Friday, December 28, 2018

সাপ্তাহিক সংখ্যা—৬: ২২/১২/২০১৮ হতে ২৮/১২/২০১৮

২২ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২৮ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. ফলের খোসায় প্রচুর পরিমাণে ক্যারোটিন ও ফ্ল্যাভনয়েড থাকে।
২. ওয়েবসাইট মিডিয়ার র‍্যাংকিং করে থাকে— গুগল অ্যানালিটিকস, অ্যালেক্সা প্রভৃতি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান।
৩. ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) হলো— ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) হলো— ব্যাংককভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
৪. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক জাতীয় সংস্থা— বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
৫. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার— অগাস্টা অ্যাডা লাভলেস (অ্যাডা বায়রন); তিনি ছিলেন ব্রিটিশ কবি 'লর্ড বায়রন' এর কন্যা।
৬. বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ; একে গ্রহরাজ বলা হয়। এই গ্রহ পৃথিবীর চেয়ে প্রায় ১৩০০ গুণ বড়। ২৪ ঘণ্টায় এখানে দুবার সূর্য উঠে ও দুবার অস্ত যায়।
৭. নিউইয়র্ক পুলিশ বিভাগে সর্বোচ্চ পদে প্রথম বাংলাদেশি— খন্দকার আবদুল্লাহ। আর নিউইয়র্ক পুলিশের প্রথম ও একমাত্র বাংলাদেশি নারী সার্জেন্ট— ফজিলাতুন নিসা।
৮. ঢাকায় নিযুক্ত ইইউ (ইউরোপিয়ান ইউনিয়ন) এর রাষ্ট্রদূত— রেনসে টেরিঙ্ক।
৯. বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহারের এখতিয়ার আছে— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর।
১০. কম্পিউটার ভাইরাস এর পূর্ণরূপ— ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিইজ। গবেষক 'ফ্রেডরিক কোহেন' এই নামকরণ করেন।
১১. ইউকিলিকসের প্রতিষ্ঠাতা ছিলেন— জুলিয়ান অ্যাসাঞ্জ।
১২. সোমালিয়ার রাজধানী— মোগাদিসু।
১৩. পায়রা সমুদ্রবন্দর— পটুয়াখালীতে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দরকেন্দ্রিক প্রকল্প পায়রা সমুদ্রবন্দর।
১৪. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-২০১৮ অনুযায়ী বাংলাদেশ— চারটি ক্ষেত্রে বিশ্বে প্রথম।
১৫. বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়— ১৮৫৪ সালে সিলেটে।
১৬. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা— ১৬৪টি।
১৭. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি নির্ধারণ করা হয়েছে— ১০ এমবিপিএস।
১৮. জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস এর পরিবর্তিত নাম— ডিজিটাল বাংলাদেশ দিবস।
১৯. সম্প্রতি ফ্রান্সে 'ইয়েলো ভেস্ট আন্দোলন' হয়— জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে।
২০. বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র— নেদারল্যান্ডসের আলসমিরে।
২১. বাংলাদেশের ব্যাংকমালিকদের সংগঠনের নাম— বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)।
২২. ২০১৮তে শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী— নাদিয়া মুরাদ।
২৩. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম— ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২৪. বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষদেশ— ভারত।
২৫. সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ড্রিমলাইনার— বোয়িং ৭৮৭-৮।
২৬. সম্প্রতি 'আনাক ক্রাকাতুয়া' নামক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ব্যাপক সুনামি হয়— ইন্দোনেশিয়ায়।
২৭. 'সান্তা ক্লোজ' সংস্কৃতি পালন করা হয়— খ্রিষ্টানদের রডদিন উৎসবে।
২৮. জাপানের বিদায়ী সম্রাট— সম্রাট আকিহিতো। তার শাসনামলকে 'হেসে' যুগ বলা হতো যার অর্থ 'শান্তি প্রতিষ্ঠার যুগ'। জাপানের সিংহাসনের নাম 'ক্রিসেনন্থিমাম সিংহাসন'।
২৯. নওয়াজ শরীফ ক্ষমতাচ্যূত হয়েছিলেন— কারগিল যুদ্ধের কারণে।
৩০. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মালিকানা— ভারতের। সম্প্রতি ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করে।
৩১. কুম্ভমেলা উৎসব হয়— ভারতে (এলাহাবাদ প্রদেশে)। ১২ বছর পরপর আয়োজিত এই সাধু-সন্ন্যাসীদের উৎসবকে জাতিসংঘ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে।
৩২. 'বঙ্গবন্ধু শিল্পনগর' স্থাপিত হচ্ছে— চট্টগ্রামের মিরসরাই, ফেনী ও সীতাকুণ্ডের ৩০ হাজার একর এলাকাজুড়ে। এটি দেশের সর্ববৃহৎ শিল্পনগর।
৩৩. ইউএনএফপিএ হলো— জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউনাইটেড ন্যাশন ফান্ড ফর পপুলেশন এ্যাক্টিভিটিস); এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
৩৪. বাংলাদেশের 'বিলিয়ন ডলার শিল্প' বলা হয়— তৈরি পোশাকশিল্পকে।
৩৫. 'জুন-২০১৮' তে থাইল্যান্ডে কোচসহ খুদে ফুটবলটিম আটকে পড়া গুহাটির নাম— থাম লুয়াং নাং নন, বা সংক্ষেপে থাম লুয়াং।
৩৬. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি— সাকিব আল হাসান।
৩৭. কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল— ১৯৫৮ সালে।



কুড়িয়ে পাওয়া কাগজপত্র সেটার মালিককে ফিরিয়ে দিতে ও হারানো কাগজপত্র খুঁজতে মেসেজ করুন Dropbox Bangladesh এর মেসেজ ইনবক্সে। কুড়িয়ে পাওয়া কাগজপত্র ডাকবক্সে ফেললেও তা ডাক বিভাগ সেটার মালিকের কাছে পৌঁছে দেয়, তবে তাতে অনেকটা সময় লেগে যায়। তাই দ্রুত এই স্বেচ্ছাসেবা দিতে ও নিতে ড্রপবক্স বাংলাদেশ এর সাথে যোগাযোগ করুন। আমরা এ সম্পর্কিত বুলেটিন প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:

আসুন এটা শেয়ার করি | Dropbox Bangladesh

Friday, December 21, 2018

সাপ্তাহিক সংখ্যা—৫: ১৫/১২/২০১৮ হতে ২১/১২/২০১৮

১৫ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২১ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. ১৯৭১ সালে বাংলাদেশে পাকবাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবি করেছিলেন পাকিস্তানি রাজনীতিক— গোলাম জিলানি।
২. নয়াবাদ মসজিদ— দিনাজপুরের কাহারোলে অবস্থিত।
৩. শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র— 'হাসিনা এ ডটারস টেল'।
৪. ফিনল্যান্ডের রাজধানী— হেলসিংকি।
৫. একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ইন্দিরা গান্ধীর পরামর্শদাতা তথা অনুঘটক ছিলেন তার মুখ্যসচিব— পি এন হাকসার।
৬. 'আনট্রানকুইল রিফ্লেকশন: দ্য ইয়ার অব ফুলফিলমেন্ট' বইটির লেখক— অধ্যাপক রেহমান সোবহান।
৭. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয়— ভূপৃষ্ঠ হতে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে।
৮. স্যাটেলাইটের কক্ষপথকে বলা হয়— অরবিট।
৯. 'রাফায়েল' একপ্রকার অত্যাধুনিক যুদ্ধবিমান।
১০. আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি— বাইনারি পদ্ধতি। এই পদ্ধতির উদ্ভাবক ছিলেন— জার্মান গণিতবিদ লাইবলিৎস।
১১. সর্বাধিক সংখ্যক গভীর সমুদ্রখাত আছে— প্রশান্ত মহাসাগরে।
১২. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত— ম্যারিয়ানা খাত (১০ হাজার ৮৭০ মিটার গভীর)। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
১৩. 'পোর্টোরিকো' সমুদ্রখাত— আটলান্টিক মহাসাগরে।
১৪. জলবায়ু সম্মেলন "কপ-২৪" এর প্রেসিডেন্ট ছিলেন— মিখাল কুরতিকা। এই সম্মেলন পোল্যান্ডের কাতোভিচ শহরে অনুষ্ঠিত হয়।
১৫. শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে পুনঃপ্রতিষ্ঠিত হন রনিল বিক্রমাসিংহে। তিনি শপথ নেওয়ায় শ্রীলংকার রাজনৈতিক সংকটের অবসান হয়।
১৬. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) এর জনক— টিম বানার্স লি। তিনি ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।
১৭. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ 'হিউমাস' নামে পরিচিত। ইহা দেখতে অনেকটা কালচে রঙের হয়।
১৮. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর নারী-পুরুষ সমতার বার্ষিক প্রতিবেদন-২০১৮ তে বাংলাদেশের অবস্থান ১৪৯টি দেশের মধ্যে ৪৮ তম।
১৯. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
২০. বরেন্দ্রভূমি বলা হয়— রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের কিছু অংশকে।
২১. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়— BCD কোড।
২২. চীনের বর্তমান প্রেসিডেন্ট— সি চিন পিং।
২৩. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২৪. সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া অ্যাপসভিত্তিক রেডিও স্টেশন— 'ইমাজিন রেডিও'।
২৫. 'জাতিসংঘ মানবাধিকার পুরস্কার-২০১৮' এ ভূষিত হয়েছেন— পাকিস্তানের প্রয়াত আইনজীবী ও মানবাধিকারকর্মী— আসমা জাহাঙ্গীর।
২৬. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা— দ্য কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
২৭. নিক্কি এশিয়ান রিভিউ— একটি জাপানি পত্রিকা।
২৮. কোনো শাসনতান্ত্রিক বিষয়ে প্রজ্ঞাপন জারি করে থাকে— জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৯. বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন— হাবীবুল্লাহ সিরাজী। তিনি একজন কবি। বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদকসহ বহু সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।
৩০. ইউরোকন্ট্রোল হলো— ইউরোপিয় উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
৩১. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে। এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
৩২. 'মাইক্রোসফট এজ' এবং 'সাফারি' হলো— ইন্টারনেট ব্রাউজার।
৩৩. বাংলাদেশ এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে— ২০১৬ সালে (১৬টি)।



ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি নিতে DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP) বা "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" এর সাথে থাকুন।

আমাদের এই সেবা সম্পর্কিত আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" তে। এর লিংক→

আর, আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস করতে ভিজিট করুন DUKUAPP Classroom ফেসবুক পেজ। এর লিংক→

অথবা ইউজ করতে পারেন আমাদের ---ঢাবি "খ" প্রস্তুতি--- অ্যাপ। এটি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখুন; অ্যাপ তৈরি হলে আমরা জানাবো।

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP

Friday, December 14, 2018

সাপ্তাহিক সংখ্যা—৪: ০৮/১২/২০১৮ হতে ১৪/১২/২০১৮

০৮ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ১৪ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষ নেওয়া মার্কিন কূটনীতিক ছিলেন— আর্চার কে ব্লাড। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর স্মৃতিচারণামূলক গ্রন্থ— দ্যা ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার সরকার/ প্রশাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন— রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন— হেনরি কিসিঞ্জার।
৩. বাংলাদেশের বর্তমার প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি।
৪. বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৭ সালে; তখন এর নাম ছিল- ইপসিক।
৫. বিশ্বের প্রথম নারী মহাকাশচারী— ভ্যালেন্টিনা তেরেসকোভা; তিনি একজন রাশিয়ান।
৬. শনিগ্রহ আয়তনে পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়। শনিকে ৩টি উজ্জল বলয় বেষ্টন করে আছে। শনির উপগ্রহ ২২টি। এর ভূত্বক বরফে ঢাকা।
৭. ল্যুভর মিউজিয়াম— ফ্রান্সে।
৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রচিত দুটি গান "একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বর...." এবং "মাগো ভাবনা কেনো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে...." এর গীতিকার/ রচয়িতা ছিলেন— গৌরীপ্রসন্ন মজুমদার। আর "মাগো ভাবনা কেনো...." এর সুরকার ছিলেন- হেমন্ত মুখোপাধ্যায়।
৯. রোকেয়া দিবস— ৯ ডিসেম্বর (বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস)।
১০. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়— ফ্রান্সে।
১১. ব্রিজ অথবা রাউটার ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থাকে 'ইন্ট্রানেট' বলে। এটি কোনো প্রতিষ্ঠানের সীমিত ব্যক্তিগণ ব্যবহারের সুযোগ পায়। 'ইন্টারনেট' উন্মুক্ত আর 'ইন্ট্রানেট' সংরক্ষিত।
১৩. সম্প্রতি চাঁদে পাঠানো চীনের রোবটযান— 'চাং-ই ৪'।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করা জাপানি রাজনীতিবিদ— তাকাশি হাওয়াকার। তার প্রচেষ্টাতেই ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
১৫. মিশরে সংবাদপত্রশিল্পকে জাতীয়করণ করেন— গামাল আবদেল নাসের ১৯৫০ সালে।
১৬. ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ছাপিয়েছিল যুগোস্লাভিয়ার দৈনিক— পলিটি।
১৭. বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। এটি বিশ্বের বড় অর্থনৈতিক জোট। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এই সংস্থার উৎপত্তি হয় GATT নামক সংস্থা থেকে। ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariff and Trade) চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ১৯৪৮ সালে গ্যাট প্রতিষ্ঠিত হয়। গ্যাট মূলত শুল্ক ও বাণিজ্যবিষয়ক সাধারণ চুক্তি। ১৯৮৬ সালে উরুগুয়েতে গ্যাট এর অষ্টম রাউন্ডে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলার আলোচনা শুরু হয় যা উরুগুয়ে রাউন্ড নামে পরিচিত। ১৫ এপ্রিল ১৯৯৪ সালে মরক্কোর কারাকাসে ফাইনাল এ্যাক্ট স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালের ১জানুয়ারি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কার্যক্রম শুরু করে।
১৮. 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়— ১৯৭১ সালের ১আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
১৯. কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন— পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এর আহবানে তার সেতার শেখার ছাত্র জর্জ হ্যারিসন সাড়া দেন ও দুজনে উদ্যোগ নিয়ে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন।
২০. যুক্তরাজ্য 'ব্রেক্সিট' বাতিল করতে পারবে বলে রায় দিয়েছে ইইউ আদালত বা ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২১. যুক্তরাষ্ট্রের পুলিশের উচ্চপর্যায়ের নির্বাহী পদে ('এনওয়াইপিডি' এর ক্যাপ্টেন পদে) যোগ দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক— খন্দকার আবদুল্লাহ।
২২. মুক্তিযুদ্ধের দিনগুলিতে বাঙালিরা রেডিওতে মুক্তিযুদ্ধের খবরাখবর শুনতেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, আকাশবাণী কলকাতা ও বিবিসি রেডিও সেন্টারের। সেই সময়ে আকাশবাণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক খবর পড়তেন— দেবদুলাল বন্দোপাধ্যায়।
২৩. ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— রবার্ট মিলার।
২৪. বাংলাদেশের নতুন অর্থসচিব— আবদুর রউফ তালুকদার।
২৫. যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী 'টাইম' এর বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৮ হয়েছেন প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাসোগি ও রয়টার্সের দুই সাংবাদিক।
২৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন সরকারের ঘোর বিরোধীতার সময়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ও পাকবাহিনীর চালানো গণহত্যার বিপক্ষে সোচ্চার হয়েছিলেন মার্কিন সিনেটর— এডওয়ার্ড মুর কেনেডি। তিনি বাঙালি শরণার্থীদের পরিদর্শন করেছিলেন এবং শরণার্থীদের জন্য কাজ করেছিলেন। তিনি ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর ছিলেন।
২৭. অটোমেশন পদ্ধতি হলো— কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কোনো কাজকে সহজ করা। সম্প্রতি উন্নত বিশ্বে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
২৮. সম্প্রতি জিংকং-২ বা স্টারি স্কাই-২ নামের মহাকাশযান পরীক্ষা করে— চীন।
২৯. কোরীয় যুদ্ধ শুরু হয়েছিল ১৯৫০ সালে এবং তা সমাপ্ত হয় ১৯৫৩ সালে। এ যুদ্ধে চীন উত্তর কোরিয়াকে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল।
৩০. মার্কিন সাংবাদিক 'রবার্ট পেইন' এর লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক বই 'ম্যাসাকার'। বইটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এছাড়াও তার লেখা 'টর্চার্ড অ্যান্ড দ্যা ড্যামড' গ্রন্থে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের অনবদ্য চিত্র এঁকেছেন।
৩১. শহীদ বুদ্ধিজীবী দিবস— ১৪ ডিসেম্বর।



