেস্ট' কে দৈনিক থেকে সাপ্তাহিক প্রকাশনায় রূপান্তর করা হলো। এখন থেকে প্রতি শুক্রবার এক সপ্তাহের ডাইজেস্ট প্রকাশিত হবে। তাই শুক্রবার মানেই নিউজপেপার ডাইজেস্ট এর দিন।

শুভেচ্ছান্দে—
মেহেদী হাসান
সম্পাদক, নিউজপেপার ডাইজেস্ট।

প্রথম আলো— ১৬ নভেম্বর, ২০১৮

১৬ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
২. 'ভাই গিরিশচন্দ্র সেন' মিউজিয়াম স্থাপিত হয়— নরসিংদীর পাঁচদোনায়।
৩. জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো— ব্যানবেইস। এই প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, বিশ্লেষ করে ও শিক্ষার উৎকর্ষ সাধন বিষয়ক পরামর্শ প্রদান করে।
৪. মার্কিন ট্রয় শহর— যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। আর ইতিহাসখ্যাত ট্রয় নগরী ছিল— তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশে।
৫. 'মহাত্না গান্ধী স্কয়ার' নির্মিত হচ্ছে— আত্রাইয়ে।
৬. সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বর্তমান চেয়ারম্যান— মোহাম্মদ সাদিক।
৭. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়— ১৯১৪ সালের ২৮ জুলাই।
৮. ত্রিপুরা জনগোষ্ঠীর শ্রেণী বা দলকে বলা হয়— দফা। ৩৬ টি দফার মধ্যে ১৬টি বাংলাদেশে এবং ২০টি ভারতের ত্রিপুরায় বাস করে। ত্রিপুরাদের ভাষার নাম— ককবরক ও উমোই। এদের নববর্ষ উৎসবের নাম— বৈসু।
৯. যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ছিলেন— ডোমিনিক বার; সম্প্রতি ব্রেক্সিট বিতর্কে তিনি সহ মোট পাঁচজন মন্ত্রী থেরেসা মে'র মন্ত্রীসভা থেকে পদত্যাগ করায় ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১০. দ্যা নিউইয়র্ক টাইমস হলো— মার্কিন সংবাদমাধ্যম আর দ্যা টাইমস হলো ব্রিটিশ দৈনিক/ সাময়িকী এবং ফোর্বস হলো— মার্কিন ম্যাগাজিন।
১১. ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা— মার্ক জাকারবার্গ এবং প্রধান পরিচালন কর্মকর্তা— শেরিল স্যান্ডবার্গ।



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সবুজ প্রকৃতি, সৌন্দর্য দেখতে ও ভার্চুয়ালি বেরোবি ক্যাম্পাস থেকে একবার ঘুরে আসতে ভিজিট করুন Beauty of BRUR ফেসবুক পেজ।
ফেসবুক পেজের লিংক/ URL:
facebook.com/beauty.brur

শুভেচ্ছান্দে—
মেহেদী হাসান,
এডমিন, Beauty of BRUR.



Thursday, November 15, 2018

প্রথম আলো— ১৫ নভেম্বর, ২০১৮

১৫ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. সম্প্রতি বাংলাদেশি ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয় যুক্তরাষ্ট্রের— নিউ জার্সি অঙ্গরাজ্যের পিটারসন শহরে।
২. ভাসু বিহার— বগুড়ার মহাস্থাগড়ে। সম্প্রতি এখানে প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয়।
৩. সম্প্রতি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়— ৬ নভেম্বর।
৪. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ— ব্রেক্সিট নামে পরিচিত।
৫. মাহিন্দা রাজাপাক্ষেকে বরখাস্ত করল শ্রীলংকার পার্লামেন্ট। ফলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ায় রাজনৈতিক সংকট প্রকট হয়।
৬. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম— সিনেট।
৭. অনলাইনে অর্থ পরিশোধের পদ্ধতিকে বলা হয়— ই-পেমেন্ট।
৮. টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা— জ্যাক ডার্সি।



লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।



Wednesday, November 14, 2018

প্রথম আলো— ১৪ নভেম্বর, ২০১৮

১৪ নভেম্বর, ২০১৮ | বুধবার


তথ্যসমূহ:—
১. কমলাসাগর সীমান্ত হাট— ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে।
২. ডায়াবেটিস রোগ হয়— ইনসুলিন এর অভাবে।
৩. ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেছেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর একদল গবেষক। এ গবেষক দলের নেতৃত্বে ছিলেন— পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার।
৪. শেখ হাসিনা কে নিয়ে নির্মিত ৭০ মিটিটের তথ্যচিত্র— হাসিনা: আ ডটারস টেল।
৫. বর্তমানে দেশের বৃহত্তম সোলার পার্ক— টেকনাফে।
৬. পৃথিবী নামক ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিণ দিকে। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি— দুই মেরুতে। টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয়— স্থায়ী চুম্বক। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে— চুম্বকক্ষেত্র হিসেবে। কোবাল্ট একটি— চৌম্বক পদার্থ।
৭. অ্যালেক্সি লাভালনি— রাশিয়ার বিরোধীদলীয় নেতা।
৮. শ্রীলংকার প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সিদ্ধান্তকে স্থগিতে করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
৯. কানাডার প্রধানমন্ত্রী— জাস্টিন ট্রুডো।



লাইফের বিভিন্ন বিষয় জানতে, শিখতে ও উপদেশ-পরামর্শ পেতে ভিজিট করুন Life Magazine ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifemagazine-on.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

জানুন ও শিখুন জীবনের অনেক কিছু.../
মেহেদী হাসান,
সম্পাদক, লাইফ ম্যাগাজিন।

Tuesday, November 13, 2018

প্রথম আলো— ১৩ নভেম্বর, ২০১৮

১৩ নভেম্বর, ২০১৮ | মঙ্গলবার


তথ্যসমূহ:—
১. মুশফিকুর রহিম ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন— জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে ১২ নভেম্বর ২০১৮ তে। এটি ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড এবং সেইসঙ্গে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম দুটি ডাবল সেঞ্চুরি করেন।
২. নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আটটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে— বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
৩. উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক সহিংসতাবিষয়ক তথ্য সংগ্রহ করে— আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি); এটি যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাধীন সংগঠন।
৪. দেশের সর্ব দক্ষিণের উপজেলা 'টেকনাফ'। উপজেলা ঘেঁষে বহমান নদী- নাফ; এটি মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করা নদী। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র— টেকনাফে।
৫. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এর নাম— গাজা।
৬. এদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়— ১৯৩৫ সালের ভারত শাসন আইন দ্বারা।
৭. শ্রীলংকার অভিজাত সম্প্রদায় সমর্থন করে মাহিন্দা রাজাপােক্ষকে আর সাধারণ জনসাধারণ সমর্থন করে রনিল বিক্রমাসিংহেকে।
৮. ফিশন বিক্রিয়া ব্যবহার করা হয়— পারমাণবিক বোমায় ও পারমাণবিক চুল্লিতে; এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
৯. শ্রীলংকার প্রেসিডেন্ট— মাইথ্রিপালা সিরিসেনা।
১০. পাকিস্তানের ৬৯% মানুষ ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ।
১১. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী— মাইক পম্পেও।
১২. সম্প্রতি পুলিশ বিভাগে উড়ন্ত মোটরবাইক চালুর উদ্যোগ নেয়— দুবাই পুলিশ।
১৩. দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল— একটি মার্কিন সংবাদমাধ্যম।



হেল্পবুক ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রকার সহায়তা পেতে নিয়মিত ভিজিট কিরুন Helpbook Foundation ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
helpbookfoundation.blogspot.com

আথবা, নিয়মিত আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

তারুণ্যের কল্যাণে মহৎ পদক্ষেপ.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, হেল্পবুক ফাউন্ডেশন।