To Let Rangpur City প্রজেক্টে বাসা ভাড়া খোঁজা কাজের জন্য কিছুসংখ্যক স্নাতক পড়ুয়া স্মার্ট ছেলেকে নিয়োগ দেওয়া হবে। রংপুরে অধ্যয়নরত ছাত্ররা এতে আবেদন করতে পারবেন। যেহেতু এটি মুক্ত জব তাই এর কর্মীদের আয়ও হবে নিজস্ব পারফরমেন্স এর ভিত্তিতে। বিস্তারিত জানতে কল করুন।

বাসা ভাড়া খুঁজুন সহজেই.../
To Let Rangpur City
ফেসবুক: facebook.com/toletrangpur
হেল্পলাইন: ০১৭৪৬-৩১৫৬৩৯।

Friday, December 7, 2018

সাপ্তাহিক সংখ্যা—৩: ০১/১২/২০১৮ হতে ০৭/১২/২০১৮

০১ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ০৭ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা 'উইলিয়াম উডারল্যান্ড' বা ডব্লিউ এস ওডারল্যান্ড ছিলেন একজন— অস্ট্রেলিয়ান। তার পুরো নাম— উইলিয়াম আব্রাহাম সাইমন উডারল্যান্ড। তিনি পিতৃসুত্রে অস্ট্রেলিয় তবে জন্ম নেদারল্যান্ডে।
২. প্রতিবছর দেশের শ্রমবাজারে প্রবেশ করে— ২০ লাখ তরুণ।
৩. জি-২০ হলো— বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ইতালীয় ধর্মযাজক 'ফাদার মারিনো রিগান' আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতেন। 'একাত্তরের ডায়েরি' নামে তারও একটি ডায়েরি ছিল যাতে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ছিল।
৫. সম্প্রতি 'ইউনেস্কো আমির জাবের আল আহমেদ' পুরস্কার পাওয়া বাংলাদেশি— ভাস্কর ভট্টাচার্য।
৬. QR কোড এর অপর নাম কুইক রেসপন্স কোড। এটি হলো একধরনের ম্যাট্রিক্স বা 2D বারকোড। জাপানে এই কোড উদ্ভাবিত হয় ও বিকাশ লাভ করে। এই কোড ক্যামেরা দিয়ে কিংবা মোবাইল/ কম্পিউটার অ্যাপ্লিকেশন ও স্মার্ট ডিভাইস দিয়ে পড়া যায়।
৭. অস্ট্রিয়ার প্রেসিডেন্ট— আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন।
৮. বীরপ্রতীক তারামন বিবির বাড়ি ছিল— কুড়িগ্রামের রাজীবপুরের শংকর মাধবপুর গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।
৯. 'লেভেল প্লেয়িং ফিল্ড' হলো— প্রতিযোগিতায় সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা।
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং ছিলেন 'দ্যা ডেইলি টেলিগ্রাফ' এর রিপোর্টার। তিনি কাজ করতেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। তিনি ২৫ মার্চ ১৯৭১এর হত্যাযজ্ঞ নিয়ে লেখেন "ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন ইস্ট পাকিস্তান" নামক প্রতিবেদন যা লন্ডনের ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত হয় ৩০ মার্চ, ১৯৭১ এ। তার জন্ম ইংল্যান্ডে।
১১. এলএনজি হলো— তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।
১২. জিপিএস হলো— গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি হলো একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা। জিপিএস প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়।
১৩. বিশ্ব জলবায়ু সম্মেলন/ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) শুরু হয়েছে— পোল্যান্ডের 'কতোভিচ' শহরে।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের দলে যোগ দিয়ে যুদ্ধ করতে প্রস্তুতি নেওয়া বিদেশি লেখক আঁদ্রে মালরো ছিলেন একজন— ফরাসি। তবে তাকে আসতে হয়নি; তিনি আসার আগেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে।
১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) শব্দটি প্রথম চালু করেন— জন ম্যাকার্থি ১৯৫৬ সালে।
১৬. বিশ্বের প্রথম বায়োনিক মানুষ— রেক্স।
১৭. কিউরিসিটি রোভার ২০১২ সালে মঙ্গলগ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। এর ওজন ছিল প্রায় ১টন। এটি মঙ্গলে পৌঁছাতে ৯ মাস লেগেছিল। এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ৫৭কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলে পৌঁছায়। একে বলা হয়- 'পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার'।
১৮. বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— আর্ল রবার্ট মিলার।
১৯. গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত— হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
২০. বাতজ্বর হলো— একটি হৃদরোগ।
৩১. ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের মত পাল্টানোর সুযোগ আছে— এ অভিমত দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২২. ন্যানোটেকনোলজি হলো— পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। ন্যানো প্রযুক্তির জনক— রিচার্ড ফাইনম্যান।
২৩. অলিগপলি বাজার হলো— যে বাজারব্যবস্থায় সমজাতীয় দ্রব্যের কতিপয় বিক্রেতা ও বহুসংখ্যক ক্রেতা থাকে। যেমন- মোবাইল ফোন অপারেটর।
২৪. মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থীদের দুরবস্থা নিয়ে লেখা বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর ইন যশোর রোড" এর লেখক ছিলেন আমেরিকান সাংবাদিক ও কবি অ্যালেন গিন্সবার্গ।
২৫. বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন— বিজিএমইএ। আর বাংলাদেশের শিল্পপতিদের সবচেয়ে বড় সংগঠন— এফবিসিসিআই।
২৬. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য ব্যবহার করা হয়— স্টপওয়াচ।
২৭. মাইক্রোওয়েভ হলো— এক ধরণের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এর মাধ্যমে ছবি, শব্দ, অডিও, ভিডিও আদান-প্রদান করা যায়। পৃথিবীর প্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন— আচার্য জগদীশচন্দ্র বসু।
২৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন— মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মার্ক টালি ছিলেন বাঙালি মুক্তিযোদ্ধাদের আশার আলো। রেডিওতে কান পেতে সকাল-সন্ধ্যা বিবিসিতে মার্ক টালির কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকতো পুরো দেশ। বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গঠনে তার ভূমিকা ছিল অনন্য।
২৯. অর্থনীতিতে ঋণের 'নিকাশ ঘর' বলা হয়— কেন্দ্রীয় ব্যাংককে।
৩০. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি হয়— ১৯৯৭ সালে।
৩১. হুতি বিদ্রোহীরা— ইয়েমেনের।
৩২. শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি হার্বাড কর্তৃক লাভ করেন 'গ্লাইটসম্যান সিটিজেন অ্যাক্টিভিস্ট' পুরস্কার।
৩৩. প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রনিল বিক্রমাসিংহেকে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন— ২৬ অক্টোবর ২০১৮ তে।
৩৪. আগামী দুই বছরের জন্য (২০১৯-২০) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।



কিছু ছাত্র-ছাত্রীকে ফ্রিতে HSC/ Admission Test এর ইংরেজি শেখাবো। বিনিময়ে আমার To Let Rangpur City প্রজেক্টের জন্য কিছু তথ্য সংগ্রহ করে দিতে হবে।

যেহেতু প্রকল্পটি রংপুর শহরভিত্তিক তাই শুধু রংপুর শহরে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই সেবা পাবেন।

আমি সপ্তাহে ৪ দিন পাঠাদান করবো আর শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন একবেলা করে আমার সোশ্যাল প্রজেক্টের জন্য তথ্য সংগ্রহের কাজ করবেন।

কাজটি খুবই সহজ। বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।

আহবায়ক—
মেহেদী হাসান; প্রশিক্ষক, EGLS.
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।

Friday, November 30, 2018

সাপ্তাহিক সংখ্যা—২: ২৪/১১/২০১৮ হতে ৩০/১১/২০১৮

২৪ নভেম্বর, ২০১৮ শনিবার → ৩০ নভেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. সম্প্রতি ফোবর্স সাময়িকীর "তরুণ অনুর্ধ্ব ৩০:৩০ উদ্ভাবক-২০১৯" এ স্থান পাওয়া বাংলাদেশি দুই তরুণ— এনার্জি বিভাগে উদ্ভাবক সানি সানওয়ার ও বিজ্ঞান বিভাগে বিজ্ঞানী ও জি এম মাহমুদ আরিফ পাভেল।
২. সম্প্রতি প্রাচীন পুণ্ড্রনগর বা মহাস্থান নিয়ে যে নাটক ভাসুবিহারে মঞ্চস্থ করা হয় তার নাম— মহাস্থান।
৩. আইএসপিআর হলো— ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
৪. বিএসটিআই এর পূর্ণরূপ— বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন।
৫. মধুপুর বনাঞ্চল— টাঙ্গাইলে।
৬. সম্প্রতি ধইঞ্চার জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতৃত্বে ছিলেন— মনজুরুল আলম।
৭. বাংলাদেশের স্থানীয় শাসনকাঠামোতে স্থানীয় নির্বাচন হয়— পাঁচটি।
৮. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়— ছয়টি সংসদীয় আসনে; যথা— ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে।
৯. সম্প্রতি জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ কর্তৃক বাংলাদেশ থেকে চ্যাম্পিয়নশিপ পান— মোখলেসুর রহমান।
১০. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) নারী ও পুরুষের মজুরির সমতা ঘোষণা করে— ১৯৫১ সালে এবং ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকারের ঘোষণা দেয় আর ১৯৬০ সালে পোশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ প্রদান করে।
১১. ব্রেক্সিট হয়— লিসবন চুক্তির অনুচ্ছেদ-৫০ এর মাধ্যমে।
১২. ব্রিটেন ইইউ থেকে চূড়ান্তভাবে আলাদা হচ্ছে— ২০১৯ সালের মার্চ মাসে।
১৩. অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করে তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়।
১৪. সম্প্রতি মঙ্গলে অবতরন করে নাসার মহাকাশযান— ইনসাইট।
১৫. মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে রেডিও সংকেত আসতে সময় লাগে— ৮ মিনিট ৭ সেকেন্ড।
১৬. সম্প্রতি 'সিসমোমিটার' ও 'হিট ফ্লো প্রোব' নামক যন্ত্র সংযুক্ত করা হয়— মঙ্গলে অবতরনকারী নাসার রোবট 'ইনসাইট' এ।
১৭. শ্রীলংকার রাজনৈতিক নেতা বিক্রমাসিংহের দল— ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
১৮. বড়পুকুরিয়া কয়লাখনি— দিনাজপুরে।
১৯. ভোমরা স্থলবন্দর— সাতক্ষীরায়।
২০. দেশের সর্বদক্ষিণের উপজেলা— টেকনাফ।
২১. লস্কর-ই-তাইয়েবা— পাকিস্তানের জঙ্গি সংগঠন।
২২. শ্বেতবামন একধরনের ছোট তারা। যেসব তারার ভর নিউট্রন তারা হওয়ার জন্য যথেষ্ঠ নয়, তারাই শ্বেতবামনে পরিণত হয়।
২৩. আর্জেন্টিনার রাজধানী— বুয়েন্স আয়ারস।
২৪. গার্ডিয়ান— যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম।
২৫. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি— জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
২৬. সম্প্রতি প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়— কুমিল্লার লালমাই পাহাড়ে।



শুদ্ধরূপে বাংলা লেখাসহ লেখালেখির উপস্থাপনা শিখতে যোগ দিন School of Learning এর লেখালেখি সহায়তা প্রকল্পের কর্মশালায়।

বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।
ফেসবুক: facebook.com/schooloflearning.edu