Monday, November 12, 2018

প্রথম আলো— ১২ নভেম্বর, ২০১৮

১২ নভেম্বর, ২০১৮ | সোমবার


তথ্যসমূহ:—
১. 'স্বোপার্জিত স্বাধীনতা' ভাস্কর্যটি— ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত; এর ভাস্কর শামীম শিকদার।
২. বাবুরপুকুর বধ্যভূমি— বগুড়ায়।
৩. সম্প্রতি 'ভিতরের অংশ হলুদ রঙ' এর তরমুজের চাষ শুরু হয়— রাজশাহীর গোদাবাড়িতে।
৪. ওয়েলথ এক্স— যুক্তরাষ্ট্রের একটি অর্থনৈতিক ও সম্পদ গবেষণা সংস্থা।
৫. 'মি টু' ছিল— একটি যৌন হয়রানিবিরোধী সামাজিক আন্দোলন।
৬. শনিগ্রহ পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়। এর উপগ্রহ— ২২টি এবং এর ৩টি বলয় খুব উজ্জ্বল।
৭. ফ্লোরিডা— যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
৮. প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে— ১৯১৮ সালে।
৯. বাংলাদেশ ক্রিকেট ১০০ তম সেঞ্চুরি করে— জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে; ১১ নভেম্বর ২০১৮ তে এই শততম সেঞ্চুরি করেন মুমিনুল হক। বাংলাদেশ এই শততম সেঞ্চুরি পায় ৫৪৪ তম আন্তর্জাতিক ম্যাচে। ইতিহাস— বাংলাদেশ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন মেহরাব হোসেন ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এবং প্রথম বাংলাদেশি হিসেবে (টেস্টে) ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালে।



বিভিন্ন অধ্যয়নমূলক তথ্য জানতে ও অধ্যয়ন করতে ভিজিট করুন এডুকেশন পেপার ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
educationpaperbd.blogspot.com

নিয়মিত আপডেট পেতে লাইক দিন ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/educationpapers

মধুর হোক অধ্যয়ন, জ্ঞান হোক মুক্ত.../
মেহেদী হাসান,
এডমিন ও সম্পাদক, এডুকেশন পেপার।



Sunday, November 11, 2018

প্রথম আলো— ১১ নভেম্বর, ২০১৮

১১ নভেম্বর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. সিরাজুল ইসলাম চৌধুরী একজন— ইমেরিটাস অধ্যাপক।
২. গণতন্ত্রের মানসপুত্র বলা হয়— হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে।
৩. সম্প্রতি দাবানলে ৯ জনের মৃত্যু হয়— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।
৪. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী— থেরেসা মে।
৫. শ্রীলংকায় আসন্ন নির্বাচন হতে যাচ্ছে— ৫ জানুয়ারি ২০১৯ তে।
৬. তুরস্কের একটি সরকারপন্থী পত্রিকা— সাবাহ।
৭. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট— এমানুয়েল মাখোঁ।
৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি এখন স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে চলেছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে। ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফ দপ্তর স্থাপিত হয়। ইউনিসেফ ১৯৭৭ সাল থেকে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।
৯. বাংলার বিলুপ্ত ঐতিহ্য ঢাকাই মসলিন শিল্প ফিরে আনার প্রকল্প বাস্তবায়নে কাজ করবে— বাংলাদেশ তাত বোর্ড। এটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত।
১০. 'হিলড' বইটির লেখক— মনীষা কৈরলা।



'ফুড হোম ডেলিভারি' প্রজেক্টে ব্যাচেলর চাকরিজীবী ও আগ্রহী গ্রাহকদের জন্য অফিস ও বাসায় রান্না করা খাদ্য সরবরাহ করছে 'রংপুর ইভেন্ট' নামক রংপুরের একটি প্রতিষ্ঠান।

রংপুর শহরের ধাপ-মেডিকেল, চেকপোস্ট, ডিসি'র মোড়, রাধাবল্লভ, পুলিশ লাইন্স, সিটি বাজার, পায়রা চত্তর ও জাহাজ কোম্পানি মোড় এলাকায় এই সেবা চালু হয়েছে।

এই সেবা পেতে ডিল করতে হবে— মোবাইল: ০১৭৯৪-৮৮৯৫৭২ কিংবা, হেল্পলাইন: ০১৯৩২-৭৯২২৫৭ তে কল করে।

সুলভ হোক খাদ্য গ্রহণ.../
শুভকামনায়—
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।



Saturday, November 10, 2018

প্রথম আলো— ১০ নভেম্বর, ২০১৮

১০ নভেম্বর, ২০১৮ | শনিবার


তথ্যসমূহ:—
১. ২০ বছর পূর্তিতে প্রথম আলোর স্লোগান— ভালোর সাথে আলোর পথে।
২. শহীদ নূর হোসেন দিবস— ১০ নভেম্বর। ১৯৮৭ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনে শরীরে "স্বৈরাচার নিপাত যাক" ও "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লেখা নূর হোসেন গুলিস্থানের জিরো পয়েন্টে শহীদ হন।
৩. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
৪. মনস্তত্ত্ব বিষয়ক অভিব্যক্তি— 'ইন্টেলিজেন্স কোসেন্ট' (Intelligence Quotient)।
৫. ল্যানসেট হলো— একটি চিকিৎসা বিষয়ক সাময়িকী।
৬. সম্প্রতি অ্যাসোসিও পুরস্কার লাভ করে
বাংলাদেশের প্রতিষ্ঠান— বিজিএমইএ।
৭. বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে— ২০০০ সালে।
৮. সম্প্রতি মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদনের সফলতা দাবি করেছে— যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।