Friday, November 23, 2018

সাপ্তাহিক সংখ্যা—১: ১৭/১১/২০১৮ হতে ২৩/১১/২০১৮

১৭ নভেম্বর, ২০১৮ শনিবার → ২৩ নভেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. তুরস্কের রাজধানী— আঙ্কারা; আর ঘানার রাজধানী— আক্রা।
২. ইউনিসেফ এর স্লোগান— সেভ দ্যা চিলড্রেন।
৩. সম্প্রতি জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরী করা হয়— ভারতের আসামে।
৪. প্রতিযোগিতায় 'লেভেল প্লেয়িং ফিল্ড' মানে হলো— সবার জন্য সমান সুযোগ।
৫. দালাই লামা হলো— তিব্বতীয় ধর্মগুরুর পদবী। ১৪ তম ও বর্তমান দালাই লামা হলেন— তেনজিং গিয়াসো।
৬. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৭. সম্প্রতি ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারস (বিআইপিএম) কর্তৃক কিলোগ্রামের ওজনে আনা বৈজ্ঞানিক পরিবর্তন কার্যকর হবে ২০১৯ সালের ২০ মে থেকে। কিলোগ্রাম পদ্ধতি ১৮৮৯ সালে উদ্ভাবন করা হয়েছিল এবং ১৩০ বছর পর সম্প্রতি এটিকে আরও বৈজ্ঞানিক ও নির্ভুল করতে এই পদক্ষেপ নেওয়া হয়। এটি অনুমোদন দেওয়া হয় ১৬ নভেম্বর ২০১৮ তারিখে প্যারিসে অনুষ্ঠিত সংস্থাটির সম্মেলনে। এতে ৭টি দেশের বহু বিজ্ঞানী গবেষণার কাজ করেছেন। এটি প্রয়োগের ফলে দৈনন্দিন ওজন পরিমাপে তেমন কোনো পরিবর্তন আসবে না; এর ফল পাওয়া যাবে সুক্ষ বৈজ্ঞানিক গবেষণায়।
৮. প্রজেক্ট সিন্ডিকেট— একটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা। এই সংস্থা বিশ্বের বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণালব্ধ মতামত প্রকাশ করে থাকে। একে বলা হয় "দ্যা ওয়ার্ল্ডস ওপেনিয়ন পেজ"।
৯. ভিক্টর ওরবান— হাঙেরির প্রধানমন্ত্রী।
১০. মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের নাম— হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আর, উচ্চকক্ষের নাম— সিনেট।
১০. বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ২০ ভাগ আসে কৃষি থেকে।
১১. এমানুয়েল মাখোঁ— ফরাসি প্রেসিডেন্ট।
১২. সম্প্রতি দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
১৩. এপেক হলো— এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এশিয়া প্যাসিফিক ইকনোমিক কো-অপারেশন)।
১৪. বিশ্ব শিশু দিবস— ২০ নভেম্বর।
১৫. সম্প্রতি বাংলা একাডেমি চারজন বিশিষ্ট ব্যক্তির নামে চারটি পুরস্কার ঘোষণা করে।
১৬. যুক্তরাষ্ট্রে 'আটলান্টিক' নামক একটি কাউন্টি বা জেলা আছে।
১৭. সম্প্রতি এক এপেক চুক্তি হয় এশীয়-প্রশান্ত মহাসাগরীয়— ২৮ টি দেশের মধ্যে।
১৮. মুসলিম বিশ্বে গণতন্ত্র চর্চায় সর্বাপেক্ষা সফল দেশ— ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
১৯. সম্প্রতি ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে'র নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছে— ৪২ জন পার্লামেন্ট সদস্য।
২০. বেনাপোল স্থলবন্দর— যশোরে। এর নিকটবর্তী ভারতীয় স্থলবন্দর— পেট্রোপোল।
২১. অনলাইন শপিং সাইট 'আমাজন ডট কম' এর প্রতিষ্ঠাতা— জেফ বেজোফ।
২২. বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত— উইনি এস্ট্রাপ পিটারসেন এবং জার্মান রাষ্ট্রদূত— পিটার ফারেনহোল্টড।
২৩. সম্প্রতি ভারতের সিকিম ও লাদাখ পর্যটনকেন্দ্র বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়।
২৪. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ছিলেন— ল্যান্স নায়েক।
২৫. বৌদ্ধদের পবিত্র স্থাপনা 'লওয়া জদি'— কক্সবাজারের রামুতে অবস্থিত।
২৬. প্রাভদা হলো— রাশিয়ান সংবাদপত্র।
২৫. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।



তরুণ লেখকরা স্বল্পমূল্যে তাদের বই প্রকাশ করতে পারেন রংপুরে তরুণদের প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' থেকে। আপনার বই এর ISBN, প্রুফ রিডিং সহ সকল মান রক্ষা করে মানসম্মত সেবা দেওয়া হবে।

যোগাযোগ করুন—
প্রকাশক, টাইম পাবলিকেশন্স, রংপুর।
ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯
ফেসবুক: fb.com/timepublications

Friday, November 16, 2018

নোট— প্রকাশনা রূপান্তরের নোটিশ!

নোট


'নিউজপেপার ডাইজেস্ট' কে দৈনিক থেকে সাপ্তাহিক প্রকাশনায় রূপান্তর করা হলো। এখন থেকে প্রতি শুক্রবার এক সপ্তাহের ডাইজেস্ট প্রকাশিত হবে। তাই শুক্রবার মানেই নিউজপেপার ডাইজেস্ট এর দিন।

শুভেচ্ছান্দে—
মেহেদী হাসান
সম্পাদক, নিউজপেপার ডাইজেস্ট।

প্রথম আলো— ১৬ নভেম্বর, ২০১৮

১৬ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
২. 'ভাই গিরিশচন্দ্র সেন' মিউজিয়াম স্থাপিত হয়— নরসিংদীর পাঁচদোনায়।
৩. জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো— ব্যানবেইস। এই প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, বিশ্লেষ করে ও শিক্ষার উৎকর্ষ সাধন বিষয়ক পরামর্শ প্রদান করে।
৪. মার্কিন ট্রয় শহর— যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। আর ইতিহাসখ্যাত ট্রয় নগরী ছিল— তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশে।
৫. 'মহাত্না গান্ধী স্কয়ার' নির্মিত হচ্ছে— আত্রাইয়ে।
৬. সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বর্তমান চেয়ারম্যান— মোহাম্মদ সাদিক।
৭. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়— ১৯১৪ সালের ২৮ জুলাই।
৮. ত্রিপুরা জনগোষ্ঠীর শ্রেণী বা দলকে বলা হয়— দফা। ৩৬ টি দফার মধ্যে ১৬টি বাংলাদেশে এবং ২০টি ভারতের ত্রিপুরায় বাস করে। ত্রিপুরাদের ভাষার নাম— ককবরক ও উমোই। এদের নববর্ষ উৎসবের নাম— বৈসু।
৯. যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ছিলেন— ডোমিনিক বার; সম্প্রতি ব্রেক্সিট বিতর্কে তিনি সহ মোট পাঁচজন মন্ত্রী থেরেসা মে'র মন্ত্রীসভা থেকে পদত্যাগ করায় ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১০. দ্যা নিউইয়র্ক টাইমস হলো— মার্কিন সংবাদমাধ্যম আর দ্যা টাইমস হলো ব্রিটিশ দৈনিক/ সাময়িকী এবং ফোর্বস হলো— মার্কিন ম্যাগাজিন।
১১. ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা— মার্ক জাকারবার্গ এবং প্রধান পরিচালন কর্মকর্তা— শেরিল স্যান্ডবার্গ।



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সবুজ প্রকৃতি, সৌন্দর্য দেখতে ও ভার্চুয়ালি বেরোবি ক্যাম্পাস থেকে একবার ঘুরে আসতে ভিজিট করুন Beauty of BRUR ফেসবুক পেজ।
ফেসবুক পেজের লিংক/ URL:
facebook.com/beauty.brur

শুভেচ্ছান্দে—
মেহেদী হাসান,
এডমিন, Beauty of BRUR.



Thursday, November 15, 2018

প্রথম আলো— ১৫ নভেম্বর, ২০১৮

১৫ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. সম্প্রতি বাংলাদেশি ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয় যুক্তরাষ্ট্রের— নিউ জার্সি অঙ্গরাজ্যের পিটারসন শহরে।
২. ভাসু বিহার— বগুড়ার মহাস্থাগড়ে। সম্প্রতি এখানে প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয়।
৩. সম্প্রতি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়— ৬ নভেম্বর।
৪. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ— ব্রেক্সিট নামে পরিচিত।
৫. মাহিন্দা রাজাপাক্ষেকে বরখাস্ত করল শ্রীলংকার পার্লামেন্ট। ফলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ায় রাজনৈতিক সংকট প্রকট হয়।
৬. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম— সিনেট।
৭. অনলাইনে অর্থ পরিশোধের পদ্ধতিকে বলা হয়— ই-পেমেন্ট।
৮. টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা— জ্যাক ডার্সি।



লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।



Wednesday, November 14, 2018

প্রথম আলো— ১৪ নভেম্বর, ২০১৮

১৪ নভেম্বর, ২০১৮ | বুধবার


তথ্যসমূহ:—
১. কমলাসাগর সীমান্ত হাট— ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে।
২. ডায়াবেটিস রোগ হয়— ইনসুলিন এর অভাবে।
৩. ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেছেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর একদল গবেষক। এ গবেষক দলের নেতৃত্বে ছিলেন— পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার।
৪. শেখ হাসিনা কে নিয়ে নির্মিত ৭০ মিটিটের তথ্যচিত্র— হাসিনা: আ ডটারস টেল।
৫. বর্তমানে দেশের বৃহত্তম সোলার পার্ক— টেকনাফে।
৬. পৃথিবী নামক ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিণ দিকে। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি— দুই মেরুতে। টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয়— স্থায়ী চুম্বক। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে— চুম্বকক্ষেত্র হিসেবে। কোবাল্ট একটি— চৌম্বক পদার্থ।
৭. অ্যালেক্সি লাভালনি— রাশিয়ার বিরোধীদলীয় নেতা।
৮. শ্রীলংকার প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সিদ্ধান্তকে স্থগিতে করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
৯. কানাডার প্রধানমন্ত্রী— জাস্টিন ট্রুডো।



লাইফের বিভিন্ন বিষয় জানতে, শিখতে ও উপদেশ-পরামর্শ পেতে ভিজিট করুন Life Magazine ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifemagazine-on.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

জানুন ও শিখুন জীবনের অনেক কিছু.../
মেহেদী হাসান,
সম্পাদক, লাইফ ম্যাগাজিন।

Tuesday, November 13, 2018

প্রথম আলো— ১৩ নভেম্বর, ২০১৮

১৩ নভেম্বর, ২০১৮ | মঙ্গলবার


তথ্যসমূহ:—
১. মুশফিকুর রহিম ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন— জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে ১২ নভেম্বর ২০১৮ তে। এটি ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড এবং সেইসঙ্গে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম দুটি ডাবল সেঞ্চুরি করেন।
২. নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আটটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে— বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
৩. উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক সহিংসতাবিষয়ক তথ্য সংগ্রহ করে— আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি); এটি যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাধীন সংগঠন।
৪. দেশের সর্ব দক্ষিণের উপজেলা 'টেকনাফ'। উপজেলা ঘেঁষে বহমান নদী- নাফ; এটি মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করা নদী। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র— টেকনাফে।
৫. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এর নাম— গাজা।
৬. এদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়— ১৯৩৫ সালের ভারত শাসন আইন দ্বারা।
৭. শ্রীলংকার অভিজাত সম্প্রদায় সমর্থন করে মাহিন্দা রাজাপােক্ষকে আর সাধারণ জনসাধারণ সমর্থন করে রনিল বিক্রমাসিংহেকে।
৮. ফিশন বিক্রিয়া ব্যবহার করা হয়— পারমাণবিক বোমায় ও পারমাণবিক চুল্লিতে; এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
৯. শ্রীলংকার প্রেসিডেন্ট— মাইথ্রিপালা সিরিসেনা।
১০. পাকিস্তানের ৬৯% মানুষ ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ।
১১. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী— মাইক পম্পেও।
১২. সম্প্রতি পুলিশ বিভাগে উড়ন্ত মোটরবাইক চালুর উদ্যোগ নেয়— দুবাই পুলিশ।
১৩. দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল— একটি মার্কিন সংবাদমাধ্যম।



হেল্পবুক ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রকার সহায়তা পেতে নিয়মিত ভিজিট কিরুন Helpbook Foundation ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
helpbookfoundation.blogspot.com

আথবা, নিয়মিত আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

তারুণ্যের কল্যাণে মহৎ পদক্ষেপ.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, হেল্পবুক ফাউন্ডেশন।

Monday, November 12, 2018

প্রথম আলো— ১২ নভেম্বর, ২০১৮

১২ নভেম্বর, ২০১৮ | সোমবার


তথ্যসমূহ:—
১. 'স্বোপার্জিত স্বাধীনতা' ভাস্কর্যটি— ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত; এর ভাস্কর শামীম শিকদার।
২. বাবুরপুকুর বধ্যভূমি— বগুড়ায়।
৩. সম্প্রতি 'ভিতরের অংশ হলুদ রঙ' এর তরমুজের চাষ শুরু হয়— রাজশাহীর গোদাবাড়িতে।
৪. ওয়েলথ এক্স— যুক্তরাষ্ট্রের একটি অর্থনৈতিক ও সম্পদ গবেষণা সংস্থা।
৫. 'মি টু' ছিল— একটি যৌন হয়রানিবিরোধী সামাজিক আন্দোলন।
৬. শনিগ্রহ পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়। এর উপগ্রহ— ২২টি এবং এর ৩টি বলয় খুব উজ্জ্বল।
৭. ফ্লোরিডা— যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
৮. প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে— ১৯১৮ সালে।
৯. বাংলাদেশ ক্রিকেট ১০০ তম সেঞ্চুরি করে— জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে; ১১ নভেম্বর ২০১৮ তে এই শততম সেঞ্চুরি করেন মুমিনুল হক। বাংলাদেশ এই শততম সেঞ্চুরি পায় ৫৪৪ তম আন্তর্জাতিক ম্যাচে। ইতিহাস— বাংলাদেশ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন মেহরাব হোসেন ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এবং প্রথম বাংলাদেশি হিসেবে (টেস্টে) ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালে।