রংপুর শহরে বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা পেতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।

আমাদের ইভেন্টগুলোর আইটেম ও ম্যানেজমেন্ট প্রজেক্টগুলোর পরিচিতি দেখতে ভিজিট করুন→
eventmanagement10.blogspot.com

ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
সমন্বয়ক, ইভেন্ট ম্যানেজমেন্ট টেন।



Friday, November 9, 2018

প্রথম আলো— ৯ নভেম্বর, ২০১৮

৯ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. বড়পুকুরিয়া কয়লা খনি— দিনাজপুরে।
২. বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক— আনিসুজ্জামান।
৩. ট্রায়াম্ফ এ্যান্ড ট্রাজেডি— বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই।
৪. মুক্তিযুদ্ধে অবদান রাখায় ২০১৬ সালে বীরঙ্গনা খেতাব দেওয়া হয় যে তিন নারীকে— শ্রীমতী সোনাবালা, মায়া রাণী এবং জামেলা খাতুন কে।
৫. কনস্টিটিউশনাল কনভেনশন হলো— সংসদ ভেঙ্গে দিয়ে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করা।
৬. জেফ সেশনস ছিলেন— যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল।
৭. এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ— বর্নিও।



ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্যসেবা (যানবাহক, হোটেল বুকিং, এয়ার টিকেট, ট্যুর গাইড, ট্যুরিস্ট স্পট পরিচিতি, পুলিশ ও প্রশাসনিক হেল্পলিংক) পেতে ভিজিট করুন Travel Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
travelhelpbook.blogspot.com

এবং বিভিন্ন স্থানে ভ্রমণ সচেতনতা বিষয়ক তথ্যাদি জানতে ভিজিট করুন→
travelawareness.blogspot.com

সকল আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। কোনো সেবার প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিংক→
facebook.com/travelhelpbook

ভ্রমণ হোক সুন্দর ও সুখময়.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, ট্রাভেল হেল্পবুক।

Thursday, November 8, 2018

প্রথম আলো— ৮ নভেম্বর, ২০১৮

৮ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. সুজন (সুশাসনের জন্য নাগরিক) হলো— একটি সামাজিক সংগঠন।
২. খাসিয়ারা বাস করে— সিলেটে। এদের ভাষার নাম— মনখেমে। খাসিয়া সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক। তাদের প্রধান দেবতার নাম— উব্লাই নাংখউ।
৩. সুপারবাগস হলো— এক ধরণের ওষুধ প্রতিরোধী ব্যাক্টেরিয়া।
৪. আধুনিক জ্যোতিঃপদার্থ বিজ্ঞানের জনক বাঙালি বিজ্ঞানী— মেঘনাদ সাহা।



শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য জানতে ভিজিট করুন Education Magazine ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://educationmagazine10.blogspot.com

এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

শিক্ষা তথ্য জানুন, বিজ্ঞ হোন.../
মেহেদী হাসান
সম্পাদক, এডুকেশন ম্যাগাজিন।

Wednesday, November 7, 2018

প্রথম আলো— ৭ নভেম্বর, ২০১৮

৭ নভেম্বর, ২০১৮ | বুধবার


তথ্যসমূহ:—
১. যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশী দলটি যাত্রা শুরু করে— হন্ডুরাসের সান পেদ্রো থেকে ১২ অক্টোবর।
২. জাতিসংঘ এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল— ২০১৫ সালে।
৩. সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়— তুরস্কে সৌদি দূতাবাসে।
৪. জামাল খাসোগি ছিলেন— 'ওয়াশিংটন পোস্ট' এর কলামিস্ট।
৫. মুক্ত সাংবাদিকতার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান— ১৪৬ তম (১৮০টি দেশের মধ্যে)।
৬. সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল— সোনারগাঁ।
৭. পানাম নগর— নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত।
৮. আধুনিক কম্পিউটারের জনক— জন ভন নিউম্যান।
৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
১০. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক— টিম বার্নাস লি।
১১. রোগনির্ণয় ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঁচটি শহরে আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে— যুক্তরাজ্য।



রংপুর শহরে এয়ার টিকেট সেবা পেতে ভিজিট করুন→
airtickethelpbook.blogspot.com

এয়ার টিকেট অনুসন্ধান খুব সহজে.../
তথ্যসেবা, এয়ার টিকেট হেল্পবুক।

Tuesday, November 6, 2018

প্রথম আলো— ৬ নভেম্বর, ২০১৮

৬ নভেম্বর, ২০১৮ | মঙ্গলবার


তথ্যসমূহ:—
১. সহজে ব্যবসা করার সূচক-২০১৯ তে বাংলাদেশের অবস্থান— ১৭৬ তম।
২. ভূপেন হাজারিকা ছিলেন— একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী; তার বিখ্যত গান- মানুষ মানুষের জন্য...।
৩. জিও ষ্টেশনারি স্যাটেলাইট— মহাকাশে স্থাপিত স্থির স্যাটেলাইট। এটি ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে স্থাপন করা হয়।
৪. মেক্সিকোর রাজধানী— মেক্সিকো সিটি।
৫. কিউবার বর্তমান প্রেসিডেন্ট— মিগেল দিয়াস কানেল।
৬. শ্রীলংকার স্পিকার— কারু জয়সুরিয়া।
৭. সম্প্রতি ফাইভ জি মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করে— যুক্তরাজ্যের 'ভোডাফোন' কোম্পানি।
৮. সাগরের নিচে বিশ্বের প্রথম আবাসিক হোটেল চালু করে— মালদ্বীপ।



রংপুর শহরে হোটেল বুকিং সেবা পেতে ভিজিট করুন→ hotelbookinghelpbook.blogspot.com

হোটেলের তথ্য আরো সহজে.../
তথ্যসেবা, হোটেল বুকিং হেল্পবুক।

Monday, November 5, 2018

প্রথম আলো— ৫ নভেম্বর, ২০১৮

৫ নভেম্বর, ২০১৮ | সোমবার


তথ্যসমূহ:—
১. জাতীয় জরুরি সেবা হেল্পলাইন— ৯৯৯; এর মাধ্যমে পুলিশ, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সেবা পাওয়া যায়।
২. শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য কোনো কয়েদির মুক্তিকে 'প্যারোলে মুক্তি' বলে। কোনো মানবিক কারণে নির্দিষ্ট সময়ের জন্য এই মুক্তি দেওয়া হয় এবং এতে সাজাপ্রাপ্ত সেই অপরাধী জেল থেকে ছাড়া পায় কিন্তু তার সাথে প্রশাসনের রক্ষীবাহিনী থাকে।
৩. ভিভিয়ান বালাকৃষ্ণান হলেন— সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
৪. বর্তমানে দেশে দারিদ্র্যের হার— ২৪.৩ শতাংশ।
৫. ঋত্বিক ঘটক ছিলেন— একজন ভারতীয় চলচ্চিত্রকার।
৬. নিউ ক্যালোডোনিয়া অঙ্গরাজ্য— ফ্রান্সের অধীনে।
৭. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
৮. তামিল টাইগার— শ্রীলংকার জঙ্গিগোষ্ঠী।
৯. বাংলাদেশে উৎপাদিত দ্রব্যসামগ্রীর মাণ নিয়ন্ত্রণে জাতীয় মাণ সংস্থা— বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
১০. হাবল টেলিস্কোপ— নাসার।
১১. প্রথম আলো চর— কুড়িগ্রামের সদর উপজেলায় অবস্থিত।



আপনার পছন্দসই পেইন্টিং, প্রচ্ছদ ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও ও ভিডিও এডিটিং ইত্যাদি ক্রিয়েটিভ কাজ করে নিতে পারেন আমাদের 'ক্রিয়েটিভ স্টুডিও' থেকে।
ওয়েবে আমাদের প্রজেক্ট দেখুন। ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://creativestudiobd.blogspot.com ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯

এটি একটি ক্রিয়েটিভ ওয়ার্কস প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Creative Studio।



Sunday, November 4, 2018

প্রথম আলো— ৪ নভেম্বর, ২০১৮

৪ নভেম্বর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. টিআইএন হলো— ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা করদাতার পরিচিতি নম্বর।
২. এনবিআর হলো— ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড।
৩. দেশে প্রতি বছর তরুণ করদাতা কর দেয়— গড়ে দেড় লাখ।
৪. এ বছর হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন— রিজিয়া রহমান ও ফাতিমা রুমি।
৫. বিশ্ব খাদ্য সংস্থা— ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন (এফএও); এটি জাতিসংঘের একটি বিশেষয়িত সংস্থা। এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে।
৬. চীনের বর্তমান— প্রধানমন্ত্রী লি কোচিয়াং।
৭. সম্প্রতি সীমান্তে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেছে— ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।