বিভিন্ন অধ্যয়নমূলক তথ্য জানতে ও অধ্যয়ন করতে ভিজিট করুন এডুকেশন পেপার ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
educationpaperbd.blogspot.com

নিয়মিত আপডেট পেতে লাইক দিন ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/educationpapers

মধুর হোক অধ্যয়ন, জ্ঞান হোক মুক্ত.../
মেহেদী হাসান,
এডমিন ও সম্পাদক, এডুকেশন পেপার।



Sunday, November 11, 2018

প্রথম আলো— ১১ নভেম্বর, ২০১৮

১১ নভেম্বর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. সিরাজুল ইসলাম চৌধুরী একজন— ইমেরিটাস অধ্যাপক।
২. গণতন্ত্রের মানসপুত্র বলা হয়— হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে।
৩. সম্প্রতি দাবানলে ৯ জনের মৃত্যু হয়— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।
৪. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী— থেরেসা মে।
৫. শ্রীলংকায় আসন্ন নির্বাচন হতে যাচ্ছে— ৫ জানুয়ারি ২০১৯ তে।
৬. তুরস্কের একটি সরকারপন্থী পত্রিকা— সাবাহ।
৭. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট— এমানুয়েল মাখোঁ।
৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি এখন স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে চলেছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে। ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফ দপ্তর স্থাপিত হয়। ইউনিসেফ ১৯৭৭ সাল থেকে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।
৯. বাংলার বিলুপ্ত ঐতিহ্য ঢাকাই মসলিন শিল্প ফিরে আনার প্রকল্প বাস্তবায়নে কাজ করবে— বাংলাদেশ তাত বোর্ড। এটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত।
১০. 'হিলড' বইটির লেখক— মনীষা কৈরলা।



'ফুড হোম ডেলিভারি' প্রজেক্টে ব্যাচেলর চাকরিজীবী ও আগ্রহী গ্রাহকদের জন্য অফিস ও বাসায় রান্না করা খাদ্য সরবরাহ করছে 'রংপুর ইভেন্ট' নামক রংপুরের একটি প্রতিষ্ঠান।

রংপুর শহরের ধাপ-মেডিকেল, চেকপোস্ট, ডিসি'র মোড়, রাধাবল্লভ, পুলিশ লাইন্স, সিটি বাজার, পায়রা চত্তর ও জাহাজ কোম্পানি মোড় এলাকায় এই সেবা চালু হয়েছে।

এই সেবা পেতে ডিল করতে হবে— মোবাইল: ০১৭৯৪-৮৮৯৫৭২ কিংবা, হেল্পলাইন: ০১৯৩২-৭৯২২৫৭ তে কল করে।

সুলভ হোক খাদ্য গ্রহণ.../
শুভকামনায়—
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।



Saturday, November 10, 2018

প্রথম আলো— ১০ নভেম্বর, ২০১৮

১০ নভেম্বর, ২০১৮ | শনিবার


তথ্যসমূহ:—
১. ২০ বছর পূর্তিতে প্রথম আলোর স্লোগান— ভালোর সাথে আলোর পথে।
২. শহীদ নূর হোসেন দিবস— ১০ নভেম্বর। ১৯৮৭ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনে শরীরে "স্বৈরাচার নিপাত যাক" ও "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লেখা নূর হোসেন গুলিস্থানের জিরো পয়েন্টে শহীদ হন।
৩. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
৪. মনস্তত্ত্ব বিষয়ক অভিব্যক্তি— 'ইন্টেলিজেন্স কোসেন্ট' (Intelligence Quotient)।
৫. ল্যানসেট হলো— একটি চিকিৎসা বিষয়ক সাময়িকী।
৬. সম্প্রতি অ্যাসোসিও পুরস্কার লাভ করে
বাংলাদেশের প্রতিষ্ঠান— বিজিএমইএ।
৭. বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে— ২০০০ সালে।
৮. সম্প্রতি মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদনের সফলতা দাবি করেছে— যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।



রংপুর শহরে বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা পেতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।

আমাদের ইভেন্টগুলোর আইটেম ও ম্যানেজমেন্ট প্রজেক্টগুলোর পরিচিতি দেখতে ভিজিট করুন→
eventmanagement10.blogspot.com

ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
সমন্বয়ক, ইভেন্ট ম্যানেজমেন্ট টেন।



Friday, November 9, 2018

প্রথম আলো— ৯ নভেম্বর, ২০১৮

৯ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. বড়পুকুরিয়া কয়লা খনি— দিনাজপুরে।
২. বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক— আনিসুজ্জামান।
৩. ট্রায়াম্ফ এ্যান্ড ট্রাজেডি— বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই।
৪. মুক্তিযুদ্ধে অবদান রাখায় ২০১৬ সালে বীরঙ্গনা খেতাব দেওয়া হয় যে তিন নারীকে— শ্রীমতী সোনাবালা, মায়া রাণী এবং জামেলা খাতুন কে।
৫. কনস্টিটিউশনাল কনভেনশন হলো— সংসদ ভেঙ্গে দিয়ে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করা।
৬. জেফ সেশনস ছিলেন— যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল।
৭. এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ— বর্নিও।



ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্যসেবা (যানবাহক, হোটেল বুকিং, এয়ার টিকেট, ট্যুর গাইড, ট্যুরিস্ট স্পট পরিচিতি, পুলিশ ও প্রশাসনিক হেল্পলিংক) পেতে ভিজিট করুন Travel Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
travelhelpbook.blogspot.com

এবং বিভিন্ন স্থানে ভ্রমণ সচেতনতা বিষয়ক তথ্যাদি জানতে ভিজিট করুন→
travelawareness.blogspot.com

সকল আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। কোনো সেবার প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিংক→
facebook.com/travelhelpbook

ভ্রমণ হোক সুন্দর ও সুখময়.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, ট্রাভেল হেল্পবুক।

Thursday, November 8, 2018

প্রথম আলো— ৮ নভেম্বর, ২০১৮

৮ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. সুজন (সুশাসনের জন্য নাগরিক) হলো— একটি সামাজিক সংগঠন।
২. খাসিয়ারা বাস করে— সিলেটে। এদের ভাষার নাম— মনখেমে। খাসিয়া সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক। তাদের প্রধান দেবতার নাম— উব্লাই নাংখউ।
৩. সুপারবাগস হলো— এক ধরণের ওষুধ প্রতিরোধী ব্যাক্টেরিয়া।
৪. আধুনিক জ্যোতিঃপদার্থ বিজ্ঞানের জনক বাঙালি বিজ্ঞানী— মেঘনাদ সাহা।



শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য জানতে ভিজিট করুন Education Magazine ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://educationmagazine10.blogspot.com

এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

শিক্ষা তথ্য জানুন, বিজ্ঞ হোন.../
মেহেদী হাসান
সম্পাদক, এডুকেশন ম্যাগাজিন।

Wednesday, November 7, 2018

প্রথম আলো— ৭ নভেম্বর, ২০১৮

৭ নভেম্বর, ২০১৮ | বুধবার


তথ্যসমূহ:—
১. যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশী দলটি যাত্রা শুরু করে— হন্ডুরাসের সান পেদ্রো থেকে ১২ অক্টোবর।
২. জাতিসংঘ এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল— ২০১৫ সালে।
৩. সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়— তুরস্কে সৌদি দূতাবাসে।
৪. জামাল খাসোগি ছিলেন— 'ওয়াশিংটন পোস্ট' এর কলামিস্ট।
৫. মুক্ত সাংবাদিকতার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান— ১৪৬ তম (১৮০টি দেশের মধ্যে)।
৬. সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল— সোনারগাঁ।
৭. পানাম নগর— নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত।
৮. আধুনিক কম্পিউটারের জনক— জন ভন নিউম্যান।
৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
১০. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক— টিম বার্নাস লি।
১১. রোগনির্ণয় ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঁচটি শহরে আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে— যুক্তরাজ্য।



রংপুর শহরে এয়ার টিকেট সেবা পেতে ভিজিট করুন→
airtickethelpbook.blogspot.com

এয়ার টিকেট অনুসন্ধান খুব সহজে.../
তথ্যসেবা, এয়ার টিকেট হেল্পবুক।

Tuesday, November 6, 2018

প্রথম আলো— ৬ নভেম্বর, ২০১৮

৬ নভেম্বর, ২০১৮ | মঙ্গলবার


তথ্যসমূহ:—
১. সহজে ব্যবসা করার সূচক-২০১৯ তে বাংলাদেশের অবস্থান— ১৭৬ তম।
২. ভূপেন হাজারিকা ছিলেন— একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী; তার বিখ্যত গান- মানুষ মানুষের জন্য...।
৩. জিও ষ্টেশনারি স্যাটেলাইট— মহাকাশে স্থাপিত স্থির স্যাটেলাইট। এটি ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে স্থাপন করা হয়।
৪. মেক্সিকোর রাজধানী— মেক্সিকো সিটি।
৫. কিউবার বর্তমান প্রেসিডেন্ট— মিগেল দিয়াস কানেল।
৬. শ্রীলংকার স্পিকার— কারু জয়সুরিয়া।
৭. সম্প্রতি ফাইভ জি মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করে— যুক্তরাজ্যের 'ভোডাফোন' কোম্পানি।
৮. সাগরের নিচে বিশ্বের প্রথম আবাসিক হোটেল চালু করে— মালদ্বীপ।



রংপুর শহরে হোটেল বুকিং সেবা পেতে ভিজিট করুন→ hotelbookinghelpbook.blogspot.com

হোটেলের তথ্য আরো সহজে.../
তথ্যসেবা, হোটেল বুকিং হেল্পবুক।

Monday, November 5, 2018

প্রথম আলো— ৫ নভেম্বর, ২০১৮

৫ নভেম্বর, ২০১৮ | সোমবার


তথ্যসমূহ:—
১. জাতীয় জরুরি সেবা হেল্পলাইন— ৯৯৯; এর মাধ্যমে পুলিশ, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সেবা পাওয়া যায়।
২. শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য কোনো কয়েদির মুক্তিকে 'প্যারোলে মুক্তি' বলে। কোনো মানবিক কারণে নির্দিষ্ট সময়ের জন্য এই মুক্তি দেওয়া হয় এবং এতে সাজাপ্রাপ্ত সেই অপরাধী জেল থেকে ছাড়া পায় কিন্তু তার সাথে প্রশাসনের রক্ষীবাহিনী থাকে।
৩. ভিভিয়ান বালাকৃষ্ণান হলেন— সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
৪. বর্তমানে দেশে দারিদ্র্যের হার— ২৪.৩ শতাংশ।
৫. ঋত্বিক ঘটক ছিলেন— একজন ভারতীয় চলচ্চিত্রকার।
৬. নিউ ক্যালোডোনিয়া অঙ্গরাজ্য— ফ্রান্সের অধীনে।
৭. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
৮. তামিল টাইগার— শ্রীলংকার জঙ্গিগোষ্ঠী।
৯. বাংলাদেশে উৎপাদিত দ্রব্যসামগ্রীর মাণ নিয়ন্ত্রণে জাতীয় মাণ সংস্থা— বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
১০. হাবল টেলিস্কোপ— নাসার।
১১. প্রথম আলো চর— কুড়িগ্রামের সদর উপজেলায় অবস্থিত।



আপনার পছন্দসই পেইন্টিং, প্রচ্ছদ ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও ও ভিডিও এডিটিং ইত্যাদি ক্রিয়েটিভ কাজ করে নিতে পারেন আমাদের 'ক্রিয়েটিভ স্টুডিও' থেকে।
ওয়েবে আমাদের প্রজেক্ট দেখুন। ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://creativestudiobd.blogspot.com ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯

এটি একটি ক্রিয়েটিভ ওয়ার্কস প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Creative Studio।



Sunday, November 4, 2018

প্রথম আলো— ৪ নভেম্বর, ২০১৮

৪ নভেম্বর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. টিআইএন হলো— ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা করদাতার পরিচিতি নম্বর।
২. এনবিআর হলো— ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড।
৩. দেশে প্রতি বছর তরুণ করদাতা কর দেয়— গড়ে দেড় লাখ।
৪. এ বছর হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন— রিজিয়া রহমান ও ফাতিমা রুমি।
৫. বিশ্ব খাদ্য সংস্থা— ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন (এফএও); এটি জাতিসংঘের একটি বিশেষয়িত সংস্থা। এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে।
৬. চীনের বর্তমান— প্রধানমন্ত্রী লি কোচিয়াং।
৭. সম্প্রতি সীমান্তে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেছে— ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।



'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের মতো ও মন ভালো করার মতো বিচিত্র সব মনোমুগ্ধকর জিনিস সম্পর্কে জানতে ও সেসব ভার্চুয়ালি দেখতে ভিজিট করুন Art of Life ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://artoflifeap.blogspot.com

ফেসবুকে আইটেমগুলোর আপডেট পেতে লাইক দিন 'আর্ট অব লাইফ' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/artoflifeap

মুগ্ধতায় ভরা এক নান্দনিক প্রোগ্রাম.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, আর্ট অব লাইফ।

Saturday, November 3, 2018

প্রথম আলো— ৩ নভেম্বর, ২০১৮

৩ নভেম্বর, ২০১৮ | শনিবার


তথ্যসমূহ:—
১. বিশ্বে ফলগাছের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা— বাংলাদেশের ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
২. জেলহত্যা দিবস- ৩ নভেম্বর; ১৯৭৫ সালের এই দিনে হত্যা করা হয় বাংলাদেশের চার জাতীয় নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান কে।
৩. নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেটসেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার ভাড়া নেওয়া হলো— ক্লাউড কম্পিউটিং। ২০১৬ সালে এই সেবা বাণিজ্যিকভাবে চালু করে— আমাজন।
৪. 'প্রিস্টিন প্যারাডাইস' বা আদি-অবিকৃত স্বর্গ বলা হয়— দ্বীপরাষ্ট্র পালাউকে।



দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com

অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook

শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।