'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের মতো ও মন ভালো করার মতো বিচিত্র সব মনোমুগ্ধকর জিনিস সম্পর্কে জানতে ও সেসব ভার্চুয়ালি দেখতে ভিজিট করুন Art of Life ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://artoflifeap.blogspot.com

ফেসবুকে আইটেমগুলোর আপডেট পেতে লাইক দিন 'আর্ট অব লাইফ' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/artoflifeap

মুগ্ধতায় ভরা এক নান্দনিক প্রোগ্রাম.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, আর্ট অব লাইফ।

Saturday, November 3, 2018

প্রথম আলো— ৩ নভেম্বর, ২০১৮

৩ নভেম্বর, ২০১৮ | শনিবার


তথ্যসমূহ:—
১. বিশ্বে ফলগাছের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা— বাংলাদেশের ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
২. জেলহত্যা দিবস- ৩ নভেম্বর; ১৯৭৫ সালের এই দিনে হত্যা করা হয় বাংলাদেশের চার জাতীয় নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান কে।
৩. নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেটসেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার ভাড়া নেওয়া হলো— ক্লাউড কম্পিউটিং। ২০১৬ সালে এই সেবা বাণিজ্যিকভাবে চালু করে— আমাজন।
৪. 'প্রিস্টিন প্যারাডাইস' বা আদি-অবিকৃত স্বর্গ বলা হয়— দ্বীপরাষ্ট্র পালাউকে।



দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com

অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook

শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।

Friday, November 2, 2018

প্রথম আলো— ২ নভেম্বর, ২০১৮

২ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করার এখতিয়ার আছে— জনপ্রশাসন মন্তণালয়ের।
২. সম্প্রতি ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের নাম— লায়ন এয়ারের 'জেটি-৬১০'।
৩. সম্প্রতি পার্লামেন্টে স্থগিতাদেশ প্রত্যাহার করে শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা।
৪. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন— রাষ্ট্রপতি।
৫. আইএসপিপি হলো— বাংলাদেশ সরকারের একট জনমুখী প্রকল্প।
৬. সহজে ব্যবসা করার সূচকের নাম— ডুয়িং বিজনেজ।
৭. সম্প্রতি ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচন করা হয়— মেক্সিকোতে।



বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বুক ডাইজেস্টস খুবই গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন বইয়ের ডাইজেস্ট পেতে ভিজিট করুন Book Digests এর ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://bookdigests.blogspot.com

ফেসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিন 'বুক ডাইজেস্টস' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/bookdigests

বই রিভিশন হোক সহজ, প্রস্তুতি হোক দ্রুত.../
মেহেদী হাসান,
সম্পাদক, বুক ডাইজেস্টস।



Thursday, November 1, 2018

প্রথম আলো— ১ নভেম্বর, ২০১৮

১ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র— পাবনায়।
২. জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ সেবা সহজ করতে চালু করেছে— 'ভ্যাট ইস্ট' অ্যাপ।
৩. পৃথিবীতে মানুষের ব্যবহারের উপযোগী পানি আছে মাত্র শতকরা ১ ভাগ।
৪. রাফায়েল হলো— ভারতের যুদ্ধবিমান এর নাম।
৫. ভারতের সবচেয়ে উঁচু ভাস্কর্য— সরদার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্য।
৬. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন— নিল আর্মস্ট্রং।
৭. 'ডি-৮' হলো— উন্নয়নশীল ৮টি দেশের সংগঠন।
৮. সম্প্রতি জ্বালানী তেল স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়— মংলা সমুদ্রবন্দরে।
৯. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
১০. সমুদ্রের তলদেশের শব্দ গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসছে— গুগল।



লাইফে স্মার্ট হতে ও দক্ষতা অর্জনের অসাধারণ সব কৌশল শিখতে চলে আসুন School of Learning এ। আমাদের বিচিত্রসব শিক্ষণীয় প্রকল্প আছে। ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজের লিংক→

লেটস্ বি এক্সিলেন্ট...!
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক, স্কুল অব লার্নিং।